অকুপেশনাল থেরাপি
প্রথাগত ভাবে এম বি এ করার পাশাপাশি নতুন একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এটি হল কোনও বিশেষ ব্যবসার ক্ষেত্রে ম্যানেজমেন্ট ডিগ্রি বা ডিপ্লোমা করা। এখন বেশ কিছু বড় সংস্থা এই ধরনের প্রোগ্রাম করাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়ে, তাদের মানবসম্পদের ঘাটতি মেটাবার একটা উপায় হিসেবে। প্রোগ্রাম শেষ করলেই থাকছে সেই কোম্পানিতে চাকরির প্রতিশ্রুতি। ব্যাঙ্কিং ও আর্থিক পরিষেবা এবং রিটেল এই দুই ক্ষেত্র এই ব্যাপারে অগ্রণী ভূমিকা নিচ্ছে।
ব্যাঙ্কিং এবং আর্থিক ক্ষেত্রই ধরা যাক। আই সি আই সি আই ব্যাঙ্ক এবং এন আই আই টি-র যৌথ উদ্যোগে গড়ে উঠেছে আই এফ বি আই (ইনস্টিটিউট অব ফিনান্স, ব্যাঙ্কিং অ্যান্ড ইনশিয়োরেন্স)। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক যোগসূত্র গড়ে তুলেছে পুনেতে অবস্থিত সিমবায়োসিস-এর সঙ্গে, করাচ্ছে এক বছরের ডিপ্লোমা প্রোগ্রাম। সম্প্রতি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ও মনিপাল ইউনিভার্সিটি ঘোষণা করেছে একই রকম প্রোগ্রাম। এই সব আর্থিক সংস্থার পদাধিকারীরা প্রতিষ্ঠানের ফ্যাকাল্টিদের সঙ্গে যৌথ ভাবে পড়ানোর দায়িত্ব নিচ্ছেন, যাতে নিজেদের শিল্পের মতো করে মানবসম্পদ গড়ে তোলা যায়। একই প্রবণতা রিটেলের ক্ষেত্রেও। প্যান্টালুনস কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন প্রান্তে কয়েকটি ম্যানেজমেন্ট স্কুলের সঙ্গে হাত মিলিয়ে ১৮ মাসের প্রোগ্রাম চালাচ্ছে। খুব সম্প্রতি একই দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শপার্স স্টপ, তাদের ১২ মাসের প্রোগ্রামের মাধ্যমে।

• মানবসম্পদের ঘাটতি মেটাতে বিভিন্ন বড় সংস্থা নানা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে নানান কোর্স করাচ্ছে।
ব্যাঙ্কিং ও আর্থিক পরিষেবা এবং রিটেল এই দুই ক্ষেত্র এই ব্যাপারে অগ্রণী ভূমিকা নিচ্ছে।
• কোর্স শেষে ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট সংস্থাতেই কাজ করার সুযোগ পাচ্ছেন।


দ্বাদশ শ্রেণিতে পড়ি। ভবিষ্যতে ফিল্ম নিয়ে পড়তে চাই। কোথায় পড়তে পারি? কোর্সের সময়সীমা কত?
স্বরূপ দাস, পূর্ব মেদিনীপুর

প্রথমেই তোমাকে বলি, চলচ্চিত্র বিষয়ের পড়াশোনা প্রধানত দু’রকম চলচ্চিত্র সম্বন্ধে গবেষণায় যেতে চাইলে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়তে হবে আর চলচ্চিত্র তৈরি সম্বন্ধে জানতে গেলে সে বিষয়ের খুঁটিনাটি নিয়ে পড়াশোনা করতে হবে। ফিল্ম স্টাডিজ বিষয়ে এ দেশে কোথাও বি এ অনার্স হিসেবে পড়ানো হয় না। তবে, এ রাজ্যে লরেটো কলেজ (www.loretocollege.org), সেন্ট জেভিয়ার্স কলেজ (www.sxcfilmstudies.com), নৈহাটির ঋষি বঙ্কিম কলেজ (www.rbcec.net), সরশুনা কলেজ (www.sarsunacollege.org), মুরলীধর কলেজ (দূরভাষ: ২৪৬৪-১৩১২) প্রভৃতি কলেজে এই বিষয়ে ৩ বছরের জেনারেল পাস কোর্স পড়ানো হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে ২ বছরের স্নাতক কোর্সের পর ২ বছরের মাস্টার্স ডিগ্রি পড়ার সুযোগ আছে।
ছবি বানানোর বিভিন্ন দিক নিয়ে পড়াশোনা করা যাবে পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফ টি আই আই), সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এস আর এফ টি আই), সল্টলেকের রূপকলা কেন্দ্র প্রভৃতি প্রতিষ্ঠানে। এফ টি আই আই, পুণেতে (www.ftiindia.com) প্রধানত চারটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় পরিচালনা (ডিরেকশন), চিত্রগ্রহণ (সিনেমাটোগ্রাফি), শব্দগ্রহণ ও শব্দ অলঙ্করণ (সাউন্ড রেকর্ডিং অ্যান্ড সাউন্ড ডিজাইন) এবং সম্পাদনা (এডিটিং)।
কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (www.srfti.gov.in)-এ ৩ বছরের ডিপ্লোমা কোর্স পড়ানো হয়। সব ছাত্রছাত্রীকেই প্রথমে ৪২ সপ্তাহের ইন্টিগ্রেটেড কোর্স করতে হয়। তার পর ডিরেকশন অ্যান্ড স্ক্রিন-প্লে, সিনেমাটোগ্রাফি, অডিয়োগ্রাফি এবং এডিটিং-এর ওপর স্পেশালাইজেশনের সুযোগ আছে। এফ টি আই আই এবং এস আর এফ টি আই দু’টি জায়গাতেই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে ছাত্রকে ইন্টার-অ্যাক্টিভ ওরিয়েন্টেশন এবং ভাইভা-তে বসতে দেওয়া হয়।এ ছাড়া, সল্টলেকের রূপকলা কেন্দ্রেও ডিরেকশন, মোশন পিকচার ফোটোগ্রাফি, এডিটিং, সাউন্ড ডিজাইন-এর ওপর ২ বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স রয়েছে। দূরভাষ: ২৩৫৭-৫৭৪৩/ ৫৮৪০।

