টুকরো খবর
শূন্যতার মাঝে বিদেশির খোঁজ
যে দিকেই চোখ ঘুরছে শুধু শূন্যতা। বুধবার সন্ধ্যায় মোহনবাগান তাঁবুর ঐতিহাসিক লনের আশপাশে যাও বা হাতে গোনা দু’একজন কর্মী-সমর্থকদের দেখা পাওয়া গেল, তাঁরা আবার সাহস করে এগিয়ে আসতে পারলেন না। ক্যামেরা দেখলেই পালাই পালাই মনোভাব। মারগাওয়ে পাঁচ গোলের ধাক্কার আঁচ ক্রমাগত আছড়ে পড়ছে ক্লাবের ভিতরে। এরই মাঝে হঠাৎ বেরিয়ে এল একটা চিৎকার। “মোহনবাগান পাঁচ গোল খেয়েছে, তাই দেখতে এসেছেন?” ব্যারেটো-ওডাফাদের ড্রেসিংরুমের গা ঘেঁসে একটা চেয়ারে বসে চেঁচিয়ে উঠলেন ক্লাবের বহু পুরোনো এক মালি। আশি ছুঁইছঁইয়ের চোখেমুখে চরম বিরক্তির ছাপ। ক্লাব সচিব অঞ্জন মিত্রের সঙ্গে জনা দুই কর্তা হাজির ছিলেন ক্লাবে। সচিবের মুখে বিষণ্ণতা, “প্রথম দলের সাত জন ফুটবলার খেলেনি। তবু পাঁচ গোল লজ্জা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। আমরা কোচের সঙ্গে এই নিয়ে আলোচনা করব।” সুব্রত ভট্টাচার্যের উপর এখনই কোনও বাড়তি চাপ তৈরি করা হবে না বলে জানালেন মোহন-সচিব। বরং সুব্রতর পাশে দাঁড়িয়ে অঞ্জনের যুক্তি, “সবে তিনটে ম্যাচ হয়েছে। একটা ম্যাচে খারাপ খেলেছে বলে কোচকে দায়ী করা উচিত হবে না। আমার মতে র্যান্টির প্রথম গোলটাই খেলার টার্নিং পয়েন্ট। একেই ব্যারেটো, ওডাফা নেই। তার পর ও রকম একটা বিশ্বমানের গোলে দলের মনোবল ভেঙে পড়ে।” তা হলে মোহনবাগানের পাঁচ গোলে ডিফেন্ডারদের দোষ নেই? সরাসরি কোনও বিতর্কিত মন্তব্য করতে না চাইলেও ঘুরিয়ে মোহন-সচিবের ব্যাখা, “আমরা গত বছর থেকেই প্রচুর গোল খাচ্ছি। দলের জন্য এটা একটা চিন্তার ব্যাপার। দু’জন বিদেশিকে ট্রায়ালে ডেকেছি। পরের সপ্তাহের মধ্যে ওরা চলে আসবে।” গোলকিপারদের পারফরম্যান্সেও অসন্তোষ ছড়িয়েছে বাগানে। দল ফিরলেই গোলকিপার কোচ হেমন্ত ডোরার সঙ্গে আলাদা করে আলোচনায় বসতে চাইছেন তাঁরা।

মেসির ২০০ ও হ্যাটট্রিক
লা লিগার চার দিনের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগেও হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। গত বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা-ও শেষ ষোলোয় উঠল। দশ জনের চেক টিম ভিক্টোরিয়া প্লাজেন-কে ৪-০ হারিয়ে। ২৪ মিনিটে মেসিকে বক্সের মধ্যে চিসোভস্কি ফাউল করলে মেসি পেনাল্টি থেকে গোল করে বার্সার হয়ে তাঁর দুশোতম গোলে পৌঁছন। ফাব্রেগাস হেডে ৩-০ করার পর মেসি তাঁর হ্যাটট্রিক পূর্ণ করেন। গ্রুপ ‘এইচ’-এ বার্সার ৪ ম্যাচে ১০ পয়েন্টের পাশাপাশি সমসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে এসি মিলান-ও নক আউটের ১৬ দলের মধ্যে জায়গা করে নিয়েছে। যদিও গত রাতে মিলান বেলারুশের বাতে বোরিসভকে (১-১) হারাতে পারেনি। এসি মিলানের মতোই আটকে গেছে প্রিমিয়ার লিগের দুই মেগা টিম আর্সেনাল ও চেলসি। আর্সেনাল ঘরের মাঠে গোলশূন্য ড্র করে মার্সেইয়ের সঙ্গে। চেলসি ১-১ করেছে বেলজিয়ামের জেঙ্ক-এর বিরুদ্ধে। চেলসির গ্রুপে অনাবাসী বাঙালি রবিন দত্তের বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল করেও ভ্যালেন্সিয়া ১-৩ হেরেছে। আর এক জার্মান টিম বোরুসিয়া ডর্টমুন্ড আবার আর্সেনাল-গ্রুপে অলিম্পিয়াকোসকে ১-০ হারিয়ে নক আউটে ওঠার দৌড়ে থাকল।

