প্রাক্তন প্রেসিডেন্ট এ পি জে আব্দুল কালামকে আমেরিকার একটি বিমানবন্দরে তল্লাশির নামে হেনস্থার অভিযোগে মার্কিন পরিবহণ দফতরের দুই নিরাপত্তাকর্মীকে বরখাস্ত করা হয়েছে। বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ আজ রাজ্যসভায় এ কথা জানিয়েছেন। এই ঘটনা নিয়ে গত মাসে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের কর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন পরিবহণ দফতরের শীর্ষ কর্তারা। তখনই তাঁরা জানান নির্দিষ্ট পদ্ধতি মেনে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতিকে তল্লাশি না করায় ওই দুই কর্মীকে বরখাস্ত করা হয়েছে। কী করেছিলেন ওই দুই কর্মী? জে এফ কেনেডি বিমানবন্দরে নিয়মমাফিক তল্লাশির পর কালাম ভারতে ফেরার জন্য তখন বিমানে নিজের আসনে বসে ছিলেন। তখনই মার্কিন পরিবহণ দফতরের দুই কর্মী এসে ফের পরীক্ষার জন্য কালামের জ্যাকেট ও জুতো খুলে নিয়ে যান। এ নিয়ে তীব্র সমালোচনা হয়। এই কারণে কালাম ও দিল্লির কাছে চিঠি লিখে ওয়াশিংটন দুঃখপ্রকাশও করেছিল।
|
মায়ানমারে সংস্কার চায় আমেরিকা
সংবাদসংস্থা • নেপিদাও |
মায়ানমারের উপর থেকে এখনই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি না দিলেও দু’দেশের সম্পর্ক মজবুত করার কথা বললেন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন। গত ৫০ বছরে এই প্রথম কোনও মার্কিন শীর্ষ নেতৃত্ব পা রাখলেন মায়ানমারের মাটিতে। তবে প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠকে হিলারি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সংস্কারের পথে হাঁটলেই মায়ানমারের সঙ্গে চলতে রাজি আমেরিকা। তিনি বলেন, “এখনই মায়ানমারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলছে না আমেরিকা। কিন্তু গণতান্ত্রিক সংস্কারের বিষয়টি দেখা হচ্ছে।” বিরোধী নেত্রী আউং সাং সু চির সঙ্গেও দেখা করেন হিলারি। থেইন সেইন ও সু চির কাছে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। |