সঙ্গীত সমালোচনা ২...
শ্রাবণ ধারায় পড়ল মনে

সম্প্রতি তিন পবের্র্র্ বিভক্ত অনুষ্ঠানের প্রথমে ছিল রবীন্দ্রসঙ্গীত। এঁদের মধ্যে সৈকত মিত্রের ‘শ্রাবণের ধারার মতো’, তনুশ্রী বন্দ্যোপাধ্যায়ের ‘তিমির অবগুণ্ঠনে’, সুছন্দা ঘোষের ‘ওরে ঝড় নেমে আয়’, অনিরুদ্ধ সিংহের ‘বাদল বাউল’ উল্লেখযোগ্য। এ ছাড়াও এ দিন স্বস্তিকা মুখোপাধ্যায়, সুব্রত সেনগুপ্ত, প্রবুদ্ধ রাহা, দেবারতি সোম, তানিয়া দাস ও রাজেশ্বর ভট্টাচার্য সুন্দর সঙ্গীত পরিবেশন করেন।
এর পর আবৃত্তি পরিবেশন করেন প্রবীর ব্রহ্মচারী এবং শ্রুতি নাটকে বিশ্বজিৎ চক্রবর্তী ও মধুমিতা বসু খুব দক্ষতার পরিচয় দেন।
এদিনের শেষ উপস্থাপনা ছিল নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদার গানে তনুশ্রী বন্দ্যোপাধ্যায় ও নৃত্যে গার্গী নিয়োগী অনবদ্য। অর্জুনের গানে দীপায়ন চট্টোপাধ্যায় ও নৃত্যে দীপ্তাংশু পাল খুব সুন্দর। একই কথা প্রযোজ্য মদনের গানে পার্থ ভট্টাচার্য ও নৃত্যে সুস্মিতা বন্দ্যোপাধ্যায়, সুচরিতা সরকার, চৈতালী ঠাকুর, অন্বেষা ঠাকুর, নীলাদ্রী দে, মৌমিতা সাহা এবং অন্যান্যরাও। এ দিনের সমগ্র অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সঞ্চালনা করেন সায়ন বন্দ্যোপাধ্যায়।
আয়োজক শ্রুতিনিকেতন।

নৈপুণ্যের প্রকাশ
পদাতিকের উদ্যোগে সম্প্রতি পৌলমী বসু তার কত্থক নৃত্য পরিবেশনার মাধ্যমে একটি মনোগ্রাহী সন্ধ্যা উপহার দিলেন। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে কত্থকের আঙ্গিকে নির্মিত নৃত্যাংশের দ্বারা অনুষ্ঠানটির সূচনা হওয়ার পর ত্রিতালে নিবদ্ধ বিশুদ্ধ নৃত্যের বিভিন্ন অংশ যেমন ঠাট, টুকরা, পরণ, আমদ, উপজ, উঠান, তিহাই ক্রমশ দৃশ্যমান হয়ে ওঠে। পৌলমীর নিষ্ঠা ও নৈপুণ্যের প্রকাশ ঘটে তার উপস্থাপনায়। বিশেষত সাড়ে দশ মাত্রায় নিবদ্ধ নৃত্যাংশগুলিতে তার সাবলীল পদকর্ম প্রমাণ করে যে কত্থক নৃত্যের ব্যাকরণ তার আয়ত্বের মধ্যে। অনুষ্ঠানটির সমাপ্তি পর্বে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হোরিখেলা’ কবিতাটির উপর আধারিত নৃত্যনাট্য। যা পৌলমী তার সুন্দর অভিব্যক্তির মাধ্যমে দর্শকের কাছে প্রশংসনীয় করে তোলে। দীননাথ মিশ্রের তবলা, সন্দীপ নিয়োগীর সেতার, উমেশ মিশ্রের সারেঙ্গী ও সোমা সাহার ভাষ্যপাঠ অনুষ্ঠানটিতে আলাদা মাত্রা এনে দেয়।

যদি হৃদয়ে....
সম্প্রতি মহাজাতি সদনে মান্না দে’র জন্মদিন পালন করল মান্না দে সঙ্গীত অ্যাকাডেমি। বেশ কয়েক জন শিল্পী পরিবেশন করলেন মান্না দে’র জনপ্রিয় গানগুলি। অভিষেক রায়ের গাওয়া ‘রাত জাগা দু’টি চোখ’, পল্লব ঘোষের ‘যদি হৃদয়ে লেখো নাম’। এ ছাড়াও গাইলেন মৃণাল বন্দ্যোপাধ্যায়, শ্রাবণী ঘোষ মণ্ডল, জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় প্রমুখ। এ দিন গৌতম রায়ের লেখা ‘মান্না দে মান্যবরেষু’ প্রকাশ করলেন মৃণাল বন্দ্যোপাধ্যায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.