যুব বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে পাঁচে থামল ভারত
নূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হারের পর পঞ্চম স্থানের প্লে-অফে জিতল ভারত। নির্বাসনের শাস্তি থাকায় অধিনায়ক বিজয় জোল এই ম্যাচে না থাকলেও দীপক হুদার (৭৬ ন.আ ও ৩-৩১) অলরাউন্ড পারফরম্যান্সের দাপটে শ্রীলঙ্কাকে ৭৬ রানে হারাল ভারত।
সোমবার প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার অঙ্কুশ বাইন্স ও অখিল হেরওয়াদকর ৮০ রানের মধ্যে ফিরে যাওয়ার পর ভারতের ইনিংস টানেন প্রথমে শ্রেয়াস আইয়ার (৫৯) ও সঞ্জু স্যামসন (৪০)। দু’জনের মধ্যে তৃতীয় উইকেটে ৮৭ রানের পার্টনারশিপ শেষ হওয়ার ৪৩ রানের মধ্যেই আরও চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। টিমের স্কোর তখন ৪১ ওভারে ২১০-৭। ফিরে গিয়েছেন সঞ্জু, রিকি ভুই (৭), সরফরাজ খান (০) ও কর্ণ কাইলা (১৩)। তুখোর ফর্মে থাকা টুর্নামেন্টের অন্যতম সেরা বোলার কুলদীপ যাদবের (১৯ ন.আ) সঙ্গে এর পর অষ্টম উইকেটে মরিয়া লড়াই শুরু হয় দীপকের। ৮১ রানের পার্টনারশিপে দু’জন ২৯১ তুলে দেন।
ব্যাটে-বলে দুর্দান্ত হুদা। ছবি: আইসিসি।
জবাবে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে প্রথম ঝটকা দেন সঞ্জু। ওপেনার হাসান দুমিন্দুকে (২) রান আউট করেন তিনি। শ্রীলঙ্কার স্কোর তখন ১১। আর এক ওপেনার সাদিরা সমরউইকরামা (৫৮) ও কুশল মেন্ডিসের (১৪) প্রাথমিক ধাক্কা কাটিয়ে টিমকে লড়াইয়ে ফেরানোর চেষ্টায় এর পর জল ঢেলে দেন হুদাই। মেন্ডিসকে ফেরান তিনি। পিয়ামল পেরেরা (৪৭) ও সাদিরা এর পর বড় পার্টনারশিপের দিকে এগোচ্ছিলেন। বাদ সাধেন ভারতের চামা মিলিন্দ (২-২৯)। সাদিরাকে তিনি ফেরানোর পরেই পিয়ামলের উইকেট তুলে নেন হুদা। শ্রীলঙ্কার স্কোর তখন ১৩৫-৫। মিডল অর্ডারে ধস নামার পর আর ম্যাচে নিয়ন্ত্রণ রাখতে পারেনি শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ২১৫ রানে থেমে যায় কুশল মেন্ডিসদের ইনিংস। ম্যাচের সেরা দীপক। অন্য ভারতীয় বোলারদের মধ্যে দু’উইকেট নেন কুলদীপ ও অভিষেক ম্যাচে নেমে কাইলা। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অশোভন আচরণ করায় সতর্কিত বাংলার আমির গনিকে এই ম্যাচে নামানো হয়নি।
এ দিকে, ইংল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে চলে গেল পাকিস্তান। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেই ছিটকে গিয়েছিল ভারত।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.