টুকরো খবর
ক্ষতি, আত্মহত্যার হুমকি পাট চাষির
পাট বিক্রি করতে গিয়ে দাম না-পেয়ে দড়ি নিয়ে গাছে উঠে এক চাষি আত্মহত্যার হুমকি দেওয়ার ঘটনা নিয়ে হইচই পড়ে গিয়েছে মালদহে। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ কুতুবগঞ্জের অচিনহাটে ঘটনাটি ঘটেছে। সেই সময় গ্রামের কয়েকজন তাঁকে দেখতে পেয়ে গাছ থেকে নামিয়ে আনেন। পরে তাঁর মুখে পাটের দামের কথা শুনে চাষিরা ক্ষোভে ফেটে পড়েন। মালদহ-রতুয়া রাজ্য সড়কে পাট পুড়িয়ে শুরু হয় অবরোধ, বিক্ষোভ। পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “পাট চাষিরা পথ অবরোধ করেছিলেন। অবরোধ তুলে দেওয়া হয়।” এদিন সকালে কুতুববগঞ্জের পাট চাষি মুজিবুর রহমান নিজের জমির পাট বিক্রি করতে অচিনতলা হাটে গিয়েছিলেন। এক কুইন্ট্যাল পাটের দাম হাজার টাকা শুনে ভেঙে পড়েন তিনি। হাটে পাট রেখেই বাড়ি ফেরার পথ ধরেন। পথে একটি গাছে ওঠে গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি। পাট চাষিদের অভিযোগ, এক কুইন্টাল পাট চাষ করতে ৩০০০ টাকা খরচ হয়েছে। অথচ এক কুইন্টাল পাটের দাম মিলছে এক হাজার টাকা। মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে বেশির ভাগ চাষি পাট চাষে নেমেছিলেন। বাজারে দাম মিলছে তাতে চাষের খরচই উঠবে না বলে দাবি করেন তাঁরা। মুজিবর রহমান বলেন, “এ বছর মহাজনের কাছ থেকে ৬ হাজার টাকা ঋণ নিয়ে ৩ বিঘা জমিতে পাট চাষ করেছিলাম। হাটে এক কুইন্টালের দাম এক হাজার টাকার বেশি কেউ দিতে চাইছে না। তাই আত্মহত্যা করতে গিয়েছিলাম।”

নাজিরহাটে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ
দিনহাটার নজিরহাটে দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তাকে দায়ী করলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা জয়গাঁ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মিহির গোস্বামী। মঙ্গলবার নজিরহাট এলাকা সরেজমিনে ঘুরে দেখার পর মিহিরবাবু এ কথা জানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পুলিশের ওই ভূমিকা নিয়ে রিপোর্ট পাঠাতে চান তিনি। মিহিরবাবু বলেন, “পুলিশ সক্রিয় থাকলে নজিরহাটে দলীয় কার্যালয় এমন ভাঙচুরের ঘটনা হত না। রবিবার ওই ঘটনার পর পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। ফরওয়ার্ড ব্লক এবং সিপিএম নেতাদের উপস্থিতিতে ওই দিন নজিরহাটে কংগ্রেসের অফিসেও হামলা হয়। সব কিছুই রাজ্য সভাপতিকে রিপোর্ট দেব। রাজ্য সভাপতি তা মুখ্যমন্ত্রীকে দেবেন।” এ দিন সাহেবগঞ্জের ছোট গারোলগোড়াতে বাদশা মিয়াঁ নামে প্রবীণ এক দলীয় কর্মীর বাড়িতে যান মিহিরবাবু। সঙ্গে ছিলেন মনোজিৎ সাহা চৌধুরী, নীলাম্বর সরকার-সহ অনেকেই। সম্প্রতি বাদশা মিয়াঁকে ফরওয়ার্ড ব্লক কর্মীরা পেটান বলে অভিযোগ। মিহিরবাবু বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় যে সব এলাকায় গোলমাল হয়েছে যেখানে গিয়েছি।” সিপিএম এবং ফরওয়ার্ড ব্লকের পাল্টা অভিযোগ, তাদের কর্মী সভায় পরিকল্পিত ভাবে তৃণমূলের লোকজন হামলা চালিয়ে উত্তেজনা ছড়িয়েছে। কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস জানান, অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।

