টুকরো খবর
২৬/১১ কাণ্ডে প্রমাণ পাওয়ার দাবি পাকিস্তানের
মুম্বই হামলায় এক অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে বলে পাক আদালতে জানালেন এক গোয়েন্দা অফিসার। পাকিস্তানে সন্ত্রাস-বিরোধী আদালতে বিচার চলছে ২৬/১১ কাণ্ডে সাত অভিযুক্তের। ওই হামলার সময়ে পাকিস্তান থেকে ফোনে জঙ্গিদের নির্দেশ দেওয়া হয়। সেই কণ্ঠস্বরের সঙ্গে এক অভিযুক্তের গলার মিল পাওয়া গিয়েছে বলে আদালতে জানান পাক গোয়েন্দা সংস্থা এফআইএ’র অফিসার নিসার আহমেদ জাড়ুন। এই সাক্ষ্য নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছেন অভিযুক্তদের আইনজীবী খাজা সুলতান। তাঁর বক্তব্য, এফআইএ’র কাছে সাত অভিযুক্তের কন্ঠস্বরের নমুনা নেই। তাদের পক্ষে কন্ঠস্বরের নমুনা মেলানো অসম্ভব। জাড়ুন তাঁর সাক্ষ্যে আরও জানান, মুম্বই হামলায় জড়িত জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার জন্য করাচিতে তিনটি শিবির তৈরি করেছিল লস্কর-ই-তইবা। সেই শিবিরগুলিতে হানা দিয়েছিল এফআইএ। তবে সেই হানার সময়ে অভিযুক্তরা কেউ ওই শিবিরগুলিতে হাজির ছিল না। শিবিরগুলিতে কোনও নথি, বিস্ফোরক তৈরির মালমশলা বা অস্ত্রশস্ত্র পাওয়া যায়নি।

ফাই মামলা গ্র্যান্ড জুরির হাতে
বিচ্ছিন্নতাবাদী কাশ্মীরি নেতা সৈয়দ গুলাম নবি ফাইয়ের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে কি না তা বিচার করবে এক মার্কিন গ্র্যান্ড জুরি। তাঁর বিরুদ্ধে আইএসআইয়ের গোপন চর হিসেবে আমেরিকায় কাজ করার অভিযোগ রয়েছে। কোনও অভিযুক্তের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালানোর মতো যথেষ্ট প্রমাণ রয়েছে কি না তা পরীক্ষা করে দেখেন গ্র্যান্ড জুরির সদস্যরা। বিচারের সময়ে উপস্থিত জুরির চেয়ে সাধারণত গ্র্যান্ড জুরির সদস্যের সংখ্যা বেশি হয়। ভার্জিনিয়া রাজ্যের আলেকজান্দ্রিয়ার আদালতে এক অফিসার জানিয়েছেন, গ্র্যান্ড জুরি সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ফাই মামলা এগোবে না। ফাইকে তাঁর বাড়িতে নজরবন্দি করে রাখা হয়েছে। ফাইয়ের বিচারের সময়ে অনেক গোপন তথ্য আদালত ও অভিযুক্তের আইনজীবীদের জানাবে সরকারপক্ষ। কিন্তু সেই তথ্য আদালতের নির্দেশ ছাড়া ফাইয়ের আইনজীবীরা যাতে প্রকাশ না করেন সে জন্য আবেদন জানিয়েছিল সরকারপক্ষ। সেই আবেদন মঞ্জুর করেছে আলেকজান্দ্রিয়ার আদালত। আদালতের নির্দেশ ছাড়া ফাই মামলার সময়ে পেশ করা গোপন তথ্য সংবাদমাধ্যমও জানতে পারবে না। ফাইয়ের আইনজীবীরা যদি কোনও গোপন তথ্য বা নথি হাতে পান তা হলে সেই তথ্য বা নথি যাতে প্রকাশিত না হয় সে জন্য তাঁদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

ভারতকে আরও ৫টি মিগ রাশিয়ার
এ বছরের মধ্যে আরও পাঁচটি মিগ-২৯কে যুদ্ধবিমান ভারতের হাতে তুলে দিতে চলেছে রাশিয়া। এই পাঁচটি বিমান হস্তান্তরের মাধ্যমেই ২০০৪-এ করা দু’দেশের চুক্তি বাস্তবায়িত হবে। ১২টি এক আসনের মিগ-২৯কেএস ও চার আসনের মিগ-২৯কেইউবি বিমান নিয়ে দু’দেশের মধ্যে ১৫০ কোটি ডলারে চুক্তি হয়।

সিরিয়ায় নিহত ১৪
বিক্ষুব্ধ জনতার উপরে সরকার সমর্থিত বাহিনী আজ গুলি চালালে ১৪ জনের মৃত্যু ঘটে। বিভিন্ন সূত্রে খবর পাঁচ মাসে প্রায় ১৭০০ বিক্ষুব্ধ নিহত হয়েছেন। কিন্তু সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাসার সরকার। বেশির ভাগ খবরই অসমর্থিত সূত্রে পাওয়া। ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা থেকে প্রতিনিধিদল শান্তি প্রক্রিয়ার জন্য সিরিয়ায় গিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.