বিদায় লোকসভা, মনমোহনের পাশে স্ত্রীও
প্রধানমন্ত্রী হিসেবে এটাই যে তাঁর শেষ মেয়াদ, দেড় মাস আগেই তা ঘোষণা করে দিয়েছিলেন মনমোহন সিংহ। তার আগে আজ লোকসভা থেকেও চিরতরে বিদায় নিলেন তিনি। সংসদের নিম্নকক্ষ থেকে তাঁর এই বিদায়ের সাক্ষী থাকলেন স্ত্রী গুরশরণ কৌরও। ইউপিএ শাসনের গত দশ বছরে সম্ভবত এই প্রথম বার লোকসভার দর্শকাসনে দেখা গেল মনমোহন-পত্নীকে।
সংসদের চলতি অধিবেশন আজ মুলতবি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কার্যত ইতি হয়ে গেল পঞ্চদশ লোকসভার। প্রধানমন্ত্রী মনমোহন সিংহ রাজ্যসভার সদস্য। সেখানে তাঁর সদস্যপদ আরও চার বছর থাকবে। কিন্তু তিনি যে হেতু লোকসভা ভোটে লড়বেন না, বা পরবর্তী কালে কংগ্রেসের সরকার হলেও তার নেতৃত্ব দেবেন না, তাই ষোড়শ লোকসভায় তাঁর প্রবেশের আর কোনও সম্ভাবনা নেই। সে দিক থেকে লোকসভা মুলতবি হওয়ার ঠিক আগে আজ নিম্নকক্ষে তাঁর শেষ বক্তৃতা দিলেন মনমোহন।
প্রধানমন্ত্রীর বক্তৃতার সময় অবশ্য তাঁর স্ত্রী উপস্থিত ছিলেন না। গুরশরণ কৌর লোকসভার স্পিকার গ্যালারিতে এসে বসেছিলেন সকালে। সঙ্গে ছিলেন তাঁর বোন। তবে প্রধানমন্ত্রীর এই বিদায় বক্তৃতার অপেক্ষায় ছিলেন শাসক-বিরোধী দলের বহু সাংসদ।
এমনিতে মনমোহনের আবেগ বা অসন্তোষ কোনওটাই বাইরে থেকে ঠাওর করা যায় না। আজও যায়নি। তাৎক্ষণিক এই বক্তৃতায় আজ উল্লেখযোগ্য কোনও রাজনৈতিক বার্তাও দিতে চাননি প্রধানমন্ত্রী। তবে বলেন, “আলোচনার মাধ্যমে দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভারতীয় সংসদের অসীম শক্তি রয়েছে। আর তার নমুনা দেখা গিয়েছে গত কালই। দীর্ঘ ষাট বছর ধরে নানা টানাপোড়েনের শেষে তেলঙ্গানা বিল পাশ হয়েছে সংসদে। খাদ্য সুরক্ষা বিল পাশ হয়েছে। সেই সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে পঞ্চদশ লোকসভায়।” তাঁর কথায়, সংসদের এই অধিবেশন শেষ হতেই ভোটের ময়দানে অবতীর্ণ হবে সব দল। সরকারের সাফল্য-দুর্বলতা বিচার করে ভোট দেবেন মানুষ। তাঁর আশা, চূড়ান্ত ফলাফলেও এই সামগ্রিক সর্বসম্মতির প্রতিফলন থাকবে।
লোকসভা ইতি হওয়ার আগে সাধারণত সভার নেতাই বক্তৃতা করেন। মনমোহন রাজ্যসভার সদস্য, লোকসভার নেতা স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে। পঞ্চদশ লোকসভার পর্দা পড়ার আগে শিন্দেও বক্তৃতা দেন। মহারাষ্ট্রের দলিত নেতা তিনি। লোকসভার লড়াইয়ে যাওয়ার আগে কৌশলে সেই আবেগটা আর এক উস্কে দিতে চান শিন্দে। কিন্তু বিদায়-বক্তৃতা দেন প্রধানমন্ত্রীও।
তাঁর ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, বিদায়বেলায় মনমোহন যে খুব খুশি তা নয়। বরং গত দশ বছর কেন্দ্রে প্রধানমন্ত্রী পদে থাকার পরেও অনেক বিষয়েই তাঁর আক্ষেপ রয়ে গিয়েছে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে আরও সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্য ছিল তাঁর। সেই সঙ্গে কাশ্মীর সমস্যার সমাধানে কয়েক ধাপ এগোনোর অভিপ্রায়ও ছিল। সেই সব বিষয় অধরাই থেকে গেল। রাখা গেল না বাংলাদেশকে দেওয়া তিস্তা চুক্তি ও স্থলসীমা চুক্তির প্রতিশ্রুতিও।
প্রধানমন্ত্রী হওয়ার আগে রাজ্যসভার নেতা ছিলেন মনমোহন। সংসদের অলিন্দে আর পাঁচ জন সাধারণ সাংসদের মতোই তাঁকে বিচরণ করতে দেখা যেত। লোকসভা ভোটের পর সম্ভবত সেই পুরনো ভূমিকাতেই ফিরে যাবেন মনমোহন। যদিও মনমোহন বা তাঁর স্ত্রী, কেউই তাঁদের পরবর্তী পরিকল্পনা নিয়ে আজ কিছুই বলেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গুরশরণ শুধু বলেন, “দশ বছর অনেকটা সময়। অনেক রকম অভিজ্ঞতাই হল।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.