টুকরো খবর
রাস্তার সারানোর দাবিতে অবরোধ
নিজস্ব চিত্র।
রাস্তা সারানোর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল কংগ্রেস। বুধবার সকাল ১০ নাগাদ বসিরহাট মহকুমার ত্রিমোহিনীতে ইটিন্ডা ও টাকি রোডের সংযোগস্থলে প্রায় দু’ঘণ্টা ধরে অবরোধ করে কংগ্রেসের নেতা-কর্মীরা। এর ফলে দেখা দেয় তীব্র যানজট। দুর্ভোগে পড়েন স্কুল-কলেজের পড়ুয়া থেকে অফিসযাত্রী সকলেই। খবর পেয়ে পুলিশ যায়। শেষ পর্যন্ত বেলা ১২টা নাগাদ পূর্ত দফতরের এক আধিকারিক ঘটনাস্থলে গিয়ে রাস্তা মেরামতির প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়। রাস্তা না সারানোর অভিযোগ প্রসঙ্গে পূর্ত দফতর সূত্রে জানানো হয়, ইটিন্ডা রাস্তার যে অংশ নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য তারা একা দায়ী নন। রাস্তার দু’পাশের নিকাশি নালা বন্ধ করে যত্রতত্র দোকান গজিয়েছে। আশপাশের বাড়ি থেকে রাস্তায় নোংরা জল ফেলা হচ্ছে। এ ছাড়া রাস্তার নীচে দিয়ে যাওয়া পানীয় জলের পাইপ ফেটেও সমস্যা হচ্ছে। এ সব বন্ধ করতে সংশ্লিষ্ট সব পক্ষকে জানানো হলেও কোনও কাজ হয়নি। ফলে ভালভাবে রাস্তা সারানো যাচ্ছে না। দফতরের বসিরহাট ডিভিশনের সহকারী বাস্তুকার তপন নস্কর বলেন, “ত্রিমোহিনী থেকে ইছামতী সেতু পর্যন্ত ৮৪০ মিটার রাস্তা বার বার মেরামত করা হলেও তা ফের নষ্ট হয়ে যাচ্ছে। পুরসভা এবং পিএইচই দফতরকে ওই জায়গায় রাস্তার নীচ দিয়ে যাওয়া জলের পাইপ মেরামতির জন্য ও নিকাশি নালা দখলমুক্ত করার জন্য ব্যবসায়ীদের বলা হয়েছে।’’

গুলিতে দুষ্কৃতী খুন
বুধবার ভোরে জগদ্দলের কাঁটাপুকুর এলাকায় এক দুষ্কৃতীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, অমিত সাউ (২৩) ওরফে লালাুয়া নামে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই, লুঠপাট-সহ একাধিক অভিযোগ রয়েছে। ইদানীং সে বর্ধমানে থাকত। মঙ্গলবার রাতে সে এলাকায় ফেরে। দলের মধ্যে ভাগ-বাঁটোয়ারা নিয়ে গণ্ডগোলেই এই খুন বলে পুলিশ জানিয়েছে।

কলেজে সংঘর্ষ, জখম ৬
সদস্য সংগ্রহ করাকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে জখম হলেন ৬ জন। এঁদের মধ্যে চারজনকে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার বিকেলে ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজে। এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে ডায়মন্ড হারবার স্টেশন রোড মোড়ে বিকেল চারটে থেকে পথ অবরোধ করে ছাত্র পরিষদের সমর্থকেরা। এক ঘণ্টা অবরোধ চলার পরে পুলিশ গিয়ে দোষীদের ধরার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ২
বুধবার সকালে ক্যানিংয়ের ২ নম্বর গোলাবাড়ি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম গিয়াসুদ্দিন হালদার এবং আমন হালদার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন গিয়াসুদ্দিনকে স্থানীয় লোকজন ভারী কিছু একটা পুকুরে ফেলতে দেখেন। সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। এসডিপিও (ক্যানিং) পিনাকীরঞ্জন দাস ও ক্যানিং থানার ওসি পার্থসারথি ঘোষের নেতৃত্বে দু’টি দল ঘটনাস্থলে যায়। সেখানে গিয়াসুদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ি থেকে একটি এয়ারগান এবং পুকুর থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়। পরে আমন হালদারের বাড়িতে অভিযান চালিয়ে একটি নাইন এম এম পিস্তল ও ম্যাগাজিন মেলে। পুলিশ জানিয়েছে, বেআইনি অস্ত্র রাখার অভিযোগে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

অস্বাভাবিক মৃত্যু
চিনি ভেবে কীটনাশক খেয়ে ফেলায় মৃত্যু হল এক বালকের। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে পাথরপ্রতিমার জি প্লটের গোবিন্দপুর আবাগ গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম শুভঙ্কর পাত্র (১০)। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ বাড়িতে কেউ ছিল না। বন্ধুদের সঙ্গে খেলার পরে বাড়িতে ঢুকে চিনি ভেবে জমিতে দেওয়ার জন্য রাখা কীটনাশক জলে গুলে খেয়ে ফেলে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।

দেহ উদ্ধার
ধানখেতের মধ্যে থেকে বছর তিরিশের এর বধূর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের ধনপোতা গ্রামের কাছে ওই দেহ উদ্ধার হয়। পরিচায় জানা যায়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.