টুকরো খবর
ফরওয়ার্ড ব্লকের জেল ভরো
শহরে ফব-র মিছিল। নিজস্ব চিত্র
২৩ জানুয়ারিকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে ঘোষণা করা-সহ বেশি কিছু দাবিতে ‘জেল ভরো’ আন্দোলন করল ফরওয়ার্ড ব্লক। শুক্রবার মেদিনীপুর শহরে এই কর্মসূচি হয়। দলীয় কর্মী-সমর্থকরা মিছিল করে জেলাশাসকদের দফতরের সামনে পৌঁছন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এ দিন সকাল থেকেই কালেক্টরেট গেটে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। চলে পুলিশি টহলও। তবে, তেমন কোনও গণ্ডগোল হয়নি। ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক সুকুমার ভুঁইয়া বলেন, “২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন। এই দিনটিকে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করার দাবিতে আন্দোলন আরও জোরদার হবে।”

কর্মশালা
স্বনির্ভর গোষ্ঠী গড়ে মহিলারা কী ভাবে উপকৃত হচ্ছেন, সেই সম্পর্কিত দু’দিনের এক কর্মশালা শুরু হয়েছে মেদিনীপুর কর্মাস কলেজে। ইউজিসি’র সহায়তায় এই কর্মশালা। শুক্রবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমার্স কলেজের অধ্যক্ষ দিলীপ নিয়োগী, প্রাক্তন অধ্যাপক পূর্ণেন্দু শেখর দাস, অধ্যাপক দেবাশিস মণ্ডল প্রমুখ। এ দিন জেলার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ১৩০ জন মহিলা কর্মশালায় যোগ দেন। প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন ছিল। কলেজের রবীন্দ্র-জন্মের সার্ধশতবার্ষিকী হলেই এই কর্মশালা ও আলোচনাসভা হয়।

বিজেপি-র কর্মিসভা
শুক্রবার খড়্গপুরের কৌশল্যায় বিজেপি-র এক কর্মিসভা হল। আগামী ৩০ তারিখ কলকাতার মেট্রো চ্যানেলে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নীতিন গডকড়ীর সভা রয়েছে। তার প্রস্তুতিতেই এই কর্মিসভা বলে বিজেপি-র জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় জানিয়েছেন। যে কর্মিসভায় উপস্থিত ছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহও। প্রতিটি জেলা থেকেই যাতে ওই দিন কলকাতার সভায় কর্মীরা উপস্থিত থাকেন, তার জন্য নানা পরামর্শ দেওয়া হয়।

প্রাথমিক ক্রীড়া
প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে জেলায়। শুক্রবার মেদিনীপুর সদর পূর্ব চক্রের অন্তগর্ত ৫ নম্বর শিরোমণি অঞ্চলের বামুনডাঙ্গা প্রাথমিক স্কুলে এক প্রতিযোগিতা হয়। সব মিলিয়ে ১৩টি প্রাথমিক স্কুল ও ১০টি শিশুশিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.