টুকরো খবর
১৫-১৭ সম্মেলন
আগামী ১৫-১৭ ডিসেম্বর সিপিএমের দার্জিলিং জেলা সম্মেলন হবে। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তা জানানো হয়। সম্মেলনের সূচনা করবেন প্রবীন দলনেতা আনন্দ পাঠক। দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য জীবেশ সরকার জানান, ২০ তম জেলা সম্মেলনের সভাপতিত্ব করবেন বর্তমান জেলা সম্পাদক সাঙ্গপাল লেপচা। সম্মেলনে যোগ দেবেন দলের পলিটব্যুরোর সদস্য সীতারাম ইয়েচুরি, অপর সদস্য নিরুপম সেন, গৌতম দেব। এ দিন জেলা বামফ্রন্টের বৈঠক হয়। দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক অশোক ভট্টাচার্য জানান, এ দিনের বৈঠকে তাঁরা কয়েকটি বিষয়ের সমালোচনা করে নিন্দা করছেন। তার মধ্যে অশোকবাবু অভিযোগ, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষের কাজে হস্তক্ষেপ করা হচ্ছে। নির্বাচিত ছাত্র সংসদ ভেঙে দিতে চাপ দেওয়া হয়েছে। এসএফআইয়ের তরফে এ ব্যাপারে অভিযোগ জানানো হয়েছে। শাসক দলের বিভিন্ন ছাত্র সংগঠনের তরফে আধিকারিকদের দীর্ঘ সময় ধরে ঘেরাও করে অচল করার চেষ্টা হচ্ছে। অশোকবাবু বলেন, “বুধবার শিলিগুড়ি পুরসভার বোর্ড মিটিংয়ে শহরের গরিব মানুষের স্বার্থে বিরোধী দলনেতা একটি প্রস্তাব রাখতে চাইলেও তা পেশ করতে দেওয়া হয়নি। বৈঠকে তার নিন্দা করা হয়েছে।”

পঞ্চায়েতের রিকশা নিষিদ্ধ শিলিগুড়িতে
পঞ্চায়েতের আওতাভুক্ত এলাকার লাইসেন্সপ্রাপ্ত রিকশা শিলিগুড়ি শহরে চলাচল নিষিদ্ধ করলেন পুর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বাঘা যতীন পার্কে শহরের রিকশার চালকদের জন্য বিশেষ পোশাক বিলির অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেন ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা। পুজোর আগেই এই ঘোষণা হলেও। রিকশাচালকদের আপত্তিতে তা কার্যকর হয়নি। এ বার সেই নিয়ম লাগু করতে তৎপর হয়েছেন পুর কর্তৃপক্ষ। ইতিমধ্যে পুরসভার তরফে রিকশা চালকদের ভাড়ার তালিকা সম্বলিত লাইসেন্স বিলি করা হয়েছে। কেবল ওই লাইসেন্স নম্বরের রিকশাই পুর এলাকায় চলাচল করতে পারবে বলে জানানো হয়েছে। অন্যথায় প আইনি ব্যবস্থা নেওয়া হবে। রিকশা চালকেরা অবশ্য ভাড়ার তালিকা পুনর্বিবেচনার দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। উপস্থিত ছিলেন মেয়র পারিষদ কৃষ্ণ পাল, দুলাল দত্ত, ৩ নম্বর বরো কমিটির চেয়ারম্যান নিখিল সাহানি-প্রমুখ। পুরসভার তরফে চালকদের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানান বৃহত্তর শিলিগুড়ি সাইকেল রিকশা ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক রমন দে ধারা। পুর এলাকার রিকশার চালকদের জন্য সবুজ পোশাকের ব্যবস্থাও হয়েছে। এ দিন বাঘা যতীন পার্কে প্রায় ৫০ জন রিকশা চালকদের মধ্যে তা বিলি করা হয়। র্দীঘদিনের রিকশাচালকদের চিকিৎসা বিমার বিষয়টি নিয়েও পুর কর্তৃপক্ষ ভাবনা চিন্তা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

জমি দেখলেন গৌতম
জলপাইগুড়ি সদর হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস তৈরির জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শুক্রবার সন্ধ্যায় শহরের ডাঙাপাড়া এলাকার প্রস্তাবিত জমিটি ঘুরে দেখেন মন্ত্রী। একসময়ে জলপাইগুড়ি শহরের ডাঙাপাড়ার এই জমিতে থাকা হাসপাতালটি পরিত্যক্ত হয়ে পড়ে। রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের স্মৃতি বিজড়িত হাসপাতালের জমিতে সরকারি উদ্যোগে হাসপাতাল গড়ে উঠুক এই মর্মে আর্জি জানিয়েছিলেন জমির মালিক তথা আনন্দপাড়ার বসু পরিবারের সদস্যরা। সেই প্রস্তাবে সাড়া দিয়েই এদিন জলপাইগুড়ির এসজেডিএ সদস্য চন্দন ভৌমিককে সঙ্গে নিয়ে জমি পরিদর্শন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, “জমি দেখেছি। বিষয়টি নিয়ে আলোচনা করব। জলপাইগুড়িবাসীর কাছে বেশি করে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে আমরা সদর হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি।” এসজেডিএ সদস্য চন্দন ভৌমিক বলেন, “প্রায় ৩২ বিঘা জমির সবটাই মন্ত্রী পরিদর্শন করেছেন। মন্ত্রী জমি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

আক্রমণ, ধৃত যুবক
ব্লেড চালিয়ে এক তরুণীর মুখ ক্ষত করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে প্রধাননগর থানার ডিজেল কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম কুমার রানা। বাড়ি ডিজেল কলোনিতে। জখম তরুণীর নাম সীমা রাউত। তাঁকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার রাতে ওই তরুণী নিজের বাড়ির একটি ঘরে শুয়ে ছিলেন। আচমকা ঘরে ঢুকে পড়ে কুমার রানা। সীমার মুখ লক্ষ্য ব্লেড চালিয়ে দেয় সে। এদিন সকালে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানায়, রেল কলোনি এলাকায় কুমারের একটি চায়ের দোকান রয়েছে। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে।”

গ্রেফতার
কলেজ চলাকালীন গোল হয়ে মাঠে বসে মদের আসর বসানোর অভিযোগে ৯ প্রাক্তন ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা নাগাদ শিলিগুড়ি কলেজে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ধৃতরা সকলেই কলেজের প্রাক্তন ছাত্র। শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে ওই ছাত্রদের গ্রেফতার করে। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “কোথাও যাতে অসামাজিক কাজ হয় না সেদিকে লক্ষ্য রাখছে পুলিশ।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.