জনসংযোগ ব্যবসা গুটিয়ে নিলেন নীরা রাডিয়া
কলকে কিছুটা অবাক করে আচমকাই জনসংযোগ ব্যবসা থেকে সরে আসার কথা জানালেন ‘কর্পোরেট লবিস্ট’ নীরা রাডিয়া। ফলে কার্যত তালা পড়ে গেল তাঁর জনসংযোগ সংস্থা বৈষ্ণবী কর্পোরেট কমিউনিকেশন্স এবং তার শাখা সংস্থা নিউকম কনসাল্টিং-এ। এর প্রথমটি টাটা গোষ্ঠী এবং দ্বিতীয়টি মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের জনসংযোগের কাজ করত। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে নীরার সব ক’টি জনসংযোগ সংস্থার নিজস্ব ওয়েবসাইট-ও।
এক বিবৃতিতে ৫১ বছর বয়সী নীরা জানিয়েছেন, শারীরিক এবং পারিবারিক কারণেই ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ঘনিষ্ঠমহলে তিনি যা বলেছেন, তাতে কোথাও মিশেছিল অভিযোগের সুর। ঘনিষ্ঠদের তিনি জানিয়েছেন, কিছু মানুষ দীর্ঘদিন ধরে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে এবং তাঁর সংস্থা বৈষ্ণবীকে আক্রমণ করে চলেছেন। আগে হলে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতেন তিনি। এখনকার পরিস্থিতিতে সেই সব ব্যক্তি যদি নিজেদের সফল মনে করে খুশি হন, তবে নীরা তাঁদেরই বিজয়ীর তকমা দিতে চান। ঘনিষ্ঠমহলে নীরা আরও জানিয়েছেন, তিনি ব্যবসা ছেড়ে দেওয়ার পরে যদি ওই ব্যক্তিরা ‘ভাল মানুষ’ হয়ে ওঠেন, তা হলে তাঁদের মধ্যে সেই ইতিবাচক পরিবর্তন আনতে পেরেছেন বলেই তিনি খুশি থাকবেন। প্রকাশ্য বিবৃতিতে নীরা জানিয়েছেন, বৈষ্ণবী এবং নিউকম নতুন করে জনসংযোগ পরিষেবা দেওয়ার জন্য কোনও সংস্থার সঙ্গে চুক্তি করবে না।
টু-জি কেলেঙ্কারির সূত্রে বছরখানেক আগে প্রচারে চলে আসেন এই বিতর্কিত ‘কর্পোরেট লবিস্ট’। অভিযোগ ওঠে, তৎকালীন টেলিযোগাযোগ মন্ত্রী এ রাজা-কে নিয়োগের ক্ষেত্রেও প্রভাব খাটিয়েছেন নীরা। তাঁর সঙ্গে বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্তাব্যক্তির ফোনালাপের টেপও প্রকাশ করে সিবিআই। সরাসরি তাঁর নামে মামলা দায়ের না হলেও, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর টু-জি কাণ্ডে সাক্ষী হিসেবে আদালতে ডাকা হয় তাঁকে। তবে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণ করতে পারেনি সিবিআই।
কেনিয়ায় জন্ম এবং ব্রিটেনে পড়াশোনা করা নীরা রাডিয়া প্রায় ২৫ বছর ধরে বিমান পরিষেবা, নির্মাণ শিল্প-সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। কাজ করেছেন সহারা এয়ারলাইন্সের হয়েও। পরবর্তী সময়ে গড়ে তোলেন নিজস্ব জনসংযোগ সংস্থা বৈষ্ণবী কর্পোরেট কমিউনিকেশন্স। নিউকম ছাড়াও যার শাখা সংস্থা ছিল ভিটকম কনসাল্টিং ও নোয়েসিস স্ট্র্যাটেজিক কনসাল্টিং। এই সব সংস্থার গ্রাহকদের মধ্যে টাটা গোষ্ঠী এবং রিলায়্যান্স ছাড়াও রয়েছে হিন্দুস্তান কনস্ট্রাকশন, পুণের কাছে লাভাসা উপনগরী এবং দীপক ফার্টিলাইজার।
নীরার ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত প্রসঙ্গে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা জানান, ওঁর হাত ধরেই বৈষ্ণবী এত বড় সংস্থায় পরিণত হয়। বহু সময়েই পরিবারের থেকেও কাজকে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। এমনকী, টাটা গোষ্ঠীর ‘ব্র্যান্ড’-কে তুলে ধরার পিছনেও তাঁর বড় ভূমিকা রয়েছে। বৈষ্ণবীর সঙ্গে তাঁদের কাজের ক্ষেত্রে সব সময়েই নীতিগত স্বচ্ছতা বজায় ছিল বলেও এ দিন দাবি করেন রতন টাটা। ২০০১ থেকে টাটা গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল বৈষ্ণবী। নীরা সরে যাওয়ায় ১ নভেম্বর থেকে টাটা গোষ্ঠীর জনসংযোগ আধিকারিক হিসেবে কাজ করবে অরুণ নন্দ পরিচালিত রেডিফিউশন। রবিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে টাটা গোষ্ঠী। প্রসঙ্গত, বৈষ্ণবীর সঙ্গে টাটাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩১ অক্টোবর।
রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ-এর এক মুখপাত্রও বলেন, “নীরা রাডিয়া যে ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন, তা দুঃখজনক। গত তিন বছর ধরে রিলায়্যান্সকে পরিষেবা দিত নিউকম। কার্যক্ষেত্রে সব সময় পেশাদার মনোভাবই জনসংযোগ সংস্থা হিসেবে নিউকমকে অন্যদের থেকে এগিয়ে রেখেছিল।” রাডিয়ার সংস্থার প্রায় ৩০ জন কর্মী ভবিষ্যতে রিলায়্যান্সে যোগ দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত। সেই সূত্রে আরও জানা গিয়েছে, বাকিদের মধ্যে অনেকেই আবার টাটা গোষ্ঠীর জনসংযোগ আধিকারিকের কাজ নেওয়ার কথাও ভাবছেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.