টুকরো খবর
দূষণ রুখতে দিনে শোভাযাত্রা
দূষণ রুখতে দিনের বেলাতেই সরস্বতী পুজোর শোভাযাত্রা বের করল কালনার ধ্রুব সমিতি। বৃহস্পতিবার দুপুরে আদিবাসী নৃত্য, জীবন্ত মডেল, নটী বিনোদিনী পালার দৃশ্য-সহ জমজমাট শোভাযাত্রা বের করে তারা। স্মরণ করা হয় মান্না দে, সুচিত্রা সেন, ঋতুপর্ণ ঘোষের মতো ব্যক্তিত্বকেও। সচিনের বর্ণময় ক্রিকেট জীবনও ছবি, পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয় শোভাযাত্রায়। তবে এই উদ্যোগ নতুন নয়। ক্লাব সদস্যেরা জানান, বেশ কয়েক বছর ধরেই তাঁরা দিনে শোভাযাত্রা বের করেন। এতে জেনারেটরের প্রয়োজন হয় না, দূষণ ছড়ায় না। সঙ্গে বিশৃঙ্খলাও হয় না।

বিপন্ন প্রাণী রাখায় জরিমানা
প্রায় ৩২টি বিপন্ন প্রজাতির পোষ্য রাখার দায়ে ৪১ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা করা হল ওং মিং সিয়াং নামের এক সিঙ্গাপুরবাসীকে। তাঁর কাছে যে প্রাণীগুলি মিলেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল দু’টি ইন্ডিয়ান স্টার টরটয়েজ (এক বিশেষ প্রজাতির কচ্ছপ), তিনটি রেয়ার বল পাইথন, একটি স্লো লরিস, তিনটি কালো লেজওয়ালা প্রেইরি ডগ, দু’টি সইফিন ড্রাগন, পাঁচটি অর্নেট হর্নড ফ্রগ। ওং মিং-য়ের বাড়ি থেকে প্রাণীগুলিকে উদ্ধার করা হয়। অভিযোগ, বিনা অনুমতিতে অন্য দেশ থেকে এদের সংগ্রহ করে নিজের কাছে রেখেছিলেন ওই ব্যক্তি।

সরস্বতী পুজো শেষ, তবু আসানসোলের ছিন্নমস্তা
পুকুর বোঝাই কাঠামো আর আবর্জনা। ছবি: শৈলেন সরকার।

জাতীয় পরিবেশ সচেতনতা প্রচার উপলক্ষে শালবনি উচ্চ মঞ্জুরী বিদ্যালয়ের নবম,
দশম ও একাদশ শ্রেণির ৪৭ জন ছাত্রীদের নিয়ে বৃহস্পতিবার এক শিক্ষামূলক
ভ্রমণের আয়োজন হয়। তাদের ভাদুতলার জঙ্গলে নিয়ে গিয়ে বিভিন্ন গাছগাছালি
দেখান শিক্ষিকারা। বিভিন্ন গাছের নমুনাও সংগ্রহ করে তারা। ছবি: সৌমেশ্বর মণ্ডল।

খেজুর গাছে মধুর খোঁজে।—নিজস্ব চিত্র।

অস্ট্রেলিয়ার দক্ষিণ তাসমানিয়ার সৈকতে দেখা মিলেছে ৪ ফুট ১১ ইঞ্চির
এই জেলিফিশটির। বিজ্ঞানীরা বলছেন নয়া আবিষ্কার। নতুন প্রজাতির এই
জেলিফিশের শ্রেণিভাগে ব্যস্ত বিজ্ঞানীরা। গবেষণা করছেন তাকে নিয়ে।
আপাতত ‘দানব’ নামে ডাকা হচ্ছে জেলিফিশটিকে। ছবি: এএফপি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.