টুকরো খবর
বিজয় হাজারেতে ওপেনিংয়ে ঋদ্ধি
সব কিছু ঠিকঠাক চললে, আসন্ন বিজয় হাজারে ট্রফিতে (রঞ্জি একদিনের টুর্নামেন্ট) বাংলার হয়ে ওপেন করতে চলেছেন ঋদ্ধিমান সাহা। আজ, মঙ্গলবার বিজয় হাজারে খেলতে রাঁচি রওনা হচ্ছে লক্ষ্মীরতন শুক্ল-র বাংলা। যা খবর, তাতে টিম ওপেনিংয়ে ডান হাতি ও বাঁ হাতি কম্বিনেশন চাইছে। যে কারণে শ্রীবৎস গোস্বামীর সঙ্গে ওপেন করতে পাঠানো হবে উইকেটকিপার ঋদ্ধিকে। যিনি রাঁচি রওনা হওয়ার আগে সিএবি নকআউট কোয়ার্টার ফাইনালে সেঞ্চুরি করে জেতালেন মোহনবাগানকে। এ দিন মোহনবাগানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ওয়াইএমসিএ (কলেজ শাখা) ৪৫ ওভারে তোলে ২৭১-৪। শিবম শর্মা ৮১ ন:আ: ও সফি আহমেদ ৬৫ ন:আ:। জবাবে ঋদ্ধি ১০৬ বলে ১২২ করে যান। দেবব্রত দাস করেন ৮৯। ৫ উইকেটে জেতে মোহনবাগান। অন্য ম্যাচে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে ১২০ রানে জিতল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের ৩৪৬-৫-এর জবাবে পুলিশ থামল ২২৬-৯-এ। ইস্টবেঙ্গলের প্রসেনজিৎ দাস ৯০ ও অনুষ্টুপ মজুমদার ৬৩। ভবানীপুরকে (১৩৫) ৭ উইকেটে হারাল কালীঘাট। কালীঘাটের শ্রীবৎস গোস্বামী ৫১ ও প্রীতম চক্রবর্তী ৪-৩৫। শ্যামবাজারের বিরুদ্ধে ৪ উইকেটে জিতল টাউন। প্রথমে ব্যাট করে শ্যামবাজার তোলে ২৪৪-৯। টাউনের দীপক প্রসাদ ৯৩ অপরাজিত।

টিটি-র জন্য ইন্ডোরে ঘর দিলেন মমতা
বামফ্রন্ট সরকারের আমলে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সমস্ত ক্রীড়া সংস্থার অফিস উচ্ছেদ করা হয়েছিল। বেশির ভাগ ছোট খেলার কর্তারাই ঘর না পেয়ে এখনও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। রাজ্য সংস্থার প্যাড ব্যাগে নিয়ে। শেষ পর্যন্ত অবশ্য শিকে ছিঁড়তে চলেছে পশ্চিমবঙ্গ টেবল টেনিস সংস্থার। মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের ঘর দিচ্ছে ক্রীড়া দফতর। সংস্থার সচিব দেবিপ্রসাদ বসু সোমবার বললেন, “প্রেসিডেন্ট সোমনাথ চট্টোপাধ্যায়কে ফোন করে মুখ্যমন্ত্রী বলেছেন টিটির জন্য নেতাজি ইন্ডোরে ঘর দেওয়া হচ্ছে। ক্রীড়ামন্ত্রীকেও সেটা বলে দিয়েছেন তিনি।” লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথবাবুর শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁকে ফোন করেন মুখ্যমন্ত্রী।

কর্পোরেট শ্যুটিং শুরু বুধবার
অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের উদ্যোগে ভারতে প্রথম কর্পোরেট শ্যুটিং লিগ শুরু হচ্ছে বুধবার থেকে। ফাইনাল ১ মার্চ। ১০ মিটার এয়ার রাইফেলের এই অপেশাদার প্রতিযোগিতার লক্ষ্য শ্যুটিং নিয়ে আগ্রহ বাড়ানো। ক্যালকাটা সুইমিং ক্লাবে চার দিনের এই অভিনব লিগে প্রথম দিন প্রতিযোগীদের নিয়ে একটি ওয়ার্কশপ হবে। শেষ দিন হবে ফ্যাশন শো। ৩২ টি টিম এবং ব্যক্তিগত বিভাগে চল্লিশ জন প্রতিযোগী অংশ নেবেন। দিব্যেন্দু বড়ুয়া, মেহতাব হোসেন, রাহুল বন্দ্যোপাধ্যায়ের মতো অন্য খেলার ক্রীড়াবিদরা অংশ নেবেন এই কর্পোরেট শ্যুটিং লিগে। টলিউডের রূপা গঙ্গোপাধ্যায়, জিৎ, ইন্দ্রানী দত্ত, কৌশিক সেনরাও অংশ নেবেন। সোমবার এক সাংবাদিক সম্মেলনে জানান জয়দীপ।

