সংস্কৃতি যেখানে যেমন
• ত্রয়োদশ শিলিগুড়ি নাট্যমেলার বার্তা ছিল ‘মানুষের জন্য থিয়েটার’। ২ থেকে ৮ জানুয়ারি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে নাট্যমেলার উদ্বোধন করেছিলেন অভিনেতা বাদশা নৈত্র। উদ্বোধনের পরে মঞ্চস্থ হয় অণুনাটক। ক্ষিরোদপ্রসাদ বিদ্যাবিনোদকে শ্রদ্ধা জানিয়ে পার্থপ্রতিম মিত্রের লেখা নাটকে অভিনয় করেন অমিতাভ ঘোষ, কৌশিক দাস, পার্থ সিংহ, দৃপ্তা চক্রবর্তী প্রমুখ। ব্যোমকেশ ঘোষের পরিচালনায় শিলিগুড়ির নাট্যরঙ্গের ‘নাগরিক’ পরিবেশিত হয়। গিরিশ কারনাডের রচনা ভিত্তি করে অবন্তী চক্রবর্তীর নির্দেশনায় নাগমণ্ডল অভিনীত হয় দ্বিতীয় দিন। অপান্নার ভূমিকায় অনির্বাণ এবং রানির চরিত্রে তৃণা প্রশংসা পেয়েছে। বালুরঘাটের ত্রিতীর্থ নাট্যমেলায় অগ্নিশুদ্ধি মঞ্চস্থ করেন। হরিমাধব মুখোপাধ্যায়ের নির্দেশনা আপ্লুত করে দর্শকদের। মানিকতলার স্পন্দনের নাটকে উঠে এল ধর্ষণের প্রসঙ্গ। ‘রেপ পার্টিকাল’ নাটকে ধর্ষণ শব্দ কী ভাবে সমাজ জীবনকে কলুষিত করছে তা তুলে ধরা হয়। চন্দন সেনের নির্দেশনায়, হযবরল নাটকে ভাম চরিত্রে সুভাষ মৈত্রের অভিনয় নিয়ে নাটক শেষের পরে দর্শকরা আলোচনা করেছেন। কলকাতার নাট্যগোষ্ঠী জোনাকি মঞ্চকে মাতিয়ে রাখে ষষ্ঠ দিন। শেষ দিনে রংরূপের প্রয়োজনায় ‘নীল রঙের ঘোড়া’ অভিনীত হয়। প্রবীণ ব্যক্তিত্ব রূপক চৌধুরী, শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, অজয় বন্দ্যোপাধ্যায়, দিলীপ রায়কে বিনায়ক দেব পুরস্কার পান।

• আজ শনিবার উত্তরবঙ্গ নাট্যজগতের উদ্যোগে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে গুণিজন সংবর্ধনা ও সম্মান প্রদান।

• জলপাইগুড়ির সাংস্কৃতিক মঞ্চে ‘মুদ্রা’ নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র এক সন্ধ্যা আয়োজন করেছিল। পরিবেশিত হল শিশুশিল্পীদের সমবেত নৃত্য, একক নৃত্যানুষ্ঠান এবং সঙ্গীতানুষ্ঠান। দেখা গেল নৃত্যমালা ‘ঝর্নাগতির পথ’। সঙ্গে ছিল কলকাতার ‘ভবানীপুর আনন্দম’-এর শ্রুতিনাটক ‘সাহিত্যে মেয়েজীবন’। শেখর করের সঙ্গীত পরিচালনা, পারমিতা কর বিশ্বাসের নৃত্য নির্দেশনা, সুজিত সাহার আলোকসম্পাত এবং অসিত নন্দীর শব্দ সঞ্চালনার সার্থক মেলবন্ধন দর্শকদের মনোজ্ঞ সন্ধ্যা উপহার দিল।

• ‘রোদ্দুরের দিনে যাদের সঙ্গে পিচ গলা পথে হেঁটেছি, বৃষ্টিতে তাদের নিয়ে নৌকায় ভাসিনি...’ এমন নানা অনুভূতি তুলে ধরার চেষ্টা করেছেন টিপলু বসু, কবিতার বই ‘ভাল নেই ভোরবেলা’য়। তিনি অর্থনীতি নিয়ে স্নাতকোত্তর করে এখন আইন নিয়ে পড়ছেন বর্তমানে জীবন বিমার কর্মী। সেই সঙ্গে ট্রেকিং, সাংবাদিকতা, ছবি তোলার সঙ্গে যুক্ত থাকলেও টিপলুর নিজস্ব দুনিয়া কবিতাকে ঘিরে।

• ১১ বছর বয়সে বাংলাদেশ ছেড়ে এসেছিলেন। কয়েক বছর আগে মাটির টানে দেশে যান। যাতায়াতের অভিজ্ঞতা, নানা স্মৃতি ও বর্তমানের মিশেলটা কেমন তা ব্লগে লেখেন। দু’বছর পরে তিনি বিষয়টি ভুলে যান। সম্প্রতি লেখাটি আর এক ব্লগে ফের প্রকাশিত হয়। তা নিয়ে প্রকাশিত হয়েছে ‘আঁতুড়ঘর’ বইটি। লেখক রাজা সরকার কলকাতায় থাকেন।

• শিলিগুড়ি চম্পাসারির প্রযোজনা সংস্থার তৃতীয় বর্ষের অনুষ্ঠান হয়ে গেল। ২৫ জানুয়ারি চম্পাসারির শ্রীগুরু বিদ্যামন্দিরে। সংস্থাটির পক্ষে সমীরচন্দ্র হোড় জানান, তাঁরা প্রযোজনা সহ অভিনয়ের প্রশিক্ষণও দেন। প্লে ব্যাক গানের তালিম দেওয়া শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন।

• বালুরঘাট নাট্যমন্দিরের ১০৫ বর্ষ পূর্তি হল সংস্থার নিজস্ব প্রেক্ষাগৃহেই। ৫ প্রবীণ নাট্যকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়। সংস্থা প্রযোজিত রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি নজর কাড়ে। সৌমিত্র বসুর নির্দেশনায় হাওড়া শিল্পী সংঘের অগ্নিকিশোরও প্রশংসা কুড়িয়েছে।

• আকাশবাণী সঙ্গীত প্রতিযোগিতায় তিন বার পদক জিতল জলপাইগুড়ির পশ্চিম কংগ্রেসপাড়ার বাসিন্দা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বোটানির দ্বিতীয় বর্ষর ছাত্রী দ্বীপান্বিত দেবনাথ। ও বছর ঠুংরি, দাদরা, টপ্পা বিভাগে প্রথম হয়ে সোনা জিতেছে দীপান্বিতা।

• ফেব্রুয়ারি মাসের তিন দিন ধরে বালুরঘাটে শু্যটিং হয়ে গেল একটি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্রের। ‘দ্যাখ কেমন লাগে’। সিনেমার পরিচালক বিদীপ লাহিড়ির জন্ম বালুরঘাটে। তাতে অভিনয়ের সুযোগও পান স্থানীয়রা।

• শিলিগুড়ির মিত্র সম্মিলনীর সুরেন্দ্র মঞ্চে ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হল পদম ড্যান্স অ্যাকাডেমির ‘নৃত্য সন্ধ্যা। সংস্থা অধ্যক্ষা ইন্দ্রানী সাহার ধামার তালে কত্থক নৃত্য দর্শকদের মুগ্ধ করেছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.