বকেয়া কর নিয়ে পাশ হল বিল
লকাতা পুর-এলাকায় বকেয়া করের উপরে ধার্য সুদ ও জরিমানা মকুবের জন্য রাজ্যের হাতে ক্ষমতা দিয়ে শুক্রবার বিধানসভায় বিল পাশ হয়েছে। অর্থাৎ শীঘ্রই কলকাতা পুর-এলাকার বাসিন্দারা তৃতীয় ‘ওয়েভার স্কিম’ পেতে চলেছেন। বিলে বলা হয়েছে, এই অংশটি অবিলম্বে কার্যকর হবে।
অবশ্য ওই বিলের সমালোচনা করে সিপিএম বিধায়ক আনিসুর রহমান বলেন, “এর ফলে শুধু ধনীরা সুবিধা পাবেন। সুযোগের অপব্যবহার হবে।” প্রাক্তন মেয়র তথা জনস্বাস্থ্য-কারিগরি দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বিলটি প্রসঙ্গে বলেন, “আমি মেয়র থাকাকালীন বামফ্রন্ট সরকারের অনুমতি নিয়ে দু’বার ওয়েভার প্রকল্প চালু করে বকেয়া করের অনেকটাই উদ্ধার করি। কলকাতার উন্নয়নে তা কাজেও লাগানো হয়েছে।”
অন্য দিকে, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “কলকাতা পুর-এলাকায় বাড়ি ও জমির উপরে ধার্য কর, সুদ ও জরিমানা মিলিয়ে বকেয়ার পরিমাণ ২ হাজার ৬০০ কোটি টাকা। ওয়েভার প্রকল্পে মোট ৩৩ হাজার ২৯৮ জন করদাতা সুবিধা পাবেন। তা শুধু ধনীদের সুবিধা দিতেই করা হচ্ছে না। এতে গরিব করদাতারা বেশি সুবিধা পাবেন।’’ তিনি অবশ্য জানান, প্রকল্পে বকেয়া করের সবটা মিলবে না। কারণ, পুরনো বাড়ির ভাড়াটেদের নিয়ে সমস্যা ও মামলা-মোকদ্দমায় অনেক বাড়ির কর আদায় সম্ভব হয় না। ওই সব বাড়ি ভেঙে নতুন বাড়ি হলে বকেয়া কর আদায় করা যাবে। মন্ত্রী আরও জানান, খেলাধুলোয় ব্যবহৃত হয় এমন বাড়ি বা জমির ক্ষেত্রে সম্পূর্ণ বা আংশিক কর ছাড়ের সুযোগ রয়েছে। তবে সেই ছাড় দেওয়ার অধিকার একক ভাবে মেয়রের হাতে না রেখে মেয়র পারিষদের হাতে দেওয়া হয়েছে। ফলে অপব্যবহারের সুযোগ নেই।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.