কিছুদিন ধরিয়া বাঙালীর হেঁসেলে মাছ বাড়ন্ত। রাজ্য সরকারের মত অনুযায়ী, কলিকাতার বাজারে মাছের সরবরাহ যদি ‘‘অল্পবিস্তর স্থির’’ থাকিয়া থাকে, তাহা হইলে নিশ্চয় কিছু পরিমাণ মাছ লোকচক্ষুর অন্তরালে চলিয়া যাইতেছে। কিন্তু মৎস্য দপ্তর এ বিষয়ে নির্বিকার দর্শকের ভূমিকা অবলম্বন করিয়াছেন।
- আনন্দবাজার পত্রিকা, ১৮ অগস্ট ১৯৬১। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |