টুকরো খবর
সিপিএম নেতাকে মারধর বাগনানে
মুখ্যমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করায় এক সিপিএম নেতাকে মারধর করে তাঁকেই গ্রেফতার করানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের দেউলটিতে। ভাস্কর রায় নামের ওই প্রহৃত ওই নেতা সিপিএমের জোনাল কমিটির সদস্য। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, দলের কর্মীরা নয়, এলাকার বাসিন্দারা তাঁর উপর চড়াও হয়েছিলেন। শনিবার ওই সিপিএম নেতাকে উলুবেড়িয়া আদালতে তোলা হলে তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়। বামফ্রন্টের রবিবারের ব্রিগেড সমাবেশ উপলক্ষে শুক্রবার রাতে দেউলটির স্টেশন সংলগ্ন বাজারে একটি প্রচার সভার আয়োজন করে সিপিএম। সেখানেই বক্তৃতা দিচ্ছিলেন ভাস্করবাবু। সিপিএমের অভিযোগ, বক্তৃতা চলাকালীন তৃণমূল কর্মী-সমর্থকরা হামলা চালায়। বেধড়ক মারধর করা হয় ভাস্করবাবুকে। এর পরে তৃণমূলের ওই কর্মী-সমর্থকরাই তাঁকে বাগনান থানায় ধরে নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে উত্তেজক বক্তৃতা দেওয়ার অভিযোগ দায়ের করে গ্রেফতার করানো হয়। সিপিএমের হাওড়া জেলা সম্পাদক বিপ্লব মজুমদারের দাবি, “ব্রিগেডে আমাদের কর্মী-সমর্থকরা যাতে যোগ দিতে না পারেন, সে জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল হামলা চালাচ্ছে। মিথ্যা অভিযোগ দায়ের করছে। বাগনানের ঘটনাটি তেমনই।” তাঁর অভিযোগ, “আমাদের কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ জানাতে থানায় গিয়েছিলেন। কিন্তু তৃণমূল কর্মীরা থানা ঘিরে রাখায় তাঁরা ঢুকতে পারেননি।” হাওড়ার গ্রামীণ জেলা তৃণমূল সভাপতি পুলক রায়ের পাল্টা দাবি, “ভাস্করবাবু বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করছিলেন। স্থানীয়রা এতে ক্ষিপ্ত হয়ে তাঁর উপরে চড়াও হন। আমাদের দলের লোকেরা তাঁকে উদ্ধার করেন। পরে তাঁরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্যের জন্য থানায় অভিযোগ করেন।” ভাস্করবাবু অবশ্য অশালীন মন্তব্যের অভিযোগ অস্বীকার করেছেন।

প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টার নালিশ, ধৃত
মানসিক প্রতিবন্ধী এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্বপন মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বসিরহাটের বদরতলার ঘটনা। ধৃতের দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে বসিরহাট জেলা হাসপাতালে মহিলাকে ভর্তি করানো হয়। তাঁর বাড়িতে পুলিশ পিকেট বসানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় নিজের বাড়িতে একা ছিলেন বছর তিরিশের ওই মহিলা। সেই সুযোগে স্থানীয় বাসিন্দা স্বপন তাঁর মুখ চেপে পাশের একটি ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। মহিলার চিৎকারে লোকজন ছুটে এলে স্বপন পালায়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ভাই বাড়ি ফিরলে তাঁকে সব বলে মেয়েটি। সে স্বপনকে খুঁজতে বেরোয়। সাড়ে ৭টা নাগাদ বদরতলায় হাসপাতালের কাছে মদ্যপ অবস্থায় স্বপনকে দেখতে পান নির্যাতিতার বাড়ির লোকজন। তাকে হাতেনাতে ধরে থানায় নিয়ে যাওয়া হয়। বসিরহাট থানার আইসি প্রসেনজিৎ দাস জানান, আদতে কলকাতার বাসিন্দা স্বপন বিয়ে করে বদরতলায় থাকত। তাঁর একটি সন্তানও আছে। গত কয়েক মাস আগে স্বপনের স্ত্রী অন্যত্র চলে যান। তারপর থেকে বেশিরভাগ সময়ে মদের নেশায় বুঁদ খেয়ে থাকত সে।

