মনোরঞ্জন ২...
পার্ক স্ট্রিটে বাঙালি আড্ডা
যিনি এই মুহূর্তে বাঙালির ২২শে শ্রাবণ, কিন্তু আসলে ২৫শে বৈশাখ। সেই প্রসেনজিতের সাম্প্রতিকতম নায়িকা এখন কে জানেন তো? সৃজিত মুখোপাধ্যায়! শুনেই বাংলা ছবির বড়কত্তার রিঅ্যাকশন, ‘‘কী আপদ, আমি তো সৃজিতের তৃতীয় ছবিতে নেই-ই!’’ কিন্তু জুটি বেঁধে পর পর ছবি যদি মেগাহিট হয়, তা হলে এই সব খুনসুটি তো একটু-আধটু সহ্য করতেই হবে! আর এই সব ঘটে গেল গত রবিবার। আনন্দবাজার পত্রিকা আর দ্য পার্ক-এর আয়োজনে। রক্সিতে। দীপাবলি আড্ডায়। সঙ্গে মুরগির স্ট্রিপ আর রেড ওয়াইন।

জমাটি আসর: (বাঁ দিক থেকে) সুমন মুখোপাধ্যায়, তন্ময় বসু, লকেট
চট্টোপাধ্যায়, শুভাপ্রসন্ন, অগ্লিমিত্রা পল, প্রসেনজিৎ আর রূপঙ্কর

সেই ওয়াইনে চুমুক থেমে যাচ্ছে। দার্জিলিং চায়ে প্রথম চুমুকটাও। আড্ডার পরের গুগলিটা মিস না হয়ে যায়!
শুধু গুগলি কেন? এল অনেক কিছুই। ইয়র্কার। বাউন্সার। অ্যাঙ্কর গৌতম ভট্টাচার্য। সহযোগী রূপসা দাশগুপ্ত। এটা তো হওয়ারই ছিল! ‘‘রূপঙ্করকে এই মুহূর্তে মহিলা-মহলে নিলাম করে যা টাকা উঠবে, সেটাই আমার পিএফ,’’ গৌতমের প্রশ্ন রূপঙ্করকে। উত্তর দেবার কোনও রিস্কেই গেলেন না রূপঙ্কর। খোলা গলায় ধরলেন সেই গান যা আপাতত সব মহিলার রিং টোন, “গভীরে যাও।” সামনে মাইক্রোফোন ধরলেন স্বয়ং প্রসেনজিৎ।
গাইছেন প্রসেনজিৎ। পাশে গার্গী রায়চৌধুরী
খিস্তি না কি এখন ফল্গুর মতো বইছে বাঙালির রোজকার জীবনে? ‘‘এর জন্যে আমি মিঠুনদার (চক্রবর্তী) কাছে কৃতজ্ঞ,’ বললেন প্রসেনজিৎ। ‘২২শে শ্রাবণ’-এর প্রবীর রায়চৌধুরী প্রসঙ্গে। শুভাপ্রসন্নর টিপ্পনী, খিস্তি তো ‘হুতোম পেঁচার নকশা’র সময় থেকেই বাঙালির।
আড্ডা ঘুরল ‘বাঘারু’র দিকে। যাঁর ‘রাজা লিয়ার’ নিয়ে উন্মাদনা, সেই সুমন মুখোপাধ্যায়ের ‘তিস্তাপারের বৃত্তান্ত’র সব হারানো ‘বাঘারু’। কী বলত? এই রাজনৈতিক পরিবর্তন দেখলে? সুমনের সটান উত্তর, “সংলাপে কোনও হেরফের হত না সম্ভবত। ‘মুর কোনও দল নাই, পার্টি নাই।’” নিজের কথার রেশ ধরেই গাইলেন ‘মারীচ সংবাদ’-এর গান।
তন্ময় বোসের জীবনের ‘ব্রক্ষ্মা-বিষ্ণু’ রবি শঙ্কর-আলি আকবর প্রসঙ্গ বেয়ে আড্ডা গিয়ে ছুঁল দুধ-সাদা ঢাকাই শাড়ি-পরা লকেট চট্টোপাধ্যায়কে। যিনি রামকৃষ্ণদেবের বংশধর। সমকামী চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা কেমন? ‘‘আহা, ওটা তো একটা চরিত্র,’’ সামলালেন লকেট।
অগ্নিমিত্রা পল এই ধনতেরাসে কাঁসার থালা এবং গেলাস কেনার গল্প শোনালেন। গার্গী রায়চৌধুরী ‘খাঁচার ভিতর অচিন পাখি’ গাওয়ার ফাঁকে খোলসা করলেন ‘ইতি মৃণালিনী’তে তাঁর করা নায়িকার চরিত্রটি সুচিত্রা সেন নয়। ‘‘সুচিত্রা সেন পান খেতেন না।’’
এর মধ্যেই প্রশ্ন, ‘‘শুভাদা, দিদির জন্য সময় দিয়ে, বৌদির জন্যে সময় বের করেন কখন?” “আমি এখন কাঁঠালি কলা হয়ে গেছি,” উত্তর শুভাপ্রসন্নর।
শেষ পাতে সবাই মিলে ‘অমরসঙ্গী’র সেই গান ‘চিরদিনই তুমি যে আমার...’।

ছবি: কৌশিক সরকার


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.