বিমান দুর্ঘটনায় নিশ্চিহ্ন রুশ আইস হকি দল
বিমান দুর্ঘটনায় নিশ্চিহ্ন হয়ে গেল রাশিয়ার একটি আইস হকি দল! অর্ধ শতাব্দীরও আগে ম্যাট বুসবি-র সেই বিখ্যাত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দলের মিউনিখের আকাশে চিরকালের মতো হারিয়ে যাওয়ার মতোই!
রুশ আইস হকি দলের মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বুধবার। ইয়ারোস্লাভ শহর থেকে তাদের বিমানটি টেক-অফ করার কিছুক্ষণের মধ্যেই ভলগা নদীর উপর ভেঙে পড়ে। প্যাসেঞ্জার বিমানটি মস্কোর ১৫০ মাইল উত্তর-পূর্বের ওই শহরটি থেকে বেলারুশের মিন্সক্-এ যাচ্ছিল। ইয়াক-ফর্টি টু বিমানটিতে সব মিলিয়ে ৪৩ জন আরোহী ছিলেন। যার মধ্যে ৪১ জনই মারা গেছেন বলে রুশ বিমান সংস্থার পক্ষে থেকে জানানো হয়েছে। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
বিমান দুর্ঘটনার শিকার
১৯৪৯: ইতালির তোরিনো দল নিশ্চিহ্ন হয়ে যায়।
১৯৫৮: ম্যাট বুসবির ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ২৩ জন মারা যান মিউনিখে।
১৯৬১: যুক্তরাষ্ট্রের ফিগারস্কেটিং দল নিশ্চিহ্ন
১৯৭৯: ইউক্রেনে পাখতাকোর দলের ১৭ জন মারা যান।
১৯৮৭: পেরুর ক্লাব আলিয়াজা লিমা নিশ্চিহ্ন হয়ে যায়।
১৯৮৯: সুরিনামের এগারো জন পেশাদার ফুটবলার নেদারল্যান্ডস থেকে ফেরার পথে মারা যান।
১৯৯৩: জাম্বিয়া জাতীয় দলের ১৮ জন মারা যান গাবোনে বিমান ভেঙে পড়ায়।
বিমান দুর্ঘটনায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া দলটির নাম লোকোমোটিভ ইয়ারোস্লাভ কন্টিনেন্টাল হকি লিগ টিম। যারা বেলারুশে ম্যাচ খেলতে যাচ্ছিল। যে দলের অন্যতম সদস্য বিখ্যাত আইস হকি তারকা পাভোল দেমিত্রা। দুর্ঘটনায় স্বভাবতই তিনিও অকালে মারা গিয়েছেন। এ ছাড়াও চিরতরে চলে গেলেন অটোয়া সেনেটর্স-এর ক্যারেল রাচুনেক, নিউ ইয়র্ক আইল্যান্ডার্স-এর জোসেফ ভাসিচেক, ডেট্রয়েট রেড উইংস্-এ খেলা ক্যারোলিনা হারিক্যানেস এবং রুসলান সালেই-এর মতো একঝাঁক আইস হকি তারকাও। দুর্ঘটনায় মারা যাওয়া কোচ ব্র্যাড ম্যাকক্রিমন এই দলের হয়েই ১৯৮৯ সালে স্ট্যানলি কাপ জিতেছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে দুর্ঘটনা কবলিত বিমানটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে দাউদাউ করে জ্বলে ওঠে। রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন দেশের পরিবহন মন্ত্রী ইগর লেভিতিন-কে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দেন। ইয়ারোস্লাভ-এ এই দুর্ঘটনা ঘটল, যখন সেখানে রুশ সরকারের উদ্যোগে এক আন্তর্জাতিক রাজনৈতিক ফোরাম চলছে এবং যে ফোরামে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ-এর বক্তৃতা দেওয়ার কথা আজ-কালের মধ্যেই। লোকোমোটিভ ইয়ারোস্লাভ রাশিয়ার রেলমন্ত্রকের দল এবং দেশের প্রথমসারির আইস হকি টিম। এ বছরও বিশেষজ্ঞরা কন্টিনেন্টাল হকি লিগের সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরছিলেন লোকোমোটিভ ইয়ারোস্লাভ-কে। কিন্তু বুসবি-র ম্যান ইউ-এর মতোই তারাও আকাশে চিরতরে হারিয়ে গেল!



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.