ছিনতাই ঘিরে উত্তেজনা
এক মহিলার হার ছিনতাইকে কেন্দ্র করে উত্তজনা ছড়ায় লিলুয়া স্টেশনে। শনিবার রাত ন’টা নাগাদ তারকেশ্বর লোকালে এক মহিলার হার ছিনতাই হয় বলে অভিযোগ। যাত্রীদের দাবি, হারটিকে রক্ষা করতে গিয়ে মহিলার ব্যাগও পড়ে যায়। এই ঘটনার পরে ট্রেনের চেন টানলেও ট্রেন থামে না বলে ক্ষুব্ধ যাত্রীরা জানান। রেল সূত্রে খবর, এই ঘটনার জেরে লিলুয়া স্টেশনে ট্রেন ঢুকলে যাত্রীরা লাইনে নেমে প্রায় চল্লিশ মিনিট ট্রেন আটকে রাখেন। ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, অবরোধ হটাতে পুলিশ লাঠি চার্জও করে।

নকল মূর্তি বিক্রি, ধৃত দুই যুবক
পিতলের বুদ্ধমূর্তিকে সোনার বলে বিক্রির অভিযোগে ২ জনকে ধরল পুলিশ। শুক্রবার রাতে ক্যানিংয়ের জীবনতলায় ধৃত বিপ্লব সর্দার ও হাবিব সর্দারের বাড়ি পলতাপাড়া ও সস্তাখালিতে। তবে মূর্তিটি উদ্ধার হয়নি। ধৃতদের আলিপুর আদালতে হাজির করানো হলে ৮ দিনের পুলিশি হেফাজত হয়। বিপ্লব এবং হাবিব হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা রতন ঘোষকে কয়েক দিন আগে ফোনে জানায়, তাদের কাছে এক ফুট লম্বা সোনার বুদ্ধমূর্তি আছে। প্রথমে ২২ লক্ষ টাকা দাম চাইলেও পরে দরাদরি করে দাম দাঁড়ায় ৪ লক্ষ টাকা। গত বুধবার রতনবাবু জীবনতলায় এসে নকল বুদ্ধমূর্তিটি কেনেন। সন্দেহের কথা বললে তাঁকে বিপ্লবরা মারধর করে মূর্তি ও টাকা নিয়ে পালায়। এরপরেই পুলিশের দ্বারস্থ হন রতনবাবু।

টাকা নিয়ে চম্পট
দিনে দুপুরে কেপমারি করে টাকা নিয়ে চম্পট দিল একদল দুষ্কৃতী। শনিবার, চম্পাহাটিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, স্কুলশিক্ষক দিলীপ দাস চম্পাহাটির একটি রাষ্ট্রীয় ব্যাঙ্কে টাকা তুলতে এসেছিলেন। ৪০ হাজার টাকা নিয়ে টাকার ব্যাগ সাইকেলের হাতলে ঝুলিয়ে তিনি রওনা হতে যাচ্ছিলেন। দিলীপবাবুর অভিযোগ, পিছন থেকে কেউ বলে ওঠেন তাঁর টাকা পড়ে গিয়েছে। ঘাড় ঘুরিয়ে সে দিকেই তাকাতেই টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালায় এক যুবক। বিকেলে তিনি চম্পাহাটি ফাঁড়িতে ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন।

ধৃত আরও এক
স্বরূপনগরের কিশোরীকে গণধর্ষণের অভিযোগে বাপ্পা সর্দার নামে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। গত রবিবার জাহাঙ্গির সর্দার নামে এক যুবক মেয়েটিকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। জাহাঙ্গিরের সঙ্গে মেয়েটির কিছু দিন আগে ঘনিষ্ঠতা তৈরি হয়। মেয়েটির দাবি, জাহাঙ্গির তাকে বলেছিল, মায়ের সঙ্গে পরিচয় করাবে। অভিযোগ, ওই অছিলায় মেয়েটিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে জাহাঙ্গির ও তার কয়েক জন সঙ্গী। অভিযুক্ত জাহাঙ্গির ও মনিরুল গাজিকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। শনিবার বাপ্পাও ধরা পড়ে। মাফিজুল গাজি নামে আর এক অভিযুক্ত এখনও অধরা।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.