টুকরো খবর
মন্ত্রীর নির্দেশে বন্ধ মাইক
সেচমন্ত্রী আসবেন সেতুর উদ্বোধন করতে। তাই সকাল থেকেই ছিল সাজো সাজো রব। মাধ্যমিক পরীক্ষার সময় মাইক বাজানো নিষেধ থাকলেও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এ দিন মঞ্চ বেঁধে দুপুর থেকেই মাইক বাজিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছিল। বিকেল সাড়ে তিনটে নাগাদ সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ক্যানিংয়ের ঘুটিয়ারিশরিফের মাকালতলায় ওই অনুষ্ঠানে পৌঁছন। কিন্তু মাধ্যমিক পরীক্ষার সময় মাইক বাজছে দেখে বিরক্ত হন তিনি। সঙ্গে সঙ্গে নির্দেশ দেন মাইক বন্ধের। মন্ত্রীর নির্দেশে বন্ধ হয় মাইক। এ দিন এসএএসডি খালের উপরে উপর ৭৮ লক্ষ টাকা খরচে প্রায় ৮ মিটার লম্বা ও সাড়ে পাঁচ মিটার চওড়া সেতুর উদ্বোধন করেন রাজীববাবু। এ দিকে পরীক্ষার সময় মাইক বাজানো নিয়ে ক্যানিংয়ের মহকুমাশাসক প্রদীপ আচার্য বলেন, “ওই অনুষ্ঠানে কী হয়েছে বলতে পারব না। খোঁজ নিয়ে দেখতে হবে। তবে আমরা ওখানে মাইক বাজানোর অনুমতি দিইনি।” রাজীবাবু বলেন, “এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই সেতু। এর ফলে প্রায় ৪ লক্ষ মানুষ উপকৃত হবেন।”

অস্বাভাবিক মৃত্যু ছাত্রীর
প্রথম বর্ষের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বাসিন্দা মৃত ছাত্রীর নাম তনিমা দাস (২০)। রবিবার দুপুরে বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তনিমার মৃতদেহ মেলে। তাঁর পরিবারের অভিযোগ মতো আত্মহত্যার প্ররোচনার অভিযোগে পুলিশ সোমবার জয়কে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ওই এলাকারই বাসিন্দা জয় সরকারের সঙ্গে তনিমা বিরাটি কলেজে পড়ত। নারী পাচার, ২০ বছর কারাদণ্ড তিনজনের। এক কিশোরীকে পাচারের দায়ে তিনজনের ২০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিলেন বিচারক। সোমবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার আদালতের বিচারক অঞ্জলি সিনহা নিজাম শেখ ওরফে রনি, নাজির মোল্লা ও সিরাজ গাজিকে এই সাজা দেন। একই সঙ্গে নিজামকে ১১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ বছরের কারাদণ্ড এবং নাজির ও সিরাজকে ১৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

লঞ্চে জলদস্যু হানায় ধৃত ১
কুলতলিতে সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকদের লঞ্চে লুঠপাটের ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার কুলতলির গরানকাটি গ্রাম থেকে তবারক গাজি নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। যে ভুটভুটিতে চেপে এসে তবারকরা হামলা চালিয়েছিল সেটিও উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে ঝড়খালি মোহনার কাছে লঞ্চে ওই হামলার ঘটে। নদিয়ার রানাঘাট থেকে ৪০ জনের একটি দল সুন্দরবনে বেড়াতে এসেছিল।

খুন জগদ্দলে
এক ছাত্রকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। নাম সঞ্জয় দাস (২২)। তিনি নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। রবিবার রাতে টিউশন সেরে বাড়ি ফিরছিলেন সঞ্জয়। সেই সময় জগদ্দলের ২৮ নম্বর রেলগেটের কাছে দুষ্কৃতীরা তাঁর মাথায় ধারাল অস্ত্রের কোপ মারে।

বিএসএফের মারে জখম গ্রামবাসী
ফের সীমান্তবর্তী গ্রামের এক বাসিন্দাকে মারধরের অভিযোগ উঠল বিএসএফের এক জওয়ানের বিরুদ্ধে। রবিবার রাতে কাদের সর্দার নামে স্বরূপনগর থানার তারালি গ্রামের এক বাসিন্দার মুখে ওই জওয়ান টর্চের বাড়ি মারে বলে অভিযোগ। তাঁর বাঁ চোখে আঘাত লাগে। পরে অবশ্য বিএসএফেরই আরও কিছু জওয়ান তাঁকে প্রথমে শাঁড়াপুল হাসপাতাল ও পরে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.