আগরপাড়া ও টিটাগড়ে ট্রেন অবরোধ নিত্যযাত্রীদের
নিজস্ব সংবাদদাতা |
শনিবার সকালে আগরপাড়া ও টিটাগড়ে ট্রেন অবরোধের জেরে চূড়ান্ত ভোগান্তি পোহাতে হল নিত্যযাত্রীদের। প্রায় দু’ঘণ্টা এই অবরোধ চলে। রেল সূত্রে খবর, এ দিন সকাল সাড়ে সাতটা থেকে সওয়া আটটা অবধি টিটাগড়ে অবরোধ করেন যাত্রীরা। অন্য দিকে আগরপাড়ায় সকাল সাড়ে আটটা নাগাদ অবরোধ শুরু হয়, চলে সওয়া ন’টা পর্যন্ত। ফলে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন। রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র জানিয়েছেন, সঠিক সময়ে ট্রেন না আসার অভিযোগে এ দিন সকালে নিত্যযাত্রীরাই এই অবরোধ শুরু করেন।
যাত্রীদের অভিযোগ, অনিয়মিত ট্রেন চলাচলের কারণে প্রায়ই তাঁদের দুর্ভোগে পড়তে হয়। এই বিষয়টি নিয়ে বহু বার রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও কোনও লাভ হয়নি। অবরোধের জেরে এ দিন সকাল থেকেই শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। রেল সূত্রে জানা গিয়েছে, অবরোধ ওঠার পরে বিভিন্ন স্টেশন থেকে লোকাল ও দূরপাল্লার ট্রেনগুলিকে ধীরে ধীরে গন্তব্যের দিকে রওয়ানা করানো হয়েছে। তবে দুপুরের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেই জানিয়েছেন রেলের আধিকারিকেরা।
|
অকল্যান্ডে পাল্টা প্রত্যাঘাত ভারতের
সংবাদ সংস্থা |
শামি-জাহির-ইশান্তের হাত ধরে অকল্যান্ড টেস্টে অবশেষে ঘুরে দাঁড়াল ভারত। ভারতীয় পেস ব্যাটারির সামনে মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ৪০৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে ভারত ৮৭/১। |
অথচ দিনের শুরুটা সিরিজের অন্য দিনের মত ‘পরিচিত’ ঢঙেই শুরু করেছিল ভারত। প্রথম ইনিংসের স্কোরের সঙ্গে ৮ রান যোগ করেই আউট হন অপরাজিত দুই ব্যাটসম্যান রোহিত শর্মা ও আজিঙ্ক রাহানে। ২০২ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। ভারত ইনিংস হার বাঁচাতে পারবে কি না সেই আলোচনা যখন তুঙ্গে তখনই সবাইকে অবাক করে ফলো অন না করানোর সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম। কিন্তু এই সিদ্ধান্তই বুমেরাং হয়ে যায়। মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় কিউয়ি বাহিনী। রস টেলর(৪১) বাদে রান পাননি কেউই। জবাবে ব্যাট করতে নেমে ইতিবাচক ভঙ্গিতেই শুরু করেন ধবন ও বিজয়। ওভার পিছু প্রায় পাঁচ রানের গড় রাখছিলেন ভারতীয় ওপেনাররা। সাউদির বলে বিজয় আউট হলেও মেজাজে ব্যাট করতে থাকেন ধবন। দিনের শেষে তিনি ৪৯ রানে ও পূজারা ২২ রানে অপরাজিত আছেন। জিততে গেলে এখনও ৩২০ রানের প্রয়োজন, হাতে ন’উইকেট ও দু’দিন। রবিবাসরীয় অকল্যান্ডে ধোনি-বাহিনী কী করে তা ই এখন দেখার। |