টুকরো খবর
বাসস্ট্যান্ড তৈরি শুরু
উত্তর দিনাজপুর জেলা গঠনের দু’দশক পর সরকারি উদ্যোগে ইটাহারে বাস স্ট্যান্ড তৈরির কাজ শুরু হল মঙ্গলবার। এদিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই কাজের সূচনা করেন রাজ্যের পরিষদীয় সচিব তথা ইটাহারের বিধায়ক অমল আচার্য। রাজ্য পরিবহণ দফতরের ৮ কোটি ৩৫ লক্ষ টাকা বরাদ্দে ইটাহার সদর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারের পূর্ত দফতরের ৮ বিঘা জমিতে আধুনিক মানের ওই বাসস্ট্যান্ড গড়ে তোলা হবে। এ দিন রাত থেকেই রায়গঞ্জের একটি ঠিকাদার সংস্থা কাজ শুরু করেছে। বাসস্ট্যান্ডের পাশাপাশি প্রতিক্ষালয়, শৌচাগার, স্নানাগার, বিশ্রামাগার, মার্কেট কমপ্লেক্স, পূর্ত দফতরের অফিস ও কর্মীদের আবাসন গড়ে তোলা হবে। অমলবাবু জানান, আগামী দুবছরের মধ্যে বাসস্ট্যান্ড তৈরির কাজ শেষ হয়ে যাবে। ঠিকাদার সংস্থাকে আগামী ৬ মাসের মধ্যেই প্রস্তাবিত বাসস্ট্যান্ডে যাত্রীবাহী গাড়ি দাঁড়ানোর পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। ইটাহারে বাস স্ট্যান্ড না থাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে দাঁড়িয়েই কলকাতা, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি সহ বিভিন্ন রুটের বাস ও ট্রেকার যাত্রীদের তোলা ও নামানোর কাজ করে। ফলে দিনভর জাতীয় সড়কে যানজট ও ছোটখাটো দুর্ঘটনা লেগে থাকে। প্রায় দুবছর আগে পরিষদীয় সচিব অমলবাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহণ মন্ত্রী মদন মিত্রের কাছে বাসস্ট্যান্ড তৈরির জন্য প্রস্তাব পাঠান।

কন্যাশ্রী মেলা
রাজনৈতিক সভা সমাবেশে অঙ্গওয়ারি কর্মী, সহায়িকাদের নিয়ে যাওয়া যাবে না। মঙ্গলবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে কন্যাশ্রী মেলার উদ্বোধনে এই কথা জানিয়ে দিয়েছেন রাজ্যের শিশু ও নারী কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। এ দিন মেলার উদ্বোধন করে তিনি বলেন, “আমি আমার দলের নেতা কর্মীদেরও বলেছি। অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করে কর্মী, সহায়িকাদের সভা সমাবেশে নিয়ে যাওয়া যাবে না। এতদিন এই নিয়ে রাজনীতি হয়েছে। পরিষেবা নিয়ে কেউ মাথা না ঘামিয়ে খিচুড়ি খাওয়ানোটাই ছিল কাজ। আমাদের সরকার গ্রামের বাসিন্দাদের কাছে এই কেন্দ্রের গুরুত্ব যে অপরিসীম সেটা বোঝানোর চেষ্টা হচ্ছে।” সম্প্রতি, শহর লাগোয়া বাগবাড়ি এলাকার এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে সাইকেল দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে তাঁর শ্বাসনালী কেটে খুন করার চেষ্টার অভিযোগ উঠেছিল। কন্যাশ্রী মেলায় ওই নির্যাতিতা ছাত্রীর হাতে সাইকেল তুলে দিয়েছেন মন্ত্রী শশী পাঁজা। এ দিন কন্যাশ্রী মেলায় মন্ত্রী শশী পাঁজা সর্তক করেন, যদি কোন স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় কন্যাশ্রী প্রকল্পে ছাত্রীকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করে তবে তাদের বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ করবে। রাজ্যের প্রথম কন্যাশ্রী মেলায় মালদহ জেলার ১০টি কলেজের স্টল হয়েছে। মেলায় একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের স্টল আছে। কন্যাশ্রী মেলার উদ্বোধনে ছিলেন পযর্টনমন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপাল চন্দ্র মিশ্র।

পর্যটনের নয়া কেন্দ্র
সুটুঙ্গা নদীর পাড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে কোচবিহার জেলা পরিষদ। মঙ্গলবার মাথাভাঙ্গা ১ পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষ এলাকাটি ঘুরে দেখেন। জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির মাধ্যমে ওই কাজ করাবে। মাথাভাঙা শহর থেকে চার কিমি দূরে আমবাড়িতে সুটুঙ্গা নদীর পাড়ে ৯৪ লক্ষ টাকায় কেন্দ্রটি তৈরি হবে। একটি শিশু উদ্যান, অতিথি নিবাসও তৈরি করা হবে। থাকবে বোটিংয়ের ব্যবস্থা। মাথাভাঙা ১ পঞ্চায়েত সমিতি সভাপতি আবু তালেব আজাদ জানান, পঞ্চায়েত সমিতির ৩০ একর জমির উপর পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে।

গ্রামীণ মেলা শুরু
গ্রামীণ মেলা শুরু হল কোচবিহার ১ ব্লকে। মঙ্গলবার দুপুরে ব্লক অফিসের সামনে ধলুয়াবাড়িতে মেলার উদ্বোধন করেন পূর্ত দফতরের পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ। বিডিও স্বপন পাত্র জানান, তিন দিন ধরে মেলা চলবে।

নয়া রিসর্ট
শিল্পপতি হর্ষ নেওটিয়ার সঙ্গে বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব।
মঙ্গলবার শিলিগুড়িতে সরকারের শাখা সচিবালয় উত্তরকন্যায়। ছবি: বিশ্বরূপ বসাক।
উত্তরবঙ্গে পাহাড়ে ও ডুয়ার্সে পর্যটন কেন্দ্র গড়বে বেঙ্গল অম্বুজা গোষ্ঠী। মঙ্গলবার শিলিগুড়িতে সরকারের শাখা সচিবালয় উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের সঙ্গে বৈঠক করেন অম্বুজা গোষ্ঠীর কর্ণধার হর্ষ নেওটিয়া। সরকারি সূত্রের খবর, ডুয়ার্সের লাটাগুড়ি, দার্জিলিং পাহাড়ের বাতাসিয়া লুপের কাছে ও কার্শিয়াঙের মকাইবাড়িতে তিনটি আধুনিক রিসর্ট তৈরির অনুমতি চেয়েছে বেঙ্গল অম্বুজা।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.