রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা প্রয়াত
নিজস্ব সংবাদদাতা • ঢাকা
৯ ফেব্রুয়ারি |
যুদ্ধাপরাধের মামলা চলছিল। জেলেই ছিলেন একাত্তরে পাকিস্তানের সহযোগী হিসেবে খুনে রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা এ কে এস ইউসুফ (৮৭)। রায় ঘোষণার আগেই রবিবার মারা গেলেন জামাতে ইসলামির এই শীর্ষ নেতা। স্বাধীনতা যুদ্ধের সময়ে সশস্ত্র রাজাকার বাহিনীর হাতে খুন হয়েছিলেন হাজার হাজার সাধারণ মুক্তিকামী মানুষ। সম্ভ্রম হারিয়েছিলেন অসংখ্য নারী। ইউসুফের বিরুদ্ধে অন্তত ৭০০টি খুনের অভিযোগ আনা হয়েছিল। শনিবার রাতে জেলে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে ইউসুফ মারা যান। মৃত্যুর আগে ডাক্তারদের সঙ্গে কথাও বলেন তিনি। জেলের নিয়ম অনুযায়ী তাঁর দেহের ময়নাতদন্ত করার কথা থাকলেও তা যাতে না-করা হয়, সে জন্য আদালতে আবেদন করেছিলেন ইউসুফের আত্মীয়রা। তাঁদের যুক্তি ছিল, বয়সের কারণে স্বাভাবিক মৃত্যুই রয়েছে তাঁর। কিন্তু আদালত সে আবেদন খারিজ করে দিয়েছে। |
রাষ্ট্রপুঞ্জের ত্রাণবাহী কনভয়ে ফের হামলা হল সিরিয়ার বিদ্রোহী-অধ্যুষিত হোমস জেলায়। ওই এলাকার আড়াই হাজার মানুষের জন্য খাবার আর ওষুধ নিয়ে আসছিল কনভয়টি। শহরে আটক ওই সব মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল রাষ্ট্রপুঞ্জের। কিন্তু কনভয় লক্ষ্য করে ছুটে আসে মর্টার। কনভয়ের ট্রাকে গুলিও লাগে, আহত হন দুই চালক। সিরিয়া প্রশাসন ঘটনার দায় চাপিয়েছে বিদ্রোহীদের উপরেই। কিন্তু বিদ্রোহীদের দাবি, আসাদই এর পিছনে রয়েছেন। দু’সপ্তাহ আগেই জেনিভায় সিরিয়া নিয়ে শান্তি আলোচনার পরে এই ঘটনায় প্রশ্ন উঠেছে সিরিয়ার পরিস্থিতির কি আদৌ পরিবর্তন হবে? |
মহিলারা বলেছিলেন, তাঁকে যে পুরুষ ভোট দেবেন, সেই লোকের বিরুদ্ধেই ‘সেক্স-বয়কট’ করবেন তাঁরা। কিন্তু হুশিয়ারি কাজে দিল না। রবিবার টোকিও-র গভর্নর পদের ভোটে জিতলেন সেই ইউইচি মাসুজো। প্রধানমন্ত্রী শিনজো আবের দল থেকেই লড়ছিলেন তিনি। ১৯৮৯ সালে তিনি বলেছিলেন, মেয়েরা ঋতুস্রাবের সময় সরকারি কাজের জন্য বা গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার যোগ্য থাকেন না। সেই মন্তব্যের জবাব দিতেই মহিলারা এ হেন বয়কট ডেকেছিলেন। বেশ ভয়ও পেয়ে গিয়েছিলেন বছর ৬৫-র মাসুজো। কিন্তু এ দিন সব বাধা-বিপত্তি-ভয়কে জয় করলেন তিনি। |
তুষারপাতে ব্যাপক ভাবে বিপর্যস্ত টোকিও। বরফে গা ঢেকে গিয়েছে জাপানের অন্য শহরগুলোরও। কিন্তু রাজধানীর অবস্থা সব চেয়ে খারাপ। জাপান প্রশাসন সূত্রে খবর, এর জেরে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন হাজারের বেশি মানুষ। জখমও বহু। বেশির ভাগই পথদুর্ঘটনায় আহত। গাড়ির চাকা পিছলে গিয়ে যেমন মারা গিয়েছেন বছর পঞ্চাশের এক ব্যক্তি। বিশেষজ্ঞরা বলছেন গত ৪৫ বছরে এ পরিমাণ তুষারপাত দেখেনি টোকিও। প্রায় ১ ফুটের কাছাকাছি পুরু বরফে ঢেকেছে রাজপথ। |
হোটেলে আগুন লেগে পশ্চিম সৌদি আরবের মদিনায় মৃত্যু হল ১৫ জন পুণ্যার্থীর। সে দেশের পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে আগুন লাগার ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে পাঁচ জন মিশরীয়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি এখনও। |