কুকুরের দাবি
সংবাদ সংস্থা • টেক্সাস
২০ ফেব্রুয়ারি |
আর কিছু দিনের মধ্যেই শূন্য হতে চলেছে টেক্সাসের আর্ভিং শহরের মেয়র পদ। ওই পদের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছেন অনেকেই। তাঁদের মধ্যে আছে ডিলান ওয়েস্টিও। কারণ ডিলান আসলে ওয়েস্ট হাইল্যান্ড টেরিয়ার প্রজাতির কুকুর। তবে, ডিলান নাগরিক নয়, এই যুক্তিতে খারিজ হয়েছে তার মনোনয়নপত্র।
|
নোবেলজয়ী দার্শনিক বার্ট্রান্ড রাসেলের লেখা একটি চিঠি উদ্ধার হল মার্কিন সংগ্রহশালা থেকে। ১৯৩৭ সালে ব্রিটিশ সমালোচক গডফ্রে কার্টারকে লেখা চিঠিটিতে তিনি জানিয়েছেন, নাৎসি বাহিনী ইংল্যান্ড দখল করতে চাইলেও, হিটলারের সঙ্গে মৈত্রীর সম্পর্ক বজায় রাখা উচিত ছিল ব্রিটেনের। রাসেলের বক্তব্য, “জার্মানরা যদি ব্রিটেনে আগ্রাসী সেনাবাহিনী পাঠায়, তাহলে
ব্রিটেনের উচিত তাদের সঙ্গে বন্ধুসুলভ ব্যবহার করা, তাদের থাকতে দেওয়া, প্রধানমন্ত্রীর সঙ্গে রাতের খাবার খাওয়ার জন্য তাদের সেনা প্রধানকে নিমন্ত্রণ করা। এ রকম ব্যবহার দিয়েই ওদের নিয়ন্ত্রণ করা যেত।” সংগ্রহশালা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বুধবার একটি নিলাম থেকে প্রায় আড়াই লক্ষ টাকা দিয়ে চিঠিটি কিনেছেন তাঁরা।
|
সমকামীদের সংগঠন গড়তে দিল না চিন সরকার। সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন চ্যাংশার বাসিন্দা শিয়াং শিয়াওহান। সমকামীদের নিজস্ব সংগঠন তৈরির জন্য আবেদন জানান শিয়াং। কিন্তু সরকারের বক্তব্য, সমকামিতা দেশের সংস্কার ও অগ্রগতির পরিপন্থী। তাই তা গ্রহণযোগ্য নয়।
|
পাক সেনাবাহিনীর কপ্টার হানায় নিহত হল কমপক্ষে ৪০ জন জঙ্গি। বৃহস্পতিবার উত্তর ওয়াজিরিস্তান এবং খাইবার উপজাতি এলাকায় জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে কপ্টার থেকে বোমাবর্ষণ করে সেনা।
|
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের লাহৌরের বাড়ির কাছ থেকে সন্দেহভাজন এক তালিবান জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ। বুধবার ধৃত ওই জঙ্গির নাম সাজিদ মুস্তাক। তার কাছ থেকে গ্রেনেড, বুলেট-সহ একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে। |