নির্বাচনে লড়তে চান সু চি
দেশের গণতান্ত্রিক কাঠামোর উপর আস্থা রেখে নির্বাচনে লড়তে চান মায়ানমারের বিরোধী নেত্রী আউং সান সু চি। আজ ইয়াঙ্গনে এক বৈঠকে বসেছিলেন সু চি’র ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি’র শ’খানেক নেতা। বৈঠকের পরে দলের তরফে এই ঘোষণা করা হয়।
সু চি-র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ তিনি বলেন, “মায়ানমারের নয়া গণতান্ত্রিক কাঠামোয় অগ্রগতির রেখা দেখা দিয়েছে।” ওবামা জানান, মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টনকে আগামী মাসে মায়ানমার পাঠাবেন তিনি। ৫০ বছর পরে কোনও মার্কিন বিদেশসচিব এ দেশে আসছেন। রাজনৈতিক পট-পরিবর্তনে দেশের নতুন সরকারের যথেষ্ঠ দায়বদ্ধ কি না, তা খতিয়ে দেখতেই হিলারির এই আসন্ন
মায়ানমার সফর।
৫৮ শতাংশ ভোট পেয়ে ১৯৯০ সালে নির্বাচনে জিতেছিল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি’। কিন্তু মায়ানমারের সামরিক বাহিনী সেই নির্বাচনকে অবৈধ ঘোষণা করে। তার পর থেকে দফায় দফায় মোট ১৫ বছর গৃহবন্দি করে রাখা হয় সু চি-কে। আন্তর্জাতিক চাপের মুখে ২০১০-এর নভেম্বরে তাঁকে মুক্তি দেয় দেশের জুন্টা সরকার। দীর্ঘ দু’দশক পরে সেই নভেম্বরেই ভোট হয় মায়ানমারে। সু চি-র দল অবশ্য সেই ভোট বয়কট করেছিল। আজ বৈঠকের পরে ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি’র পক্ষ থেকে জানানো হয়, আসন্ন উপ-নির্বাচনে সংসদের ৪৮টি আসনেই লড়বে তারা। সু চি-ও প্রার্থী হবেন। ভোট কবে, তা অবশ্য এখনও ঠিক হয়নি।
‘পূর্ব এশিয়া শীর্ষ বৈঠকে’ যোগ দিতে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেখান থেকে আজ এক বিবৃতি জারি করে তিনি বলেন, “কাল রাতে আউং সান সু চি-র সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, মায়ানমারকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরিয়ে আনতে আমেরিকার সাহায্য গ্রহণ করতে প্রস্তুত তাঁরা।”

নিউ ইয়র্ক-এ ওয়াল স্ট্রিট বিক্ষোভ
ছবি: রয়টার্স
দু’মাস পূর্ণ হল আন্দোলনের। বৃহস্পতিবার শহরের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সামিল হন কয়েক হাজার মানুষ। ৩০০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। দিনের শুরুতেই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন কয়েকশো বিক্ষোভকারী। দিনের শেষে ব্রুকলিন ব্রিজে মোমবাতি মিছিল করেন বিক্ষোভকারীরা। দিনভর শহরের রাস্তায় বিচ্ছিন্ন ভাবে বহু মিছিল হয়েছে। তিন দিন আগে ম্যানহাটনের জুকোট্টি পার্কে বিক্ষোভকারীদের সদর দফতরে অভিযান চালায় পুলিশ। তারই প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার সারাদিনই নানা কর্মসূচি রেখেছিলেন তাঁরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.