দূষণ নিয়ন্ত্রণের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর হলদিয়ার শিল্প সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছে বলে দাবি করলেন রাজ্যের পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের লক্ষ্যা ২ পঞ্চায়েতের কালিকাকুণ্ডু গ্রামে বিবেকানন্দ শিশু উদ্যানের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার জন্য আমি, পার্থ চট্টোপাধ্যায় খুব চেষ্টা করেছিলাম। এখন প্রচুর বিনিয়োগ আসছে।” পাশাপাশি কেন্দ্রের ছাড়পত্র না পাওয়ার কারণেই নয়াচরে শিল্প করা যাচ্ছে না বলে অনুযোগ করেন মন্ত্রী। সন্ধ্যায় পার্কের উদ্বোধন করে তিনি বলেন, “মহিষাদলে আরও ১৫টি জায়গায় পরিবেশ বান্ধব পার্ক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। কয়েকটির কাজ শুরু হয়েছে।”
|
বুনো হাতির হামলায় এক বনকর্মী-সহ দু’জনের মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরে। শুক্রবার রাতে সাইকেলে বাড়ি ফেরার পথে নয়াগ্রাম থানার জামশোলা গ্রামে হাতির হামলায় মঙ্গল টুডু (৪৮) নামে এক বনকর্মীর মৃত্যু হয়। শনিবার ভোরে ঝাড়গ্রাম থানার ছোট চুয়াশুলি গ্রামে বুনো হাতির হামলায় হীরেন মাহাতো (৬১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সম্প্রতি কলাইকুণ্ডায় হাতির হানায় নিহত হন এক প্রৌঢ়া। বনকর্মীদের ধারনা, একটি ‘রেসিডেন্সিয়াল’ হাতিই তিনটি ঘটনায় দায়ী।
|
কাজিরাঙায় ফের চোরাশিকারিদের গুলিতে একটি গন্ডারের মৃত্যু হয়েছে। গ্রামবাসীরা জঙ্গলের মধ্যে ওই গন্ডারের খড়্গহীন দেহ দেখতে পেয়ে বনকর্মীদের জানান। |