মেকানিকাল ইঞ্জিনিয়ারিং-এর ডিপ্লোমার ছাত্র। ভবিষ্যতে এই বিষয়ে ‘বি টেক’ করতে চাই। কোথায় পড়ানো হয়? খরচ কেমন? ভর্তির শর্ত কী?
শুভদীপ বিশ্বাস, হলদিয়া

মেকানিকাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা করার পর ল্যাটারাল এন্ট্রি-র মাধ্যমে যাদবপুর বিশ্ববিদ্যালয়, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি শিবপুর, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব টেকনলজি-র অধীনে টেকনো ইন্ডিয়া, অ্যাডামাস কলেজ, জে আই এস কলেজ অব ইঞ্জিনিয়ারিং, মেঘনাদ সাহা ইনস্টিটিউট অব টেকনলজি, নারুলা ইনস্টিটিউট অব টেকনলজি প্রভৃতিতে বি টেক/ বি ই পড়া যায়। সরকারি স্তরে খরচ নিতান্তই কম হলেও বেসরকারি কলেজে খরচ বছরে ৭০,০০০ টাকা ও ল্যাবরেটরি ফি, লাইব্রেরি ডিপোজিট ইত্যাদি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং-এ ৫ বছরের সান্ধ্য এবং ৪ বছরের ডে ক্লাস আছে। ল্যাটারাল এন্ট্রি দিয়ে ডিপ্লোমাধারীরা ‘বি টেক’ কোর্স করতে পারে। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি শিবপুরে ৬ মাসের টিউশন ফি ৭,২০০ টাকা। হোস্টেল খরচ ও ভর্তির খরচ আলাদা।

ফোকাস


ডিরেক্টর, ইউনাইটেডওয়ার্ল্ড
স্কুল অব বিজনেস

এম বি এ পড়ার সময় স্পেশালাইজেশনের বিষয় নির্বাচন করা সব সময়েই ছাত্রদের কাছে একটা বড় দ্বিধার জায়গা। স্পেশালাইজেশনের বিষয় বেছে নেওয়ার সময় কোনও ছাত্রের কী কী ভাবা উচিত?
ত্রিনাথ রায়, কলকাতা

সাধারণ ভাবে যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েশন করে যখন কেউ ম্যানেজমেন্ট পড়তে আসে, তার প্রায় কোনও ধারণাই থাকে না বিষয়গুলি সম্পর্কে। তাই কোর্সের প্রথম বছরের পাঠক্রমে ছাত্রদের এমবিএ-র সাধারণ দিকগুলি নিয়ে পড়ানো হয়। স্পেশালাইজেশনের বিষয় বাছার আগে তাই গুরুত্বপূর্ণ হল সবগুলো দিক খানিকটা বুঝে নেওয়া। তার পর নিজের ভাল লাগা ও সহজাত প্রবৃত্তির ওপর নির্ভর করে নির্দিষ্ট একটা দিক বেছে নেওয়া সবচেয়ে সঙ্গত। প্রথম বছরের একেবারে শেষে অথবা দ্বিতীয় বছরের প্রথম দিকে এই সিদ্ধান্ত নেওয়া উচিত। দক্ষ মানব সম্পদের ঘাটতি শিল্পের সব ক্ষেত্রেই এত বেশি যে দক্ষতা থাকলে যে কোনও দিকেই ভাল কেরিয়ার গড়ে তোলা সম্ভব স্পেশালাইজেশন যা-ই হোক।

দেশের ভিতরে পড়াশোনা, ট্রেনিং-এর নানান সুযোগসুবিধের
বিষয় জানানো হবে এই কলামে। এ বিষয়ে প্রশ্ন পাঠাও।
খামের উপর লেখো:

হোম পেজ, প্রস্তুতি,


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.