দূষণ রুখতে দিনে শোভাযাত্রা
নিজস্ব সংবাদদাতা • কালনা |
দূষণ রুখতে দিনের বেলাতেই সরস্বতী পুজোর শোভাযাত্রা বের করল কালনার ধ্রুব সমিতি। বৃহস্পতিবার দুপুরে আদিবাসী নৃত্য, জীবন্ত মডেল, নটী বিনোদিনী পালার দৃশ্য-সহ জমজমাট শোভাযাত্রা বের করে তারা। স্মরণ করা হয় মান্না দে, সুচিত্রা সেন, ঋতুপর্ণ ঘোষের মতো ব্যক্তিত্বকেও। সচিনের বর্ণময় ক্রিকেট জীবনও ছবি, পোস্টারের মাধ্যমে তুলে ধরা হয় শোভাযাত্রায়। তবে এই উদ্যোগ নতুন নয়। ক্লাব সদস্যেরা জানান, বেশ কয়েক বছর ধরেই তাঁরা দিনে শোভাযাত্রা বের করেন। এতে জেনারেটরের প্রয়োজন হয় না, দূষণ ছড়ায় না। সঙ্গে বিশৃঙ্খলাও হয় না।
|
বিপন্ন প্রাণী রাখায় জরিমানা |
প্রায় ৩২টি বিপন্ন প্রজাতির পোষ্য রাখার দায়ে ৪১ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা করা হল ওং মিং সিয়াং নামের এক সিঙ্গাপুরবাসীকে। তাঁর কাছে যে প্রাণীগুলি মিলেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল দু’টি ইন্ডিয়ান স্টার টরটয়েজ (এক বিশেষ প্রজাতির কচ্ছপ), তিনটি রেয়ার বল পাইথন, একটি স্লো লরিস, তিনটি কালো লেজওয়ালা প্রেইরি ডগ, দু’টি সইফিন ড্রাগন, পাঁচটি অর্নেট হর্নড ফ্রগ। ওং মিং-য়ের বাড়ি থেকে প্রাণীগুলিকে উদ্ধার করা হয়। অভিযোগ, বিনা অনুমতিতে অন্য দেশ থেকে এদের সংগ্রহ করে নিজের কাছে রেখেছিলেন ওই ব্যক্তি।
|