আজ শুরু এশিয়া কাপ
‘তিন উইকেট’ হারিয়ে মাঠে নামবে কোহলিদের প্রতিপক্ষ
ভারতের বিরুদ্ধে যুদ্ধের বাকি এখনও আটচল্লিশ ঘণ্টা। বুধবার বিরাট কোহলির টিম ইন্ডিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কিন্তু তার আগেই ফাতুল্লাহ-র স্টেডিয়ামে যুদ্ধের একটা অদৃশ্য স্কোরলাইন যেন আগাম দেখা যাচ্ছে।
বাংলাদেশ: ০-৩!
কী রকম?
বাংলাদেশে খোঁজ নিয়ে জানা গেল, ভারতের বিরুদ্ধে এশিয়া কাপ যুদ্ধে নামার আগে নাকি মুশফিকুর রহিমের টিমের অবস্থা নাকি মোটেই সুখের নয়। বরং তিনটে জটে তারা বিপর্যস্ত। ওপার বাংলার ওয়াকিবহাল মহল অন্তত তাই বলছে।
এক) বাংলাদেশ অধিনায়ক বনাম বাংলাদেশ বোর্ড প্রেসিডেন্ট।
দুই) তামিম ইকবালের চোট নিয়ে জল্পনা।
তিন) সাকিব আল হাসানের তিন ম্যাচ নির্বাসনের শাস্তি মকুবের আবেদন খারিজ।
প্র্যাকটিসে ক্যাপ্টেন কোহলি। সোমবার।
সোমবার টিমের সঙ্গে প্র্যাকটিস সেশন সেরে যখন বিরাট কোহলি টিম হোটেলে এশিয়া কাপ ট্রফির উন্মোচনে গেলেন, তার কাছাকাছি সময়ে বিরাটদের প্রথম প্রতিপক্ষের অন্দরমহলের অশান্তির খবর বেরিয়ে পড়ল। রবিবারই সাংবাদিক সম্মেলন করতে বসে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম সোজাসুজি বলে দেন যে, এশিয়া কাপে বাংলাদেশের দল নির্বাচনে তাঁর কোনও ভূমিকাই ছিল না। তাঁর সঙ্গে কথাবার্তা না বলেই নাকি জাতীয় নির্বাচকরা টিম করে ফেলেছেন! মিডিয়ার সামনে খুল্লমখুল্লা অসন্তোষ প্রকাশও করে যান বাংলাদেশ অধিনায়ক।
যা নিয়ে শোনা গেল, বাংলাদেশ বোর্ড প্রধান নাজমুল হাসান প্রতিক্রিয়া দিয়ে দেন। স্বদেশীয় সাংবাদিকদের বলে দেন, মিডিয়ার সামনে মুশফিকুর যা বলেছেন, তাতে তিনি বিস্মিত। কিন্তু বাংলাদেশের ওয়াকিবহাল থেকে শোনা গেল, পুরো ঘটনার জন্য নাকি দায়ী করা হচ্ছে বাংলাদেশের নির্বাচক কমিটির প্রধান ফারুখ আহমেদকে। বলা হচ্ছে, অধিনায়ক যখন এমন খোলাখুলি অসন্তোষ প্রকাশ করছেন, তখন ফারুখেরই উচিত ছিল দেশে উপস্থিত থেকে সেটা মেটানো। কিন্তু সেটা না করে তিনি বর্তমানে ভারতে! কেউ কেউ আবার দাবি করলেন, ফারুখের বিরুদ্ধে আওয়াজটা নাকি অন্য নির্বাচকরাই তুলছেন। দ্বিতীয় সমস্যা নাকি সাকিব আল হাসানকে ঘিরে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজে টিভি ক্যামেরার সামনে অশালীন অঙ্গভঙ্গির জন্য তিন ম্যাচ নির্বাসিত হন সাকিব। যার মধ্যে এশিয়া কাপের প্রথম দু’টো ম্যাচ পড়ে যাচ্ছে। বাংলাদেশ টিমের পক্ষ থেকে বোর্ডকে অনুরোধ করা হয়েছিল, এশিয়া কাপে টিমের স্বার্থের কথা ভেবে সাকিবের উপর নির্বাসন তুলে নেওয়া হোক। কিন্তু বিসিবি জানিয়ে দিয়েছে, সম্ভব নয়। তামিম ইকবালকে নিয়েও জট ঘনীভূত। চোটের জন্য পুরো এশিয়া কাপেরই বাইরে চলে গিয়েছেন তামিম। কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের কেউ কেউ আবার দাবি করলেন যে, তামিম নাকি ঘনিষ্ঠমহলে বলেছেন তাঁর চোট অতটাও গুরুতর নয়। এশিয়া কাপ খেলে দিতে পারতেন। একটা অংশের আবার অভিযোগ, খারাপ ফর্মে থাকলে তামিমকে ‘বাঁচানোর’ একটা চেষ্টা নাকি বোর্ড বরাবরই করে আসে। যেহেতু বোর্ডের উচ্চপদস্থ কর্তাদের একজনের সঙ্গে তামিমের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে একেবারেই ভাল ফর্মে ছিলেন না তামিম। তাই নাকি তাঁকে আবার ‘বাঁচানো’ হল।
এশিয়া কাপ নিয়ে পাঁচ অধিনায়ক।
যা পরিস্থিতি তাতে আগামী বুধবার থেকে ভারত সহ বাকি প্রতিপক্ষ নয়, নিজেদের সমস্যার বিরুদ্ধেও লড়তে হবে মুশফিকুরদের।
টুর্নামেন্টের বাকি দুই হেভিওয়েট টিম পাকিস্তান এবং শ্রীলঙ্কার অবশ্য এ সব সমস্যা বিশেষ নেই। মঙ্গলবার এশিয়া কাপের প্রথম ম্যাচে দুই দলই মোটামুটি পুরো শক্তি নিয়ে হাজির। চোটের জন্য তিলকরত্নে দিলশানকে না পাওয়ায় হয়তো মাহেলা জয়বর্ধনেকে দিয়ে ইনিংস ওপেন করাতে পারে শ্রীলঙ্কা।
অন্য দিকে পাকিস্তান ব্যাটিংয়ে বেশ কয়েকটা নতুন মুখ থাকলেও বরাবরের শক্তি সেই বোলিং ইউনিট ভাল ফর্মেই আছে। দলের তিন পেসার হতে পারেন উমর গুল, জুনেইদ খান, বিলাওয়াল ভাট্টি। স্পিন বোলিং সামলাবেন শাহিদ আফ্রিদি, মহম্মদ হাফিজ এবং সইদ আজমল। ক্যাপ্টেন মিসবা উল হকও ভাল ফর্মে।

ছবি: এএফপি।

আজ এশিয়া কাপে

পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
(ফাতুল্লাহ, দুপুর ১-৩০)




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.