সাফে ভারত সহজ গ্রুপে
ভারতীয় ফুটবল দলের নতুন কোচ স্যাভিও মেদেইরা-র প্রথম টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপে তাঁর দল সহজ গ্রুপে পড়ল। দিল্লির নেহরু স্টেডিয়ামে ভারত গ্রুপের তিনটি ম্যাচ খেলবে যথাক্রমে আফগানিস্তান (৩ ডিসেম্বর), ভুটান (৫ ডিসেঃ) ও শ্রীলঙ্কার (৭ ডিসেঃ) বিরুদ্ধে। মলদ্বীপ, নেপাল, বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে গড়া অন্য গ্রুপটি বরং তুলনায় কঠিন। এই টুর্নামেন্ট ভারত পাঁচ বার জিতলেও এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ, নেপাল-ও স্যাভিও-র টিমের চেয়ে এগিয়ে। দু’টি সেমিফাইনাল ৯ ডিসেম্বর। ফাইনাল ১১ তারিখ। স্যাভিও বললেন, “আমার কাছে সব দলই সমান। কাউকে ছোট করে দেখতে চাই না।” জাতীয় দলের ডাচ টিডি রব বান বললেন, “ভারতীয় ফুটবলের উন্নতির পরিকল্পনা করতে আমার ছয় মাস লাগবে।”

জিতে আসছে ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশকে দ্বিতীয় টেস্টে ২২৯ রানে হারিয়ে সিরিজ ১-০ জিতে ভারতে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। ডারেন স্যামির দল জেতার জন্য চতুর্থ ইনিংসে ৫০৮ রান তাড়া করতে নামা বাংলাদেশকে এ দিন ২৭৮ রানে অলআউট করে দেয়। গায়ানার লেগস্পিনার দেবেন্দ্র বিশু টেস্ট জীবনের সেরা বোলিং (৫-৯০) করে ৮ বছর পরে ওয়েস্ট ইন্ডিজকে বিদেশের মাঠে টেস্ট সিরিজ জেতান। এর আগে অ্যাওয়ে টেস্ট সিরিজ ওয়েস্ট ইন্ডিজ শেষ জিতেছিল ২০০৩-০৪-এ জিম্বাবোয়ের মাটিতে।

মোদীর নতুন অভিযোগ
এক দিকে যখন স্পট ফিক্সিংয়ের রায় নিয়ে ক্রিকেটদুনিয়া তোলপাড়, তখন চাঞ্চল্যকর অভিযোগ আনলেন ললিত মোদী। বিতাড়িত আইপিএল কমিশনার আজ বলেছেন, “আইপিএলের ম্যাচ গড়াপেটা করতে চাইনি বলে অপরাধ দুনিয়া থেকে আমাকে প্রচুর হুমকি দেওয়া হয়েছিল। এমনকী আমার জীবনের উপর তিন বার হামলাও হয়ে গিয়েছে।”

পৈলানের ড্র
মোহনবাগান এবং সালগাওকরের কাছে বড় ব্যবধানে হারার পর বুধবার আই লিগের তৃতীয় ম্যাচে হ্যালের সঙ্গে ১-১ ড্র করল সুখবিন্দর সিংহের পৈলান অ্যারোজ। হ্যালের একমাত্র গোলদাতা হামজা এবং পৈলানের সাবিথ।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.