|
|
|
|
চিত্র সংবাদ |
|
বর্ষাকালে বছরের চার মাস কংসাবতীতে জল থাকে। বাকি সময়ে নদীর বেশির ভাগ অংশ শুকিয়ে
যাওয়ায়
জেগে
ওঠে নদীগর্ভের চর।
সেই চরেই হচ্ছে সব্জি চাষ। সব্জির মধ্যে মূলত আলু,
টমেটো,
বেগুন চাষ করা হচ্ছে।
মেদিনীপুরের গাঁধীঘাটে সৌমেশ্বর মণ্ডলের তোলা ছবি।
|
|
শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠের (বালক) সামনে এ ভাবেই পড়ে থাকে নোংরা জল-আবর্জনা।
|
|
শুক্রবার পানাগড়ে মাটি উৎসবের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যের
দু’শোরও বেশি পাকা রাস্তার উদ্বোধন করেন। সেই সূত্রে এগরা ১ ব্লকে নেগুয়া থেকে
কশবাগোলা ও এগরা ২ ব্লকে পানিপারুল থেকে কশবাগোলা রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন এগরা ১ ব্লকের বিডিও গৌতম সান্যাল, এগরা ২ ব্লকের বিডিও মৃন্ময় মণ্ডল
এবং দুই ব্লকের সভাপতিরা এবং কর্মাধ্যক্ষরা। ছবি: কৌশিক মিশ্র। |
|
|
|
|
|