টুকরো খবর

বিক্ষোভে বাসিন্দারা
‘সিঙ্গিং বার’ প্রতিবাদ মঞ্চের মৌন বিক্ষোভ। ছবি তুলেছেন বিশ্বরূপ বসাক।
সেবক রোডের যে ‘ডান্স বার’-এ আইপিএস অফিসাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ উঠেছে, সেটির সামনে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। শুক্রবার সন্ধ্যায় ৬টা থেকে টানা দুই ঘন্টা পানশালার সামনে গিয়ে প্ল্যাকার্ড হাতে ‘মৌন বিক্ষোভ’-এ সামিল হন তাঁরা। বিক্ষোভে ওই পানশালা কার্যত বন্ধ হয়ে যায়। মূলত সিঙ্গিং বার প্রতিবাদ মঞ্চের উদ্যোগে ওই বিক্ষোভ হলেও সেখানে পানশালা সংলগ্ন এলাকার বাসিন্দা ও শালুগাড়া থেকে গোর্খা জনমুক্তি মোর্চার এক দল মহিলা সমর্থক হাজির ছিলেন। প্রতিবাদে সামিল হওয়া শিলিগুড়ির পুরসভার কংগ্রেস কাউন্সিলর তথা মেয়র পারিষদ সীমা সাহা বলেন, “ডান্স ও সিঙ্গিং বারগুলিকে ঘিরে বহুদিন ধরেই নানা অবৈধ কাজকর্ম চলছে। এ সববন্ধ না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে।” গত শনিবার সেবক রোডের একটি ‘ডান্স বার’ নির্ধারিত সময়ের পরে খুলিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে একদল আইপিএস অফিসারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ নির্দেশ দেন রাজ্য পুলিশের ডিজি নপরাজিত মুখোপাধ্যায়। বিষয়টি নিয়ে শিলিগুড়িতে হইচই পড়ে যায়। বাসিন্দাদের অভিযোগ, পানশালাকে ঘিরে দুষ্কৃতীদের চক্রের আড্ডা বসে। মহিলাদের কটুক্তি করা হয়। এমনকী পানশালার আড়ালে দেহ ব্যবসা করা হয় বলেও তাঁরা অভিযোগ করেন। প্ল্যাকার্ড হাতে এমনই অভিযোগ পুলিশের সামনে তুলে ধরেন তাঁরা।

আজ, প্রণব শিলিগুড়িতে
শিলিগুড়ি এবং জলপাইগুড়িকে জওহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশনের অন্তর্ভুক্তির জন্য আজ, শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের কাছে আর্জি জানাবে দার্জিলিং জেলা কংগ্রেস। একাধিক অনুষ্ঠানে আজ শিলিগুড়িতে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সকালে বাগডোগরা বিমান বন্দরে নেমে তিনি দুপুর ১২টা নাগাদ মাটিগাড়ায় আয়কর দফতরের একটি অনুষ্ঠানে অংশ নেবেন। দুপুর দেড়টা নাগাদ তিনি শিলিগুড়ি সার্কিট হাউসে যাবেন। জেলা কংগ্রেসের কর্মীদের নিয়ে বৈঠকে শিলিগুড়ি এবং জলপাইগুড়িকে জওহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশন প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য আর্জি জানানো হবে। জেলা কংগ্রেসের (সমতল) সভাপতি মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার বলেন, “জওহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশনে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে অন্তর্ভুক্ত করা হলে উন্নয়নের চেহারা বদলে যাবে। এর আগেও অর্থমন্ত্রী উত্তরবঙ্গের উন্নয়নে সাহায্যের হাত বাড়িতে দিয়েছেন।” শিলিগুড়িতে কংগ্রেসের সংগঠন নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন জেলা কংগ্রেস নেতৃত্ব। বেলা ৩টে নাগাদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ লাগোয়া একটি বেসরকারি ভবনের উদ্বোধন করবেন। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সংবর্ধনা
সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিতে উদ্যোগী শামুকতলা অঞ্চল তৃণমূল। আজ, শনিবার স্থানীয় চালহাটি প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ১০ জন পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.