তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে খানকুলের রঘুনাথপুর পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ লায়েককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার দুপুরে তিনি স্কুলের টিফিনের সময়ে রঘুনাথপুরের বাসিন্দা ওই ছাত্রীকে যৌন হেনস্থা করেন বলে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতেই শনিবার বিশ্বনাথবাবুকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিশ্বনাথবাবু। তাঁর দাবি, “ওই দিন ছাত্রীটি টিফিনের সময়ে পেটে যন্ত্রণা হচ্ছে বলে বাড়ি যেতে চাইছিল। পেটে কোথায় লাগছে, তা দেখতে চেয়েছিলাম মাত্র। বাড়িও চলে যেতে বলেছিলাম। মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হল আমাকে।”
|
রেণু সরকার হত্যা মামলায় সাক্ষীদের বয়ান পড়ে শোনানোর দিন পিছিয়ে গেল। শনিবার বোলপুর আদালতে ওই শুনানি ছিল। বোলপুরের অতিরিক্ত জেলা জজের পদে সদ্য যোগ দেওয়া সিদ্ধার্থ রায়চৌধুরী আগামী ১৮ মার্চ পরবর্তী শুনানি। সরকারি আইনজীবী তপনকুমার দে বলেন, “ভারতীয় ফৌজদারি কার্যবিধি আইনের ৩১৩ ধারা মোতাবেক ওই শুনানি হবে। সওয়াল জবাবের জন্য ২১ ও ২৪ মার্চ দিন ধার্য করেছেন বিচারক।” |