অস্ত্র কারখানার জমি কার, তদন্তে পুলিশ
কালিয়াচকের যে লিচুবাগান থেকে অস্ত্র উদ্ধার হল তাঁর মালিকের নাম জানতে ভূমি ও ভূমিসংস্কার দফতরের সাহায্য নেবে মালদহ জেলা পুলিশ। সোমবার পুলিশ ওই লিচুবাগান থেকে শতাধিক রাইফেল ও পিস্তল তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এলাকার বাসিন্দাদের একাংশ অভিযোগ করেন, ওই লিচু বাগানের মালিক স্থানীয় সিপিএম নেতা আসাদুল্লা বিশ্বাস। পরে পুলিশি তদন্তে জানা যায় জমিটি ওই সিপিএম নেতার নয়। তা ছাড়া রাজনৈতিক সংঘর্ষের জেরে ওই সিপিএম নেতা বেশ কিছুদিন ধরেই এলাকা ছাড়া। তার পরেই ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাছে জমির মালিকের নাম জানতে চেয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় জেলা পুলিশ। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল এদিন বলেন, “তদন্ত চলছে। এর বেশি কিছু বলা যাবে না।” অস্ত্র কারখানার হদিস করায় পুলিশি ভূমিকার প্রশংসা করেন নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র।

গ্যাস অমিল, ক্ষোভ
রান্নার গ্যাস সিলিণ্ডার না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন। মঙ্গলবার দিনহাটা শহরের মেন রোডের হাসপাতাল লাগোয়া মোড় ও বাইপাস মোড়ে সকাল ৯টা থেকে টানা তিন ঘন্টা অবরোধ চলে। ফলে দুপুর পর্যন্ত দিনহাটা শহরের যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। পরে পুলিশ ও প্রশাসনের কর্তারা সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তাঁরা। গ্রাহকদের অভিযোগ, বহুদিন ধরে দিনহাটায় গ্যাসের সঙ্কট চলছে। অগষ্টের বুকিং করার পর অক্টোবরেও গ্যাস সিলিণ্ডার পাননি। এদিন লক্ষ্মী পুজোর দিনও সিলিণ্ডার না পাওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। মহকুমাশাসক অগাস্টিন লেপচা বলেন, “কালোবাজারি বন্ধে অভিযান হবে। এদিন নিগমনগরে ১৮টি খালি সিলিণ্ডার একটি গুদাম থেকে উদ্ধার হয়েছে। এফআইআর করা হবে।”

বাজারে ছিনতাই
বাজারে মধ্যে এক মহিলার টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বালুরঘাটের তহবাজার এলাকায়। সোনার দোকান থেকে বেরিয়ে মহিলা লক্ষ্মীপুজোর বাজার করতে গেলে তাঁর টাকার ব্যাগ ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। বালুরঘাট শহর লাগোয়া ডাঙি এলাকার বাসিন্দা ওই মহিলা মামনি বর্মন বলেন, “সেলাই মেশিন ও লক্ষ্মীপুজোর কেনাকাটা করতে বাজারে যাই। টাকার ব্যাগটি মুহূর্তে ছিনিয়ে নিয়ে পালায় ২ জন।”

বিষক্রিয়ায় মৃত্যু
বিষক্রিয়ায় এক যুবকের মৃত্যু হল। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে চোপড়া থানার কালাগছ এলাকায়। পুলিশ জানায়, মৃত ওই ব্যক্তির নাম বিশ্বনাথ মুর্মু (২৪)। বাড়ি চোপড়া থানার কালাগছ এলাকায়। এ দিন রাতে ওই যুবক বাড়িতেই বিষ খায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.