টুকরো খবর
গাঁজা গাছ উদ্ধার শান্তিনিকেতনে
ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।
রাস্তা আটকে বাড়ি তৈরির কাঁচামাল ফেলে রাখা হয়েছে। এই অভিযোগের তদন্তে গিয়ে বাড়ি নির্মাণস্থল থেকে উদ্ধার হল আস্ত গাঁজা গাছ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি বোলপুর-সিউড়ি ভায়া শান্তিনিকেতন রাস্তার উত্তরপল্লির কাছে। পুলিশ জানায়, কয়েক মাস আগে থেকে বোলপুর থানার উত্তরপল্লি এলাকায় ঘরতৈরির ইট, বালি পড়তে থাকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক মাস ধরে রাস্তা দখল করে এক প্রমোটার আবাসন গড়ে তুলছেন। ফলে দুর্ঘটনার মুখে পড়ছে সাধারণ পথচারী থেকে স্কুল পড়ুয়া সকলেই। পুলিশ জানায়, কোথা থেকে ওই গাছ এল তদন্ত করে দেখা হচ্ছে। অন্য দিকে, নানুরের বাসাপাড়া এলাকা থেকে মাদকদ্রব্য-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টা নাগাদ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নানুরের বাসাপাড়া এলাকায় হাজির হয়। সেখানে ক্রেতা সেজে দুই মাদকপাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, তাদের কাছ থেকে প্রায় ৪০০ গ্রাম মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার দর প্রায় ৩৫ লক্ষ টাকা। তদন্তের স্বার্থে পুলিশ ধৃতদের নাম জানা যায়নি।

বচসার জেরে মৃত্যু মুরারইয়ে
দাদার সঙ্গে বচসায় মৃত্যু হল ভাইয়ের। পুলিশ জানায়, মৃতের নাম কেষ্ট মাল (৪০)। বাড়ি মুরারই থানার গোয়ালমাল গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাতে মদ্যপ অবস্থায় কোনও কারণে কেষ্ট মালের সঙ্গে তাঁর দাদা ভগীরথ মালের ঝগড়া বাধে। তখন কেষ্টবাবু বঁটি দিয়ে দাদার কপালে আঘাত করেন। পরে ধাক্কাধাক্কিতে কেষ্টবাবু পড়ে গিয়ে গুরুতর জখম হন। রাতেই তাঁকে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, কোনও অভিযোগ দায়ের হয়নি।

বোমা উদ্ধার
তৃণমূলের এক জেলাস্তরের নেতার বাড়ির সামনে বোমা মিলল। বীরভুমের রামপুরহাটের কামারপট্টি এলাকার ঘটনা। ওই তৃণমূল নেতা গৌরিশঙ্কর চক্রবর্তী বলেন, “শুক্রবার রাতে সদর দরজার সামনে প্লাস্টিকের প্যাকেটে মোড়া চারটি বোমা ও মাটিতে তিনটি বোমা পড়েছিল। পুলিশকে খবর দিই।” তাঁর সন্দেহ, রাজনৈতিক উদ্দেশ্যে বোমাগুলি কেউ এখানে রেখে গিয়েছিল। পুলিশ বোমাগুলি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, কারা কী উদ্দেশ্যে বোমাগুলি রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

শিশু উদ্ধার
এক সদ্যোজাত শিশুকে উদ্ধার করল রেল পুলিশ। ওই শিশুকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে রামপুরহাট স্টেশন সংলগ্ন লোকোপাড়া এলাকায় একটি বটগাছের নীচে ওই শিশুটিকে দেখতে পাওয়া যায়। রেলকর্মীরা দেখতে পেয়ে রেলপুলিশের সাহায্যে শিশুটিকে উদ্ধার করে।

ঘাট নির্মাণ
ছট পুজোর আগে রামপুরহাটের গাঁধী পুকুরপাড়ে ৫টি ঘাট নিমির্ত হয়। এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় জানান, বিধায়ক এলাকা উন্নয়ন খাতে ১ লক্ষ ২০ হাজার টাকায় ওই ঘাট নির্মাণ করা হয়েছে। এ ছাড়া, ওই থানার ছোড়া গ্রামে ১ লক্ষ ২৭ হাজার টাকায় একটি সাংস্কৃতিক মঞ্চ নির্মাণ করা হয়েছে। সম্প্রতি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওই সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.