গেইল-কাণ্ডের জেরে সৌরভকে নিয়ে জট
য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ক্রিস গেইলকে খেলিয়ে দেওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভবিষ্যৎ কী দাঁড়াবে তা নিয়ে জট তৈরি হয়েছে। গেইলের মতো সৌরভও গত বার আইপিএলের মাঝপথে চোট পাওয়া ক্রিকেটারের বদলি হিসেবে এসেছিলেন। সহারা পুণে ওয়ারিয়র্স তাঁকে নিয়েছিল আহত আশিস নেহরার জায়গায়। নেহরা ফিট হয়ে যাওয়ায় আইপিএল পরিচালন পরিষদ বলছিল, সৌরভকে ফের নিলামে তোলা হবে। গেইল খেলছে দেখে পুণে ওয়ারিয়র্স এই নিয়ে আপত্তি তুলেছে।
মঙ্গলবারই দিল্লিতে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের বৈঠক ছিল। আইপিএল সিইও সুন্দর রামন ফ্র্যাঞ্চাইজিদের বক্তব্য জানতে চান। পুণে কর্তারা জোরাল প্রশ্ন তোলেন, গেইল আর ন্যানেস দু’জনকেই যদি চ্যাম্পিয়ন্স লিগে আরসিবি-র হয়ে খেলতে দেওয়া হয় তা হলে সৌরভকে পুণের জন্য ছাড়া হবে না কেন? তাঁকে কেন নিলামে তুলতে হবে?
আইপিএল কর্তাদের ব্যাখ্যা, চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম আলাদা। ন্যানেস চোট পাওয়ার আগে আইপিএলে চারটে ম্যাচ খেলেন। গেইল তাঁর জায়গায় এসে আরসিবি-কে অনেক ম্যাচ জিতিয়েছেন। কোনও প্লেয়ার যদি আইপিএলে তাঁর টিমের জন্য অবদান রেখে সেই টিমকে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতামান অর্জনে সাহায্য করে থাকেন তা হলে নিয়ম, তাকে খেলতে দেওয়া হবে। তাই গেইল আর ন্যানেসকে খেলানোর অনুমতি দেওয়া হয়। পুণে কর্তারা পাল্টা সওয়াল করেছেন, সৌরভ শেষ আইপিএলে পুণেকে ম্যাচ জিতিয়েছেন। যা শুনে আইপিএল কর্তারা বলছেন, সৌরভ ম্যাচ জেতালেও নেহরা একটাও ম্যাচ খেলেননি।
পুণে কর্তাদের সঙ্গে কয়েকটি ফ্র্যাঞ্চাইজিও বলেছে, তা হলে গেইলকেও নিলামে তোলা উচিত। এখন যা পরিস্থিতি, গেইলকে নিয়ে এই দাবি আইপিএল কমিটিকে হয়তো মেনে নিতে হবে। সর্বোচ্চ খরচের সীমা বদলের দাবিও তোলা হয়েছে। তা না হলে যাদের বেশি টাকা পড়ে আছে তারাই নিলামে গেইল বা সৌরভকে কিনে নিতে পারে। পুণের মতো ফ্র্যাঞ্চাইজির দাবি, নতুন নিলামের জন্য আলাদা করে খরচের হিসেবও ঘোষণা করা হোক। সৌরভকে ধরে রাখার ব্যাপারে পুণে কর্তারা এতটাই মরিয়া। এ বছর জিওফ মার্শকে কোচের পদ থেকে সরিয়ে দিয়েছেন তাঁরা। ডারমট রিভকে সহকারির পদ থেকে আগেই ছাঁটাই করা হয়েছিল। সৌরভকে অনেক বড় ভূমিকা দিয়ে তাঁরা এ বছর রাখতে চান। একই সঙ্গে পুণে কর্তারা মোটামুটি ধরেই রাখছেন, ‘দাদা’-কে নিলাম থেকেই হয়তো তুলতে হবে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.