কাঁকসায় নাট্যোৎসব
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
দু’দিনের নাট্যোৎসব আয়োজিত হল কাঁকসার মলানদিঘিতে। ‘লোককথা’ নামক একটি নাট্য সংস্থার তরফে এই উৎসবের আয়োজন করা হয়। দু’দিনের উৎসবে প্রথম দিন সাঁওতাল নৃত্যের পাশাপাশি বাউল গানের আসর ছিল। দ্বিতীয় দিনে নাটক পরিবেশন করেন উদ্যোক্তারা। সংস্থার পক্ষে হেমন্ত সরকার জানান, দু’দিনে প্রায় শ’পাঁচেক দর্শক এসেছিলেন। কলকাতা, দুর্গাপুর থেকেও বিভিন্ন নাট্যদলের কর্মীরা এই অনুষ্ঠানে যোগ দেন বলে তিনি জানান।
|
সুচিত্রা সেনের স্মরণে তাঁর কয়েকটি চলচ্চিত্র নিয়ে তিন দিনের চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে কাশীপুর ব্লকের মণিহারা গ্রামে। বুধবার উদ্বোধন করেন কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া। আয়োজনে মণিহারা পল্লিসেবা সমিতি। সপ্তপদী, পথে হল দেরি এবং সবার উপরে দেখানো হচ্ছে। প্রকাশিত হয় ‘নবজীবন’ নামে দেওয়াল পত্রিকা। |
সৌরভ-বিদ্যার কহানি ‘দাদাগিরি’র সেটে। বুধবার কৌশিক সরকারের তোলা ছবি। |