রিষড়ার তবলা বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র ‘তেরেকেটে’র উদ্যোগে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত-ভৈরবী সম্মেলন হল রবিবার। পণ্ডিত শ্যামল বসু, আশা ভট্টাচার্য এবং মহর্ষী মহেশ যোগী স্মরণে ওই অনুষ্ঠান হয় রিষড়া রবীন্দ্রভবনে। ঘরানার বাদনশৈলীতে ভৈরবী রাগের উপর ভজনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বাদ্য সহযোগিতায় ছিলেন জার্মানির ড্যানি ডেটস্চমম্যান। তবলা শোনান পণ্ডিত শম্ভুদয়াল কেডিয়া। প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ স্বপন ভট্টাচার্য তবলায় মুগ্ধ করেন। তানপুরা বাজান অ্যান্নেট ভট্টাচার্য। এ ছাড়াও ছিল কেডিয়া-ভাইদের বিশেষ উপস্থাপনা। সেতার বাজান মরমুকুট কেডিয়া। সরোদ এবং তবলায় ছিলেন মনোজকুমার কেডিয়া এবং রামকৃষ্ণ কেডিয়া। সঙ্গীতপ্রেমী কয়েকশো মানুষ এসেছিলেন। মূলত স্বপনবাবুর তত্ত্বাবধানেই এই সম্মেলন হয়। স্বপনবাবু কর্মসূত্রে জার্মানির হামবুর্গে থাকতেন। গত দু’বছর সেখানেই এই সম্মেলনের আয়োজন করেছিলেন তিনি।
|
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ফের মারামারির ঘটনা ঘটল গোঘাটে। শনিবার রাতে এই ঘটনায় খাটগ্রামে জখম হয়েছেন দু’পক্ষের জনা দশেক। এক জন আরামবাগ হাসপাতালে ভর্তি। দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গ্রামের সয়লা উৎসবে মাইক বাজানোকে কেন্দ্র করে শুক্রবার গোলমালের সূত্রপাত। ওই দিন দু’পক্ষের মধ্যে একপ্রস্থ গণ্ডগোল হয়। তারই প্রতিবাদে বাপি অধিকারী, প্রশান্ত হাজরার মতো তৃণমূল নেতারা শনিবার এলাকায় লোকলস্কর নিয়ে মিছিল করেন। অভিযোগ, মিছিল থেকে বেরিয়ে কিছু লোক তৃণমূলেরই আর গোষ্ঠীর নেতা জয়দেব চট্টোপাধ্যায়-সহ কয়েক জনকে মারধর করে। এরই জেরে দু’পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। জয়দেববাবুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অভিযোগ, “বিধি ভেঙে মাইক বাজানোর প্রতিবাদ করেছিলেন গ্রামের কিছু লোক। সেই নিয়ে অশান্তি হয়। আমাকে অন্যায় ভাবে ওই ঘটনার সঙ্গে জড়িয়ে নিয়ে মারধর করা হল।” অন্য দিকে, বাপিবাবুদের বক্তব্য, “মেলায় হামলার প্রতিবাদে গ্রামের লোক শান্তি-মিছিল করছিলেন। মিছিলের উপরে ফের হামলা হওয়া স্থানীয় মানুষ প্রতিরোধ করেছেন।” অন্য দিকে, রবিবার সন্ধ্যায় খানাকুলের হীরাপুরেও তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি বাধে।
|
বিজেপি নেতাকে মারধরের ঘটনায় অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নিমাই মণ্ডল নামে ওই ব্যক্তি আরামবাগ মহকুমা হাসপাতালের ওয়ার্ডমাস্টার। তাঁকে ভর্তি করা হয়েছে ওই হাসপাতালেই। তাঁর হাতে ভোজালির কোপ লেগেছে। রড ও লাঠি দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। পুলিশ ও স্থানীয় সূত্রেল খবর। হাসপাতালের ডিউটি সেরে শনিবার সন্ধ্যায় বর্ধমানের মাধবডিহির ছোট বৈলান গ্রামের বাড়িতে ফিরেছিলেন নিমাইবাবু। পরে বাড়ি থেকে বেরিয়ে কালীতলায় চা খাচ্ছিলেন তিনি। অভিযোগ, সে সময়ে স্থানীয় এক তৃণূল নেতা লোকলস্কর নিয়ে হামলা চালান। নিমাইবাবু বলেন, “আমাকে পরিকল্পনামাফিক খুনের চেষ্টা হয়েছিল। বোমা-ভোজালি, রড নিয়ে আক্রমণ চালায় ওরা।” খবর পেয়ে পুলিশ আসে। রাত পর্যন্ত থানায় লিখিত অভিযোগ হয়নি। এ ব্যাপারে তৃণমূল নেতা অরুণ চোধুরী বলেন, “সম্পূর্ণ মিথ্যা গল্প ফাঁদা হচ্ছে। এই ঘটনায় আমার বা আমার দলের দায় নেই। বিজেপি আসলে এলাকায় প্রভাব বিস্তার করতে চাইছে।”
|
শনিবার রাতে ধনেখালির পারাম্বুয়া পঞ্চায়েতের জগন্নাথপুরে তৃণমূলের একটি কার্যালয়ে আগুন লাগে। খড়ের চালের কার্যালয়টি বাঁশ এবং পলিথিন দিয়ে ঘেরা ছিল। সেখানে রাখা মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, দলীয় পোস্টার, ফেস্টুন, পতাকা পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন নেভান। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। সিপিএমের লোকজনই আগুন লাগিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। এর জেরে রবিবার সকাল ৭টা নাগাদ তারকেশ্বর-ভাণ্ডারহাটি রাস্তা অবরোধ করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। পুলিশ ও দলীয় নেতৃত্বের হস্তক্ষেপে ঘণ্টা তিনেক পরে অবরোধ ওঠে। তৃণমূলের তরফে ঘটনার কথা লিখিত ভাবে থানায় জানানো হয়।
|
রেল লাইনের ধার থেকে এক যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর বিভাগের আন্দুল এবং মৌড়িগ্রাম স্টেশনের মাঝে চড়কতলা থেকে মনোজ দাস (২৪) দাস ওই যুবকের দেহ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি সাঁকরাইলের হাটগাছা গ্রামে। পুলিশের অনুমান, ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
|
শরৎ এবং ওড়ফুলি বাগনানের এই দু’টি অঞ্চল কংগ্রেস কমিটি শনিবার যৌথ ভাবে পালন করল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ৯৫ তম জন্মদিবস। এই উপলক্ষে দেউলটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভার আয়োজন হয়। |