প্রতিবাদে প্রতিবেশীরা
বৃহৎ নাগালিমের পরিকল্পনা কেন্দ্রের
য় দশকের লড়াই শেষে নাগা জঙ্গি সংগঠনকে ‘বড়দিনের উপহার’ হিসেবে যে বিশেষ ‘প্রশাসনিক প্যাকেজ’ কেন্দ্র দিতে চলেছে, তাতে আপত্তি জানিয়ে একযোগে তার ব্যাখ্যা চাইল অসম, মণিপুর, অরুণাচল সরকার। সম্প্রতি এনএসসিএন (আইএম) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ১৯৯৭ সাল থেকে আইএম-এর সঙ্গে ‘নাগালিম’ গঠন নিয়ে কেন্দ্রের যে আলোচনা চলছে, তার চূড়ান্ত সমাধান আসন্ন। সব ঠিকমতো চললে, সম্ভবত বড়দিনের আগেই, উত্তর-পূর্বের নাগা অধ্যূষিত এলাকাগুলির উপরে নাগা সরকার ও জঙ্গি বাহিনীর যৌথ নিয়ন্ত্রণ আসতে চলেছে। বিষয়টি সময়ের আগেই ফাঁস হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে কেন্দ্র। যদিও স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, বিষয়টি নিয়ে সব রাজ্য সরকারকেই জানানো হয়েছিল। পিঠ বাঁচাতে এখন অসম, মণিপুর ও অরুণাচল প্রদেশের কংগ্রেস সরকার বলেছে, এই বিষয়ে তারাও অন্ধকারে।
নাগাদের জন্য পৃথক প্রশাসনিক ব্যবস্থায় কেন্দ্র সম্মত হলে সবচেয়ে বেগতিক দশা হবে মণিপুরের। সামনের বছর ফেব্রুয়ারিতে নির্বাচন। তার আগে নাগা অবরোধ-আন্দোলনে জেরবার মণিপুরবাসী প্রত্যহ মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহের মুণ্ডপাত করছেন। মুখ্যমন্ত্রী এক দিকে মণিপুরিদের আশ্বাস দিয়ে বলছেন, নাগা দাবির সামনে মাথা নোয়াবেন না। অন্য দিকে, নাগাদের ভরসা দিচ্ছেন মণিপুরে তাঁদেরও সমানাধিকার রয়েছে। নাগাদের জন্য বিশেষ প্রশাসনিক প্যাকেজ বলবৎ হলে পার্বত্য মণিপুরের উখরুল, চান্ডেল, সেনাপতি, তামেংলং জেলার প্রশাসনিক ক্ষমতা মণিপুর সরকারের হাতে থাকবে না। তা নিয়ন্ত্রণ করবে নাগারা। গত বছর মে মাসে আইএম গোষ্ঠীর সাধারণ সম্পাদক থুইংলেং মুইভাকে মণিপুরে ঢুকতে না দেওয়ার ফলে নাগারা চূড়ান্ত বিক্ষোভ-অবরোধ শুরু করেছিল। সেই অবরোধ-বন্ধ-বিক্ষোভের জের চলে এ বছর জানুয়ারি অবধি। এরপরেই সদর হিল জেলা গঠনের বিরুদ্ধে, ২১ অগস্ট থেকে ফের ইউনাইটেড নাগা কাউন্সিল অর্থনৈতিক অবরোধ চালাচ্ছে। তা এখনও ওঠেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় কংগ্রেস ও ওক্রাম ইবোবির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মণিপুর। তার উপর আইএম-এর ‘নাগালিম’ বা নাগা অধ্যূষিত এলাকাগুলি একত্রিত করে স্বতন্ত্র, সার্বভৌম নাগারাজ্য গঠনের দাবি মেনে নিলে ইবোবি তথা কংগ্রেস মণিপুর থেকে উৎখাত হবে।
ইবোবি বলেন, “বিষয়টি নিয়ে কেন্দ্রের তরফে আমায় আদৌ কিছু জানানো হয়নি। মণিপুরের সীমানা ও শান্তি বিঘ্নিত করে এমন কোনও কেন্দ্রীয় সিদ্ধান্ত আমরা মেনে নেব না।” বিষয়টি নিয়ে বুধবার রাত অবধি মন্ত্রিসভার বিশেষ বৈঠক চলে। ইবোবির কথায় “আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজে চিঠি পাঠিয়ে জানিয়েছি মণিপুরের অঙ্গচ্ছেদ বা মণিপুরবাসীর অধিকার খর্ব করে-এমন কোনও চুক্তি যেন না করা হয়। নাগাদের সঙ্গে চুক্তি ও বিশেষ প্যাকেজের বিষয়ে বিশদে জানাতে বলে কেন্দ্রকে চিঠি দিয়েছি।”
কিন্তু কংগ্রেস হাইকম্যান্ড চাইলে মুখ্যমন্ত্রী আর কী করবেন? বিরোধীদের চাপে জেরবার মুখ্যমন্ত্রী তাই মনমোহন, সনিয়া গাঁধী ও চিদম্বরমের সঙ্গে কথা বলতে দিল্লি রওনা হচ্ছেন। বিরোধী এমপিপি দলের বিধায়ক ওক্রাম জয় সিংহ জানান, “গোপনে মণিপুরের অখণ্ডতা নষ্ট করার চক্রান্ত চলছে। মণিপুরের কোনও অংশ নাগাদের হাতে তুলে দিলে আমরা সর্বশক্তি দিয়ে তার বিরোধিতা করব।” রাজ্য বিজেপি ও বামদলগুলিও ‘কংগ্রেসী চক্রান্ত’-এর বিরুদ্ধে সরব। তারা চিদম্বরমের কাছে পুরো বিষয়টি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে।
এনএসসিএন (আইএম) যে বৃহত্তর নাগাল্যান্ডের উপরে অধিকার চাইছে তার মধ্যে অরুণাচলের তিরাপ ও চাংলাং জেলা রয়েছে। সেখানে নাগা জঙ্গিদের দৌরাত্ম ও এলাকা দখলের লড়াই বাসিন্দাদের নিত্যসঙ্গী। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করে বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ, তাপির গাও বলেন, “কেন্দ্রের চক্রান্তে রাজ্যের দু’টি জেলার প্রশাসনিক ভার যদি নাগাদের হাতে তুলে দেওয়া হয় তবে তা হবে দুর্ভাগ্যজনক।”
অবশ্য মুখ্যমন্ত্রী নাবাম টুকি এই বিষয়ে বিশদ জানেন না বলে দাবি করেছেন। তিনিও কেন্দ্রের সঙ্গে এ নিয়ে কথা বলবেন। অসমের ডিমা হাসাও, কার্বি আংলং, গোলাঘাট ও শিবসাগরের সঙ্গে নাগাল্যান্ডের সীমানা রয়েছে। পুরোদমে চলছে নাগা জঙ্গিদের এলাকা দখলের উৎপাত। সরকারের মুখপাত্র হিমন্ত বিশ্বশর্মা বলেন, “অসমের মধ্যে থাকা বাসিন্দাদের, বহিরাগত কোনও সরকার বা পরিষদ শাসন করবে তা মেনে নেওয়া যায় না। এ নিয়ে আমরা কোনও সমঝোতা করব না।” তাঁর বক্তব্য, “অসমের নাগাল্যান্ড সীমাবর্তী জেলাগুলিতে নাগা দৌরাত্ম চললেও, এখানে কোনও নাগা বসতি নেই। তাই নাগা বিশেষ প্রশাসনিক প্যাকেজের মধ্যে অসম পড়বে না।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.