তোড়জোড় পশ্চিমে
ফাইল চালাচালির দিন শেষ, এ বার ই-গভর্নেন্স
দিনের পর দিন টেবিলে ফাইল পড়ে থাকার দিন শেষ হতে চলেছে। কারণ, পশ্চিম মেদিনীপুরে চালু হতে চলেছে ‘ই-গভর্নেন্স’। সব কিছু ঠিকঠাক চললে আগামী ছ’মাসের মধ্যে জেলায় এই ব্যবস্থা চালু হয়ে যাবে।
মেদিনীপুরে সম্প্রতি এ নিয়ে এক বৈঠক হয়েছে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) আর অর্জুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অবধেশ পাঠক প্রমুখ। ছিলেন বিভিন্ন দফতরের আধিকারিকেরা। ‘ই-গভর্নেন্স’ চালু হলে একদিকে যেমন কাজের ক্ষেত্রে আরও স্বচ্ছতা আসবে, তেমনই সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলেই মনে করছে বিভিন্ন মহল। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক গুলাম আলি আনসারি বলেন, “এ বার এ জেলাতেও ‘ই-গভর্নেন্স’ চালু হবে। ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিস্টেম চালু হলে সাধারণ মানুষের অনেক সুবিধে হবে।” ‘পাইলট প্রোজেক্ট’ হিসেবে শুরুতে বাঁকুড়া জেলায় ‘ই- গভর্ন্যান্স’ চালু হয়। তখন বাঁকুড়ার জেলাশাসক ছিলেন গুলাম আলি আনসারি। ‘পাইলট প্রোজেক্ট’ হিসেবে জলপাইগুড়িতেও এই ব্যবস্থা চালু হয়।
তথ্যপ্রযুক্তির যুগে সব দফতরের অনলাইন সিস্টেম চালুর চেষ্টা চলছে। ইতিমধ্যে বেশ কিছু কাজ অনলাইনে হচ্ছেও। এখন যেমন বিদ্যুতের বিল, টেলিফোন বিল অনলাইনে জমা দেওয়া যায়। রেশন কার্ড ডিজিট্যাল করার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, “আজকের দিনে ‘ই-গভর্নেন্স’ চালু করা অত্যন্ত জরুরি। এর ফলে, সময়ের কাজ সময়ে শেষ হবে। সাধারণ মানুষকেও আর দিনের পর দিন একটি কাজের জন্য দফতরে ঘুরতে হবে না।”
• ছ’মাসের মধ্যে জেলায় এই ব্যবস্থা চালু হওয়ার কথা।
• প্রথমেই ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ব্লকের সঙ্গে পঞ্চায়েতগুলির অনলাইন যোগাযোগ স্থাপন করা হবে।
• ই-গভর্নেন্স চালু হলে বিভিন্ন দফতরের কাজে যেমন স্বচ্ছতা আসবে, তেমনই সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলেই আশা।
• ব্যবস্থা সম্পর্কে জানাতে পঞ্চায়েত অফিসে প্রশিক্ষণও দেওয়া হবে।
কেমন? ওই আধিকারিক বলেন, “ধরা যাক কোনও ক্ষুদ্র শিল্পোদ্যোগী নতুন কারখানা চালু করবেন। এখন তাঁকে বিভিন্ন দফতরে গিয়ে কিছু ফর্ম পূরণ করতে হবে। ছাড়পত্র নিতে হবে। এ জন্য কিছু দিন সময়ও লাগবে। ‘ই-গভর্নেন্স’ চালু হলে তখন একটি জায়গায় এলেই তিনি সমস্ত কিছু জানতে পারবেন। জানতে পারবেন, নতুন কারখানা চালু করতে হলে কী কী করণীয়। কোথায় কী আবেদন করতে হবে। পরবর্তী সময় ওই আবেদনগুলো কী পরিস্থিতিতে রয়েছে, কোন ফাইলের কাজ কতটা এগিয়েছে, তাও জানতে পারবেন। এ জন্য বিভিন্নস্তরে ডেটা বেস সিস্টেম থাকবে। যেখান থেকে সহজেই প্রয়োজনীয় তথ্য মিলবে।” প্রশাসন সূত্রে খবর, শীঘ্রই জেলাস্তরে ‘ডিস্ট্রিক্ট ই-গভর্নেন্স সমিতি’ (ডিইজিএস) গঠন হবে। ওই আধিকারিক বলেন, “আগামী ছ’মাসের মধ্যেই জেলায় এই সিস্টেম চালু করার চেষ্টা চলছে। ইতিমধ্যে এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপও করা হচ্ছে। সামনে লোকসভা নির্বাচন রয়েছে। এ জন্য হয়তো কয়েক সপ্তাহ আগেপিছু হতে পারে। তবে, আমাদের দিক থেকে চেষ্টার কোনও খামতি নেই।”
যে সব সিস্টেমের উপর ভিত্তি করে ‘ই-গভর্নেন্স’ দাঁড়িয়ে থাকে, তার মধ্যে অন্যতম ‘কমন সার্ভিস সেন্টার’ (সিএসসি), ‘মোবাইল সার্ভিস ডেলিভারি গেটওয়ে’ (এমএসডিজি), ‘স্টেট সার্ভিস ডেলিভারি গেটওয়ে’ (এসএসডিজি), ‘স্টেট ডেটা সেন্টার’ (এসডিসি)। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, “এগুলো ‘ই-গভর্নেন্স’ সিস্টেমের এক-একটা পিলার। একটা কোনও কারণে অচল হয়ে গেলেই সমস্যা।” ‘কমন সার্ভিস সেন্টার’ (সিএসসি) থাকবে গ্রাম পঞ্চায়েতে। দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্মী এখানে থাকবেন। যে কোনও কাজের জন্য গ্রামের মানুষজন এখানে আসতে পারেন। কোন কাজ কী ভাবে এগোয়, এ ক্ষেত্রে আবেদনকারীর কী কী করণীয়, সেই সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্মীই প্রয়োজনীয় পরামর্শ দেবেন। এখন আধিকারিকেরা বিভিন্ন কাগজপত্রে হাতে সই করেন। ‘ই-গভর্নেন্স’ চালু হলে ডিজিট্যাল সিগনেচার করবেন। এখন যেমন কর্মী মারফৎ এক টেবিল থেকে অন্য টেবিলে ফাইল চালাচালি হয়, তখন অনলাইনে বিভিন্ন দফতরের মধ্যে ফাইল চালাচালি হবে। সব মিলিয়ে ৪০টিরও বেশি পরিষেবা মেলার সুযোগ থাকবে এই সিস্টেমে। প্রশাসন সূত্রে খবর, ‘ই-গভর্নেন্স’ সিস্টেমের সমস্ত দিক নিয়ে আলোচনা করতেই গেল সোমবার মেদিনীপুর সার্কিট হাউসে এক বৈঠক হয়। ওই বৈঠকেই অতিরিক্ত জেলাশাসক (সাধারণ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সহ বিভিন্ন দফতরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। যে সংস্থা এই সিস্টেমের দায়িত্ব পেয়েছে, তার আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। জেলায় ‘ই-গভর্নেন্স’ চালুর আগে বিভিন্ন দফতরের কর্মী-আধিকারিকদের প্রশিক্ষণও দেওয়া হবে। ই-গভর্নেন্স চালুর জন্য ফাইবার অপটিক কেবল্ দিয়ে গ্রাম পঞ্চায়েতগুলোর সঙ্গে ব্লকের অনলাইন যোগাযোগ স্থাপন জরুরি। গোড়ায় এই কাজই শুরু হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.