আগুনের হাত থেকে মহাকরণ ও লালবাজারকে বাঁচাতে নিশ্ছিদ্র প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে চায় রাজ্য সরকার। এই ব্যাপারে ‘ওয়েরফিল’ নামে একটি সরকারি সংস্থাকে সব দিক খতিয়ে দেখে রিপোর্ট দিতে বলা হয়েছে। রাজ্যের দমকলমন্ত্রী জাভেদ খান বলেন, “ওয়েবফিল ইতিমধ্যেই সমীক্ষার কাজ শুরু করে দিয়েছে।”
রাজ্য প্রশাসনের অন্যতম দুই গুরুত্বপূর্ণ সদর কার্যালয় মহাকরণ ও লালবাজারে আগুন প্রতিরোধ ব্যবস্থার হাল খুব খারাপ। বিশেষত মহাকরণ জতুগৃহ হয়ে রয়েছে। আগের বামফ্রন্ট সরকার ওই দু’টি বাড়িতে অগ্নি প্রতিরোধের ব্যবস্থা করার জন্য অনেক বার পরিকল্পনা করেছিল। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এ বার নতুন সরকার সেই বিষয়ে উদ্যোগী হয়েছে। জাভেদ বলেন, “রিপোর্ট হাতে এলে নতুন যন্ত্রপাতি-সহ প্রয়োজনীয় সব কিছুরই ব্যবস্থা হবে।”
অগ্নি নির্বাপক ব্যবস্থাকে আরও চাঙ্গা করার জন্য ত্রয়োদশ অর্থ কমিশন থেকে ৪০ কোটি টাকা পেয়েছে রাজ্য। মন্ত্রী জানান, ওই টাকায় আধুনিক যন্ত্রপাতি কেনা হবে। কেনা হবে একটি রেসকিউ গাড়ি। এর বিশেষত্ব হল, একটি গাড়ির মধ্যেই থাকবে মই, ক্রেন ও অ্যাম্বুল্যান্স। গাড়িটির দাম প্রায় আড়াই কোটি টাকা।
এ ছাড়া ‘স্যুট’ নামে এক ধরনের বিশেষ সামগ্রী কেনা হবে, যার কাজ হবে অনেকটা প্যারাসুটের মতো। জাভেদ জানান, বহুতলে আগুন লাগলে স্যুটে চেপে নিরাপদে নেমে আসতে পারবেন বাসিন্দারা।
দমকলমন্ত্রীর পরিকল্পনা, প্রথম দিকে দমকল দফতর পরীক্ষামূলক ভাবে কয়েকটি স্যুট কিনবে। সেটা কাজে লাগলে বিশেষত উত্তর কলকাতার বহুতলের বাসিন্দাদের ওই ‘স্যুট’ কেনার জন্য আবেদন জানানো হবে। তিনি বলেন, “উত্তর কলকাতায় অনেক উঁচু বাড়ি আছে, যেখানে ওঠানামা করার জন্য আছে মাত্র একটি সিঁড়ি। এই ধরনের বাড়িতে আগুন লাগলে ‘স্যুট’ কাজে লাগবে বলে মনে হয়।” |