উত্তর মেরুতে মার্কিন দূত
সংবাদ সংস্থা • ওয়াশিংটন |
প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ উত্তর মেরুতে এ বার বিশেষ দূত পাঠাতে চলেছে আমেরিকা। বিদেশসচিব জন কেরি শুক্রবার এ কথা ঘোষণা করেছেন। মার্কিন প্রশাসন সূত্রে খবর, আগামী বছর ওয়াশিংটনে আট সদস্যের উত্তর মেরু কাউন্সিলের বৈঠক বসতে চলেছে। কিন্তু বৈঠকের আগেই বিশেষ দূত পাঠানোর কথা ভাবছে প্রশাসন। প্রশাসনের এক উচ্চপদস্থ কর্তাই দেশের প্রতিনিধি হিসেবে সেখানে যাবেন বলে প্রশাসন সূত্রে খবর।
|
বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে জামাতে ইসলামির নেতাদের বিচারকে ‘ধর্ম-বিরোধী ষড়যন্ত্র’ বলে বর্ণনা করে প্রতিরোধের ডাক দিল আল কায়দা। জামাতে ইসলামির সঙ্গে আল কায়দার ঘনিষ্ঠতার অভিযোগ বারবার সামনে এসেছে। গোয়েন্দা তথ্য বলছে, আফগানিস্তানে লাদেনের জেহাদে বাংলাদেশ থেকে যোদ্ধা পাঠাতেন জামাত নেতারা। এ বার তথাকথিত ভিডিও-বার্তায় প্রকাশ্যেই জামাত-নেতাদের পাশে দাঁড়ালেন আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি। ইউটিউব-এ পোস্ট করা এই বার্তায় বাংলাদেশ গঠনকে পাক-বিরোধী চক্রান্ত বলে বর্ণনা করেছেন তিনি। শেখ হাসিনা সরকারকে ‘শরিয়ত-বিরোধী ধর্মনিরপেক্ষ’ গালি দিয়ে বলেছেন, ধর্মবিশ্বাসীদের খুন করা হচ্ছে। এর বিরুদ্ধে জেহাদের ডাক দিয়েছেন জাওয়াহিরি।
|
বছর দশেকের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল পাকিস্তানের পঞ্জাব প্রদেশে। শনিবার সকালে লাহৌর থেকে ৬০ কিলোমিটার দূরে ফেরজওয়ালা থেকে উদ্ধার হয় মেয়েটির দেহ। চিকিৎসকেরা জানান, ধর্ষণের পর খুন করা হয়েছে তাকে। নিগৃহীতার পরিচয় জানতে গোটা এলাকায় লাগিয়ে দেওয়া হয়েছে মেয়েটির ছবি। পুলিশের দাবি, মেয়েটির পরিচয় জানা গেলে অভিযুক্তকে শনাক্ত করা সহজ হবে।
|
বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গ খোঁড়ার পরিকল্পনা নিল চিন। ৭৭ মাইল দীর্ঘ এই সুড়ঙ্গটি চিনের পূর্ব উপকূলের সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে বলেই আশা করা হচ্ছে। এর আগে দেশের পূর্ব উপকূলে পৌঁছতে জলপথে প্রায় আট ঘণ্টা সময় লেগে যেত। বছর দুয়েকের মধ্যেই প্রকল্পটিতে হাত দিতে চলেছে চিন।
|
পাকিস্তানের জেলে আত্মহত্যার চেষ্টা করেছে পাক বংশোদ্ভূত ব্রিটিশ জঙ্গি ওমর সইদ শেখ। ২০০০ সালে ছিনতাই হওয়া ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানের যাত্রীদের বিনিময়ে ভারতের জেল থেকে মুক্তি পেয়েছিল ওমর। মার্কিন সাংবাদিক খুনের মামলায় ফাঁসির আসামি ওমর সিন্ধুপ্রদেশের হায়দরাবাদ সেন্ট্রাল জেলে রয়েছে। |