সোমদেব ৭৮-এ

২৪ ফেব্রুয়ারি
দিল্লি ওপেনে দুরন্ত জয়ের সুবাদে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এগোলেন সিঙ্গলসে ভারতের এক নম্বর টেনিস প্লেয়ার সোমদেব দেববর্মন। সদ্য প্রকাশিত এটিপি র‌্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৭৮-এ। রবিবার দিল্লি ওপেনে শীর্ষবাছাই আলেকসান্ডার নেদোভাইয়েসভকে হারিয়ে ১০০ র‌্যাঙ্কিং পয়েন্ট পান সোমদেব। তাঁর সেরা র‌্যাঙ্কিং অবশ্য ৬২। ২০১১-র জুলাইয়ে এই র‌্যাঙ্কিংয়ে ছিলেন তিনি। মঙ্গলবার দুবাই ওপেনে সোমদেবের লড়াই প্রাক্তন যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন দেল পোত্রোর সঙ্গে।

শুমির নতুন ধাক্কা
কৃত্রিম কোমা থেকে মিশায়েল শুমাখারকে বের করে আনার প্রক্রিয়া থামালেন চিকিৎসকরা। প্রাক্তন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নের রক্ত থেকে ওষুধের মাত্রা কমাতে গিয়ে জটিলতা দেখা দেওয়াতেই এমন সিদ্ধান্ত বলে জানাচ্ছে জার্মান মিডিয়া। এই নিয়ে শুমাখারের পারিবারিক সূত্রে বা হাসপাতালের তরফে অবশ্য কিছু জানানো হয়নি। তবে অনেকে মনে করছেন তাঁকে সুস্থ করে তোলার গোটা প্রক্রিয়াটাই এতে ধাক্কা খেল।

অস্কারের কীর্তি
অস্কার পিস্টোরিয়াসকে নিয়ে একের পর এক চমকে দেওয়া তথ্য উঠে আসছে। বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যায় অভিযুক্ত প্যারাঅলিম্পিয়ান অ্যাথলিট ঘটনার দিন নিজের মোবাইলে ‘অশ্লীল’ ছবির ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি করছিলেন। এমনটাই দাবি ব্রিটিশ মিডিয়ার। গত বছর ভ্যালেন্টাইন্স ডে-র দিন রিভা খুন হন। অভিযোগ বান্ধবীর সঙ্গে কথা কাটাকাটির পর পিস্টোরিয়াসই তাঁকে গুলি করে খুন করেন। দক্ষিণ আফ্রিকার কোর্টে মামলার পরবর্তী শুনানি ৩ মার্চ। দোষী প্রমাণিত হলে ২৫ বছর পর্যন্ত কারাবাস হতে পারে পিস্টোরিয়াসের।

সেরেনা শীর্ষেই
বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সেরানা উইলিয়ামসের দাপট চলছেই। তাঁর সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা চিনের লি না-র পার্থক্য প্রায় ৬০০০ পয়েন্টের। সদ্য প্রকাশিত ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে সেরেনার এক নম্বরে থাকার পাশাপাশি ভেনাস ১৫ ধাপ এগিয়ে ২৯ নম্বরে আছেন। শনিবার দুবাই ওপেনে জেতার সুবাদে র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ভেনাস।

আবেদন খারিজ
আইপিএল গড়াপেটা তদন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন প্রাক্তন স্বরাষ্ট্রসচিব আর কে সিংহ। সোমবার সেই মামলা খারিজ করল শীর্ষ আদালত। আবেদনকারীকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পরামর্শও দিয়েছেন প্রধান বিচারপতি পি সদাশিবম।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.