তিপ্পান্নর মারাদোনা বাতিল আর্জেন্তিনায়
ডি গিয়া-বান্ধবীর মাখামাখিতে ‘ঈশ্বরের’ ঈর্ষা
মেজাজ হারালে তিনি কী করতে পারেন, বহু গোলকিপার বা ডিফেন্ডার মাঠে টের পেয়েছেন বারবার। বিশ্বকাপে ফুটবল দুনিয়াকে তিনি দেখিয়েছেন, ‘ঈশ্বরের হাত’ কাকে বলে। এ বার ‘ঈশ্বরের’ ঈর্ষাও দেখিয়ে দিলেন তিনি দিয়েগো মারাদোনা।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের গোলকিপার ডেভিড ডি গিয়ার সঙ্গে তাঁর হবু স্ত্রী রোকিয়া অলিভার বেশি মাখামাখি থেকেই অশান্তির সূত্রপাত। আজের্ন্তিনার মিডিয়া জানাচ্ছে, দিন ক’য়েক আগেই দুবাইয়ে ছুটি কাটাতে এসেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টিম। সেখানে ডেভিড মোয়েসের টিমের প্র্যাকটিসেও এসেছিলেন দিয়েগো। দুবাইয়েই মারাদোনা ও তাঁর বান্ধবীর সঙ্গে দেখা হয় ডি গিয়ার। সমবয়সি স্প্যানিশ গোলকিপারের সঙ্গে ২৩ বছরের রোকিয়া দেখা হওয়ার পরই নাকি আরও আলাপ জমাতে নিজের সোশ্যাল নেটওয়ার্কের খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করেন ডি গিয়াকে। তাতেই বাগদত্তা একটু বেশি মাখামাখি করছে ভেবে চটে যান মারাদোনা।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক এমনও দাবি করেছেন যে, অলিভার সঙ্গে মারাদোনার ঝগড়া এতটাই হয় যে ব্যাপারটা হাতাহাতি পর্যন্ত চলে গিয়েছিল। যে ঝামেলার জের নাকি টানা দু’দিন চলে। তবে এখন পরিস্থিতি আগের চেয়ে ভাল বলে দাবি সেই সাংবাদিকের।
তার আগে আর্জেন্তিনার টিভিতে ব্যাপারটা ফলাও করে দেখানো হয়ে গিয়েছে। এক টক শো-এর সঞ্চালক তো বলেই দেন, “বিশ্রী ব্যাপার। দিয়েগো ঈর্ষায় পুরো বিস্ফোরণ ঘটিয়ে ছাড়েন। পাঁচ দিন আগে অনন্তকাল প্রেমের আশ্বাস দেওয়ার পরপরই এত বড় একটা কেলেঙ্কারি!”
দুবাইয়ের প্র্যাকটিসে মারাদোনার সঙ্গে নিজের ছবি টুইটারে পোস্ট করে ডি গিয়া লিখেছিলেন, “সেরা দশ নম্বরের সঙ্গে দেখা করে দারুণ লাগছে।” স্প্যানিশ পপ তারকা এদুরনে গার্সিয়া আলমাগ্রোর ‘বয়ফ্রেন্ড’ ডি গিয়া আবার গোটা ঘটনায় তাঁর নাম জড়িয়েছে দেখে আশ্চর্য হয়ে গিয়েছেন। তাঁর মুখপাত্র জানিয়েছেন, “মিসেস মারাদোনার সঙ্গে ডেভিড কখনওই দেখা করেনি, তাঁর কথা শোনেওনি।” মারাদোনার আইনজীবীরা আবার ব্যাপারটা হাল্কা করার জন্য দাবি করেছেন, “তিন জনের মধ্যে কোনও সমস্যা নেই।”

মারাদোনার সঙ্গে সেই রোকিয়া।
যাঁকে এখন আগলে রাখেন কিংবদন্তি।

ডি গিয়া।
যাঁকে নিয়ে ঝামেলা।
বান্ধবী নিয়ে বিতর্কের মধ্যেই ক্লাব ফুটবলে মারাদোনার প্রত্যাবর্তন আপাতত আটকে গেল। ৫৩ বছরের কিংবদন্তি তাঁর আইনজীবী বন্ধুর ক্লাব দিপোর্তিভো রিয়েস্ত্রার হয়ে ফের মাঠে নামতে চাইছিলেন। আর্জেন্তিনার ঘরোয়া ফুটবলে পঞ্চম ডিভিশনে খেলে ক্লাবটি। আর্জেন্তিনা ফেডারেশন অনুমতি দিলে ২৩ মার্চ ‘অভিষেক’ হতে পারত মারাদোনার। যদিও জল্পনা উড়িয়ে রিয়েস্ত্রা প্রেসিডেন্ট গুস্তাভো ভারেলা বলে দিয়েছেন, “প্লেয়ার বা কোচ হিসেবে দিয়েগোর এখানে আসার সম্ভাবনা নেই। একমাত্র পরামর্শদাতা হিসেবে ভাবা হতে পারে ওকে।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.