টুকরো খবর
অস্ট্রেলিয়াকে টানছেন পন্টিং
দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করার জন্য শেষ দিন পন্টিংদের দরকার ৩১০ রান। দু’টেস্টের সিরিজ জিততে দক্ষিণ আফ্রিকার চাই সাতটা উইকেট। দ্বিতীয় ইনিংসে ১৯-২ অবস্থায় ব্যাট করতে নেমে উসমান খোয়াজার (৬৫) সঙ্গে পন্টিংয়ের (অপরাজিত ৫৪) ১২২ রানের জুটি জয়ের স্বপ্ন দেখাচ্ছে অস্ট্রেলিয়াকে। চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়া ১৪২-৩। পন্টিংয়ের সঙ্গে ক্রিজে রয়েছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক (অপরাজিত ১)। ২২৯-৩ থেকে শুরু করে এ দিন ৩৩৯ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি করলেন হাশিম আমলা (১০৫)। শেষের দিকে ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান ডেল স্টেইন। অভিষেক টেস্টে ৬ উইকেট নিয়েছেন তরুণ অস্ট্রেলীয় পেসার প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া যদি সোমবার জিততে পারে, তা হলে সেটাই হবে ওয়ান্ডারার্সের ইতিহাসে চতুর্থ ইনিংসে সফল ভাবে তাড়া করা সর্বোচ্চ রান।

হেরে গেলেন বোপান্না-কুরেশি
এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে নিজেদের প্রথম ম্যাচেই হেরে বসলেন রোহন বোপান্না-আইসাম উল হক কুরেশি। গ্রুপ বি-তে তৃতীয় বাছাই ড্যানিয়েল নেস্টর-ম্যাক্স মির্নি জুটির সঙ্গে ইন্দো-পাক এক্সপ্রেস সমানে সমানে টক্কর দিয়ে গেলেও শেষ রক্ষা হল না। বোপান্না-কুরেশি হারলেন ৬-৭ (২), ৬-৪, ৯-১১। ফলে সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে হলে গ্রুপের বাকি দু’টি ম্যাচ জিততেই হবে বোপান্নাদের।

পারলেন না অঙ্কিতা
বিশ্বের দশ নম্বর, চিনের রউচেন গু-র সঙ্গে লড়াই করে হেরে গেলেন ভারতের অঙ্কিতা দাস। বিশ্ব জুনিয়র টেবল টেনিসের কোয়ার্টার ফাইনালে শিলিগুড়ির অষ্টাদশী চিনা প্রতিদ্বন্দ্বীকে ছ’গেম পর্যন্ত টেনে নিয়ে গেলেও শেষে হারলেন ৩-১১, ২-১১, ১১-৭, ৮-১১, ১১-৯, ১২-১৪। অঙ্কিতার পরাজয়ের সঙ্গেই টেবল টেনিস বিশ্ব চ্যাম্পিয়নশিপে শেষ হয়ে গেল ভারতের চ্যালেঞ্জ।

মিঠিপুরে ফুটবল
নিজস্ব চিত্র।
জঙ্গিপুরের মিঠিপুরের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল নদিয়ার পায়রাডাঙা বিচিত্র সঙ্ঘ। শনিবার তারা ২-০ গোলে হারায় সাধারণ পাঠাগার দলকে। পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম-সহ ৮টি জেলার মোট ৮টি দল প্রতিযোগিতায় যোগ দেয়। ১৩ নভেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল।

আন্তঃঅ্যাকাডেমি ফুটবল দুর্গাপুরে
নেহেরু স্টেডিয়ামে শনিবার থেকে শুরু হয়েছে সারা ভারত আমন্ত্রণী আন্তঃঅ্যাকাডেমি ফুটবল প্রতিযোগিতা। মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমি আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের মোট ৮টি অ্যাকাডেমি যোগ দিয়েছে। রবিবার এই প্রতিযোগিতার দু’টি খেলা হয়। প্রথম খেলায় জেসিটি ফুটবল অ্যাকাডেমি ২-১ গোলে হারায় সম্বলপুর ফুটবল অ্যাকাডেমিকে। দ্বিতীয় খেলায় বেঙ্গালুরু জেজে ইনস্টিটিউট অফ সকারকে ৪-০ গোলে হারায় এসইএসএ গোয়া ফুটবল অ্যাকাডেমি। অন্য দিকে, প্রতিযোগিতার প্রথম দিন টাটা ফুটবল অ্যাকাডেমি ৬-০ গোলে হারায় উত্তরাখণ্ড ফুটবল অ্যাকাডেমিকে। দ্বিতীয় ম্যাচে মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমি ৯-১ গোলে হারায় বেঙ্গালুরু জেজে ইনস্টিটিউট অফ সকারকে।

থ্রো-বল চ্যাম্পিয়নশিপ
চতুর্থ সিনিয়র এশিয়াডের থ্রোবল চ্যাম্পিয়ানশিপে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন বর্ধমানের লস্করদিঘির বাসিন্দা সামিম রানা হক। তিনি এই রাজ্যের একমাত্র প্রতিনিধি ওই দলে। প্রতিযোগিতাটি হবে দুবাইয়ে ২৩ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। এর আগেও বর্ধমানের জাতীয় সঙ্ঘের থ্রোবলার রানা জুনিয়র ভারতীয় দলে দু’বার যোগ দিয়েছেন। উল্লেখ্য ক্রীড়ামন্ত্রী মদন মিত্র তাঁর খরচের কিছুটা অংশ দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বাকিটা দিয়েছেন জাতীয় সঙ্ঘের সম্পাদক সুশান্ত চৌধুরী।

জিতল হাওড়া
জোতরামে অনুষ্ঠিত ৪২তম চ্যালেঞ্জার কাপের ফাইনালে সাডন ডেথে হাওড়া ফুটবল কোচিং সেন্টার ১-০ গোলে হারিয়েছে লিলুয়া আরপিএফ-কে। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি। তিনিই বিজয়ী ও বিজিতদের পুরস্কৃত করেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.