বঙ্গ ক্রিকেটার তৈরির দায়িত্বে হয়তো মুরলী, অ্যামব্রোজরা
বাংলার ক্রিকেটের হাল ফেরাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মডেল প্রকল্প শুরু হচ্ছে এপ্রিলে। এবং এই প্রকল্পে উপদেষ্টার দায়িত্ব নিতে আসার কথা মুথাইয়া মুরলীধরন, কার্টলে অ্যামব্রোজ বা ওয়াকার ইউনিসের মতো কিংবদন্তিদের।
মঙ্গলবার এই প্রকল্প নিয়েই সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার সঙ্গে বৈঠকে বসেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ। এই বৈঠকেই কার্যত ঠিক হয়ে গেল, সৌরভের প্রস্তাবিত স্পিনার ও পেসারদের পুলের জন্য উপদেষ্টাদের নাম। ব্যাটসম্যানদের জন্য সৌরভকেই এই দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেয় সিএবি। সৌরভ তাতে রাজিও। তাঁকে সাহায্য করার জন্য থাকবেন অশোক মলহোত্র। সব কিছু ঠিকঠাক চললে ১ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে এই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা। তার আগে মার্চে চুক্তিতে সই করার জন্য আসতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটাররা। সারা বছরে চার-পাঁচ বার করে আসবেন উপদেষ্টারা। এক-এক বারে দিন দশেক করে থাকবেন, এমনই পরিকল্পনা আছে সিএবি-র। অর্থাৎ উপদেষ্টাদের বছরে চল্লিশ-পঞ্চাশ দিন কাজ করার কথা।
বাংলার ক্রিকেটে আরও উন্নত সাপ্লাই লাইন তৈরির জন্য সিএবি-র কোচিং কমিটির দায়িত্ব নেওয়ার পর সৌরভ কুড়ি জন করে ব্যাটসম্যান, পেসার ও স্পিনার নিয়ে তিনটি পুল তৈরির প্রস্তাব দিয়েছিলেন। যদিও তিনি যে সময়ে এই প্রকল্পের কাজ শুরুর কথা বলেছিলেন, নানা কারণে তা সিএবি-র পক্ষে হয়ে ওঠেনি। কিন্তু এ বার তা শুরুর ব্যাপারে বদ্ধপরিকর সিএবি-ও। এ দিনের এই বৈঠক নিয়ে ডালমিয়া বলেন, “সৌরভের সঙ্গে এই ব্যাপারে আলোচনা হয়েছে। ওর মডেলটা কার্যকর করা নিয়ে কথা হয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে বলা যাবে না। আশা করি, এপ্রিল থেকে প্রকল্পের কাজ শুরু হবে।”
যাঁদের আনা হতে পারে, তাঁদের নাম ডালমিয়া নাম প্রকাশ করতে না চাইলেও সিএবি সূত্রে জানা গেল, মুরলীধরনের সঙ্গে কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছে। শেন ওয়ার্নের কাছেও প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে তাঁর খামখেয়ালিপনার সঙ্গে তাল মিলিয়ে সিএবি কাজ করতে পারবে কি না, তা নিয়ে কর্তারা নিশ্চিত নন বলে ব্যাপারটা বেশি দূর এগোয়নি। পেস বোলারদের উপদেষ্টার দায়িত্ব নেওয়ার জন্য অ্যামব্রোজ এবং ওয়াকারের সঙ্গে কথাবার্তা বলা হয়েছে বলে জানা গিয়েছে। তবে দু’জনের মধ্যে অ্যামব্রোজের আসার সম্ভাবনাই বেশি বলে শোনা যাচ্ছে। ওয়াকারকে আনলে কূটনৈতিক জটিলতা দেখা দিতে পারে, এমন একটা আশঙ্কা থেকেই যাচ্ছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.