বিশ্বযুদ্ধের সমকালীন বোমা নিয়ে চাঞ্চল্য |
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা ফেটে যাওয়ার ভয়ে খালি করা হল হংকং-এর একটি এলাকা। পুলিশ জানিয়েছে, হংকং-এর হোটেল কসমোপলিটানের কাছে অন্য একটি হোটেল তৈরির কাজ চলছে। সেখানেই গর্ত খুঁড়তে গিয়ে একটি বস্তুর খোঁজ পান নির্মাণকর্মীরা। পরীক্ষা করে পুলিশের মনে হয় সেটি বিশ্বযুদ্ধের সময়কালীন মার্কিন নৌসেনার বোমা। সন্দেহজনক বস্তুটির কাছ থেকে ৫০০ মিটার দূর পর্যন্ত এলাকা ফাঁকা করে ফেলে পুলিশ। এসে যায় দমকল, অ্যাম্বুল্যান্সও। পরে ওই বস্তুটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অনেক সময়েই ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই ধরনের বোমা বা বিস্ফোরকের খোঁজ পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, এগুলি বিশ্বযুদ্ধের সময়ে বোমাবর্ষণের স্মারক। অনেক বোমাই তখন ফাটেনি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ভয়াবহ সময়ের স্মৃতিচিহ্ন হতে রয়ে গিয়েছে।
|
ফের এক ভারতীয় বংশোদ্ভূতকে দোষী সাব্যস্ত করায় সফল হলেন প্রীত ভারারা। মার্কিন ফেডারেল সরকারের এই কৌঁসুলি ৭৮ জনের দোষ প্রমাণ করতে পেরেছেন। তাঁদের মধ্যে রয়েছেন আমেরিকার ভারতীয় সম্প্রদায়ের বেশ কয়েক জন। যেমন, শিল্প জগতের ব্যক্তিত্ব রজত গুপ্ত। ভারারা নিজেও ভারতীয় বংশোদ্ভূত। সম্প্রতি ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের মামলাতেও সরকারি কৌঁসুলি ছিলেন তিনি। এ বার ম্যাথু মারটোমা নামে এক ভারতীয় বংশোদ্ভূত শেয়ার দালালের শাস্তির ব্যবস্থা করলেন ভারারা।
|
অস্ট্রেলিয়ায় এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল ২৯ বছর বয়সি ভারতীয় জ্যোতিষীর বিরুদ্ধে। মেলবোর্ন শহরতলির ডান্ডেনং এলাকার ঘটনা। পুলিশের অভিযোগ, ‘অভিশাপ’ থেকে মুক্ত করার নাম করে মহিলাকে ধর্ষণ করেন বেঙ্কটেশ কোড়ানডাপ্পা নামের ওই জ্যোতিষী। শুক্রবার কোড়ানডাপ্পাকে মেলবোর্ন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়।
|