টুকরো খবর
ডার্বি খেলাচ্ছেন তিন ফরোয়ার্ডে
বহু সমালোচিত ৩-৫-২ ছক ফেলে মোহনবাগান কোচ স্টিভ ডার্বি এখন ৪-৩-৩ ছকের দ্বারস্থ। তিন ডিফেন্ডারে খেলে ফেড কাপের প্রথম দু’ম্যাচ হারেন ডার্বি। আপাতত সেই ছক তুলে রেখে তিনি এখন খেলাচ্ছেন তিন ফরোয়ার্ডে। মঙ্গলবার সকালে যুবভারতীতে অনুশীলনে ডার্বিকে দেখা গেল চার ব্যাকের রক্ষণে প্রথম দলে খেলাচ্ছেন কিংশুক, স্টোরি, আনোয়ার এবং নবিকে। মাঝমাঠে বাঁ দিকে জুয়েল রাজা। কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড এবং রাইট হাফে খেলছেন রাকেশ মাসি এবং সুরকুমারের মতো ডিফেন্সিভ মিডফিল্ডাররা। সুরকুমার ফুল ব্যাক পজিশনেই খেলতে অভ্যস্ত। পরে আনোয়ারের বদলে দলজিৎ সিংহকে খেলতে দেখা গেল স্টপারে। ফরোয়ার্ডে ছিলেন ওডাফা, সুনীল ছেত্রী এবং অসীম বিশ্বাস। ব্যারেটো এ দিনও মাঠে নামেননি। ডাগ আউটের পাশে সাইক্লিং করলেন। ডার্বির বক্তব্য, “ব্যারেটোকে আই লিগের শুরু থেকে পাওয়ার জন্যই তাড়াহুড়ো করে এখন মাঠে নামাচ্ছি না।”

ডিআরএস আর বাধ্যতামূলক নয়
ইংল্যান্ড সফর থেকে ধোনির দল বিধ্বস্ত হয়ে এলে কী হবে, মাঠের বাইরে কিন্তু জয় পেল ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড সিরিজে হট স্পট বিতর্ক তাড়া করেছিল সচিন-দ্রাবিড়দের। ভারতীয় শিবির থেকে হট স্পট প্রযুক্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। ভারতীয় বোর্ডও হট স্পটের বিপক্ষে ছিল। শেষ পর্যন্ত ভারতীয় বোর্ড বনাম আইসিসি-র লড়াইয়ে পিছু হটতে হল আইসিসি-কেই। তারা আজ জানিয়ে দিল, এখন থেকে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস আর বাধ্যতামূলক নয়। হট স্পটই হোক বা হক আই দু’ দেশের বোর্ড না চাইলে কোনও প্রযুক্তিই আর ব্যবহার করা যাবে না সিরিজে। কয়েক মাস আগে হংকংয়ের বৈঠকে আইসিসি সিদ্ধান্ত নিয়েছিল, ডিআরএসের মধ্যে হট স্পট বাধ্যতামূলক হবে। সেই মতো ভারত-ইংল্যান্ড সিরিজে হট স্পট ব্যবহারও করা হয়। কিন্তু রাহুল দ্রাবিড়-সহ বেশ কয়েক জন ভারতীয় ব্যাটসম্যানের আউটের ক্ষেত্রে হট স্পট সঠিক তথ্য দেয়নি বলে অভিযোগ ওঠে। তখন থেকেই হট স্পট নিয়ে অসন্তোষ জানাচ্ছিল ভারত। আইসিসি-র পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে, “হট স্পট নিয়ে সাম্প্রতিক অভিজ্ঞতা এবং হট স্পটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠায় আইসিসি পুরনো সিদ্ধান্তই বহাল রেখে দিল।” এ দিকে, আইসিসি-র প্রস্তাবিত টেস্ট চ্যাম্পিয়নশিপ আরও পিছিয়ে যেতে পারে। আইসিসি-র প্রাথমিক ভাবনা ছিল, ২০১৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করা। কিন্তু স্পনসর না পাওয়ায় সে ভাবনা আপাতত মুলতুবি থাকছে।

ফাইনালে গম্ভীররা
পরপর দুটো ম্যাচ জিতে চ্যালেঞ্জার ট্রফির ফাইনালে চলে গেল গৌতম গম্ভীরের ইন্ডিয়া ‘রেড’। টস জিতে ফিল্ডিং নিয়ে ইন্ডিয়া ‘গ্রিন’-কে ১৭০ রানে আটকে রাখেন গম্ভীররা। বৃষ্টিতে সময় নষ্ট হওয়ায় গম্ভীরদের সামনে জয়ের লক্ষ্য ছিল ৪২ ওভারে ১৫২। ৭৮ বল বাকি থাকতেই জেতে ‘রেড’। হাফসেঞ্চুরি অভিনব মুকুন্দ (৬১) ও গম্ভীরের (৫৭)। ব্যর্থ ‘গ্রিন’ অধিনায়ক হরভজন (০-৩২)।

মোহনবাগান বনাম আইএফএ
আই লিগ কমিটির বৈঠকের মুখে মোহনবাগান বনাম আই এফ এ-র লড়াই লেগে গেল। মোহনবাগানের দাবি ফিফা আইন অনুযায়ী নিজেদের ম্যাচ এখন থেকে তারা নিজেরাই আয়োজন করবে। কিন্তু ইস্টবেঙ্গল, প্রয়াগ ইউনাইটেড, পৈলান অ্যারোজ ম্যাচের দায়িত্ব দিতে চায় আই এফ একে।

আজ প্রয়াগের যুদ্ধ ফাইনালে ওঠার
গত বারের চ্যাম্পিয়ন প্রয়াগ ইউনাইটেড বুধবার ডুরান্ড কাপ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে পুণে এফসির। মহম্মদ রফিক ছাড়া সেমি-ফাইনালে সকলকেই পাচ্ছেন প্রয়াগ ইউনাইটেড কোচ সঞ্জয় সেন। রফিকের জায়গায় তিনি সেমিফাইনালে ক্রিস্পেন ছেত্রীকে মাঠে নামাতে পারেন। সুব্রত পাল, জেজে, আরাতাদের মতো তারকাকে পুণেতে রেখে এসেছেন কোচ ডেরিক পেরিরা। এটা প্রয়াগ কাজে লাগাতে পারে কি না সেটাই দেখার।

ইডেনে টেস্ট ১৪ নভেম্বর
ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শুরু ৬ নভেম্বর, দিল্লিতে। দ্বিতীয় টেস্ট কলকাতায় (১৪-১৮ নভেঃ), তৃতীয় টেস্ট মুম্বইয়ে (২২-২৬ নভেঃ)। ইডেনে টেস্ট চলার সময় বাংলার রঞ্জি ম্যাচও আছে। তখন ম্যাচ সরবে যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে।

বুধবার সভা
মোহনবাগান সচিব অঞ্জন মিত্র বললেন, “আমরা ১০ বছর ধরে চেষ্টা করছি। কিন্তু করতে পারছি না। আমরা যদি এএফসি চ্যালেঞ্জ কাপ নিজেরা করতে পারি তা হলে আই লিগে সমস্যা কোথায়? এ বার থেকে আই লিগও আমরাই করব।” মোহনবাগানের এই মনোভাবে দারুণ বিরক্ত আই এফ এ। এত দিন ধরে তারাই সব ম্যাচের আয়োজন করত।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.