টুকরো খবর
গড়াপেটা রুখতে আইন করছে অস্ট্রেলিয়া
আদালতের নির্দেশে তিন পাকিস্তানি ক্রিকেটারের কারাগারে যাওয়া মানেই বিশ্ব ক্রিকেটে দুর্নীতির সম্ভাবনা নির্মূল হয়ে যাচ্ছে না বলেই মনে করছে বিশ্বের ক্রিকেটমহল। সর্বসম্মত মতামত হল, আইসিসি-র প্রতি মুহূর্তে ম্যাচ গড়াপেটা নিয়ে সতর্ক থাকা উচিত এবং কোনও ক্রিকেটার এমন কিছু করলে অবশ্যই আজীবন নির্বাসনে পাঠানো উচিত। আবার আইসিসি-র দুর্নীতি দমন শাখার প্রধান স্যর রনি ফ্ল্যানাগান বলেছেন, “দুর্নীতি মোটেই বিশ্ব ক্রিকেটের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েনি। এটা আসলে মাত্র কয়েকজনের দুষ্কর্ম। যাদের কেউ কেউ আগেও এই কাজ করেছে আর কেউ কেউ অন্যের চাপে নতিস্বীকার করেছে।”ফ্ল্যানাগন যা-ই বলুন, গোটা বিষয়কে একেবারেই হাল্কা ভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া। ক্রীড়া ক্ষেত্রে দুর্নীতি দূর করতে ম্যাচ গড়াপেটা রোধে আইন আনতে চলেছে অস্ট্রেলিয়া সরকার, যার আওতায় থাকবে ক্রিকেটও। আগামী বছরে এই আইন চালু হতে পারে, যেখানে ম্যাচ গড়াপেটা করলে দশ বছর পর্যন্ত কারাবাস করতে হতে পারে।

টোলগের মাথায় বড় ম্যাচ
মরসুমের প্রথম গোল পাওয়ার পরেই আত্মবিশ্বাসী টোলগে ওজবের মাথায় এখন দু’সপ্তাহ পরের বড় ম্যাচ। শুক্রবার মহমেডান-সাদার্ন সমিতি ম্যাচ দেখার ফাঁকেই ইস্টবেঙ্গলের অস্ট্রেলিয়ান স্ট্রাইকার বললেন, “আমার প্রধান লক্ষ্য এখন ডার্বি ম্যাচ। অনেক দিন ধরেই গোল পাচ্ছিলাম না। সেখানে মুম্বই এফ সি ম্যাচে গোল পাওয়ার পর আমার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে। মোহনবাগান ম্যাচে খেলার সুযোগ পেলে, নিশ্চয়ই গোল করার চেষ্টা করব। তবে ব্যারেটো-ওডাফাহীন মোহনবাগান আর ব্যারেটো-ওডাফা সহ মোহনবাগানের মধ্যে অনেক তফাত আছে। আগের ম্যাচে ওরা খেলতে পারেননি। বড় ম্যাচে ওরা খেললেই লড়াইটা ভাল হবে।” শুক্রবার অনুশীলনে কাঁধে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন স্টপার রাজু গায়কোয়াড়। চোটের জন্য আসন্ন মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের দু’টো ম্যাচেও অনিশ্চিত রাজু। এ দিকে, শনিবার আই লিগে পুণে এফ সি-র বিরুদ্ধে খেলতে নামছে প্রয়াগ ইউনাইটেড। দু’টো দলই চোট-আঘাতের সমস্যায় ভুগছে। প্রয়াগ যেমন চোটের জন্য পাচ্ছে না ইয়াকুবু এবং অভিজিৎ মণ্ডলকে, তেমনই আবার পুণেতে নেই সুব্রত পাল, কেইতা, চিকাওয়ালি এবং রামু।

মহমেডানের ড্র দিয়ে শুরু
কলকাতা প্রিমিয়ার লিগের মূল পর্বের প্রথম খেলায় সাদার্ন সমিতির কাছে আটকে গেল মহমেডান। জেতা ম্যাচ ১-১ ড্র করেই সন্তুষ্ট থাকতে হল অলোক মুখোপাধ্যায়ের দলকে। বিরতির মিনিট দশেকের মধ্যেই স্ট্যানলির পেনাল্টি থেকে গোলে এগিয়ে যায় মহমেডান। কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে সাদা কালো ডিফেন্ডারদের গাফিলতির খেসারত দিতে হল গোটা দলকে। সাদার্নের লালরিন ফেলার একটা নিরামিষ ফ্রি-কিক থেকে গুরপ্রীত সিংহের গোল। ম্যাচ শেষে অলোক বললেন, “প্রকৃত স্ট্রাইকারের অভাবে ভুগতে হল। ফেলিক্সের জায়গায় এক লাইবিরিয়ান ফুটবলার এসেছে। অ্যাফ্রেড। কিন্তু ওর রেজিস্ট্রেশন হয়নি।”

শনিবারে কলকাতা প্রিমিয়ার লিগ
প্রয়াগ ইউনাইটেড : পুণে এফ সি (যুবভারতী, ৬-৩০)

জাতীয় ক্রীড়ায় সোনা অশেষের
সাব জুনিয়ার জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা থেকে সোনা আনল শিলিগুড়ির অশেষচন্দ্র রায়। ২-৪ নভেম্বর রাঁচিতে অনুষ্ঠিত সাব জুনিয়র জাতীয় ক্রীড়ার অনূর্ধ্ব ১৬ বিভাগে হাই জাম্প ও লং জাম্পে সোনা জিতেছে অশেষ। মহকুমা ক্রীড়া পরিষদের সচিব নান্টু পাল বলেন, “অশেষ শিলিগুড়ি ফিরলে ক্রীড়া পরিষদ সংবর্ধনা দেবে।” ধৃত দুই। চুরির চেষ্টার অভিযোগে এক কারখানার দুই নিরাপত্তা কর্মীকে ধরেছে পুলিশ। শুক্রবার আমবাড়ি ফাঁড়ির সাহুডাঙ্গি এলাকায় ঘটনাটি ঘটে। ধৃত একজনের বাড়ি নেপালে। অপর জনের বাড়ি নিউ জলপাইগুড়ি।

ভলিবল ফাইনালে হার মেয়েদের
রাঁচির কাছে ১-৩ সেটে হেরে শুক্রবার পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ভলিবলে রানার্স হল বর্ধমানের মেয়েরা। গ্রুপ লিগে ফকিরমোহন, কলকাতা ও বারাসত বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বর্ধমান সেমি ফাইনালে উঠেছিল। কিন্তু ফাইনালে রাঁচির কাছে হারে বর্ধমান। তবে এই প্রথম পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবলে রানার্স হওয়ায় তারা সর্বভারতীয় স্তরে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছে। প্রশিক্ষক অসিতকুমার সরকার বলেন, “দলের অনেকেরই চোট-আঘাতের সমস্যা ছিল। না হলে আমরাই চ্যাম্পিয়ন হতাম।”

স্মৃতিধর শৃঙ্গ জয়
হিমাচলের স্মৃতিধর শৃঙ্গ জয় করে ফিরলেন আসানসোলের ৬ পর্বতারোহী। ‘পিক টু পিক’ নাম নিয়ে তাঁরা ৬ অক্টোবর আসানসোল থেকে এই শৃঙ্গ জয়ে বেরিয়েছিলেন। ২১ অক্টোবর তাঁরা ফিরে আসেন। ১৭ হাজার ৩২৪ ফুট উচ্চতার ওই শৃঙ্গে তাঁরা ১০ থেকে ১৩ অক্টোবর ওঠানামা করেছেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.