খেলার টুকরো খবর

প্রতিযোগিতার মান নিয়ে প্রশ্ন
বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হওয়ার ১০ দিনের মধ্যে মাত্র তিনটি ম্যাচ হয়েছে। বাদবাকি খেলাগুলিতে ওয়াকওভার পেয়েছে একটি দল। ফলে প্রতিযোগিতার মান নিয়ে প্রশ্ন তুলেছে অন্য দলগুলি।ওয়াকওভার দেওয়া কলেজগুলির মধ্যে কয়েকটির দাবি, বিশ্ববিদ্যালয়ের তরফে খেলতে যাওয়ার খরচ দেওয়া হলেও খেলতে আগ্রহ দেখাচ্ছে না ছাত্রেরা। প্রথম ম্যাচ হয়েছিল ১৯ ফেব্রুয়ারি। তাতে বাঁকুড়ার ছাতনা রামাইপণ্ডিত মহাবিদ্যালয় ২ উইকেটে কালনা কলেজকে হারায়। পরের ম্যাচ হয় ২২ ফেব্রুয়ারি। সেদিন দুর্গাপুর গর্ভমেন্ট কলেজ, ভূপেন্দ্রনাথ দত্ত মহাবিদ্যালয়কে তিন উইকেটে হারিয়ে দেয়। বৃহস্পতিবার ইউনিভার্সিটি ইন্সটিটিউট অফ টেকনোলজি ১৩০ রানে হারায় বাঁকুড়া সোনামুখী কলেজকে। এ দিন ইউআইটি প্রথমে ২৫ ওভারে ২১২ রান করে। দলের রাহুল সিংহ ৪৪ ও অনির্বাণ দত্ত ৩৭ করেন। জবাবে ২৩ ওভারে ৮২ করে সোনামুখীর সকলে আউই হয়ে যায়। সোনামুখির পরিতোষ মণ্ডল ৮ রানে ৪ ও পবিত্র শঙ্কর ৯ রানে ২ উইকেট দখল করেন। তাদের সূদীপ ধক করেন ১৯।

ক্রিকেটে জিতল নেতাজি সঙ্ঘ
দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে জয়ী হল পারবীরহাটা নেতাজি সঙ্ঘ। এ দিন ১০ রানে বড়নীলপুর চৌরঙ্গী ক্লাবকে হারায় তারা। প্রথমে ব্যাট করতে নেমে নেতাজি ৩৫ ওভারে ৮ উইকেটে ১৬২ রান করে। দলের রহমত গায়েন ৫১ ও সুরজ শর্মা ২৯ রান করেন। জবাবে চৌরঙ্গী ৩৪.১ ওভারে ১৫২ রানে সকলে আউট হয়ে যায়। দলের চন্দন যাবদ ১৭ রানে চার উইকেট দখল করেন। সঞ্জয় রায়চৌধুরী ৩৫, সুধীর রুদ্র ৩০ ও লোকেশ শর্মা ২৯ রান করেন। নেতাজির সুরজ শর্মা ২১ রানে ২ ও দেবজ্যোতি মিশ্র ৩১ রানে ২ উইকেট দখল করেন।

ভলিবলে জয়ী মেমারি
বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ভলিবলে খেতাব জিতেছে মেমারি কলেজ। মোহনবাগান মাঠে বর্ধমান রাজ কলেজকে ২৫-১৭, ১৮-২৫, ২৫-১৪ ও ২৬-২৪ পয়েন্টে হারায় তারা। ম্যাচের সেরা হয়েছেন মেমারির মল্লিকার্জুন সাধুখা।ঁ এর আগে সেমিফাইনালে রাজ কলেজ ৩-২ সেটে তারকেশ্বর ডিগ্রি কলেজকে ও মেমারি কলেজ ২-০ সেটে হুগলির খলিসানি কলেজকে হারিয়ে ফাইনালে উঠেছিল।

জয়ী বার্ণপুর
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত রামঅবতার গুটগুটিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে জয়ী হয় এফপিএ বার্ণপুর। বৃহস্পতিবার কালাঝরিয়া স্টেডিয়ামে তারা ধেনুয়া আদিবাসী মিলন সঙ্ঘকে টাইব্রেকারের মাধ্যমে ৫-৪ গোলে হারিয়ে দেয়। এ দিন প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে জিতেছে বড়থল আদিবাসী কৃষক সমিতি আড়াডাঙা এমবিজিকে ২-০ গোলে হারিয়ে দেয়।

জয়ী হরিপুর
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় জিতেছে রাধানগর এসি। বৃহস্পতিবার হরিপুর এসসিকে তারা চার উইকেটে হারিয়ে দেয়। এ দিন প্রথমে ব্যাট করে হরিপুর ৯ উইকেটে ১৯৪ রান করে। জবাবে রাধানগর ৬ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়।

জয়ী রাজ কলেজ
আন্তঃকলেজ হ্যান্ডবল প্রতিযোগিতায় খেতাব জিতেছে বর্ধমান রাজ কলেজ। গুসকরা মহাবিদ্যালয়কে ১৬-১০ পয়েন্টে হারায় তারা। প্রতিযোগিতায় আটটি দল যোগ দিয়েছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.