টুকরো খবর
মোরগ-লড়াই
ছবি: নির্মল বসু।
জনতার ভিড়ে ঠাসা ময়দানে সকলের চোখের সামনে রতিরামের পায়ে বাঁধা ধারালো ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ল তিনু। রতিরামের বীরত্বে বেজে উঠল মুহুর্মুহু হাততালি। মঙ্গলবার সরস্বতী পুজো উপলক্ষে সকাল থেকে রাত পর্যন্ত সন্দেশখালির মেটোখালিতে তিনুর মতোই একের পর একের লুটিয়ে পড়তে দেখা গেল কালু, মদন, ভোলা-সহ অনেককেই। প্রতি বছর মকর-সংক্রান্তি এবং সরস্বতী পুজোর দিনে এমন মোরগ-লড়াই দেখতে মেতে ওঠেন সুন্দরবনের বিভিন্ন এলাকার মানুষেরা। এ দিনও এমনই মোরগ লড়াইয়ের আসর বসেছিল সন্দেশখালির মেটেখালি বাজার, হিঙ্গলগঞ্জের মাধবকাটি পঞ্চায়েতের সর্দারপাড়া-সহ বিভিন্ন জায়গায়। বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৮-১০ হাজার মোরগ আনা হয়েছিল সেখানে।


ইউরোপ থেকে আসা পরিযায়ী ‘রেড ক্রেস্টেড পোচার্ড’ (রাঙামুড়ি) দম্পতি।
বর্ধমানের পূর্বস্থলীর চুপিচরে উৎপল সরকারের তোলা ছবি।

কুকুরদের অত্যাচার
ইসলামপুর শহরে পথ কুকুরের অত্যাচারে অতিষ্ঠ শহরবাসী। বাসিন্দাদের অভিযোগ, শহরে পথ কুকুরের সংখ্যা বেড়ে গিয়েছে। এতে বিশেষ করে রাতে রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে প্রতিনিয়তই সমস্যার মুখে পড়তে হচ্ছে। সাইকেল, বাইক থেকে শুরু করে পথচারীদেরও ওই কুকুরের দল তাড়া করছে। সমস্যার সমাধানে পথ কুকুরের নির্বীজকরণের দাবি তুলেছেন বাসিন্দারা। ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল বলেন, “পথ কুকুরের সংখ্যা অনেক বেড়েছে এটা ঠিকই। পথ কুকুরের নির্বীজকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পশুপ্রেমী সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ করা হয়। পুরসভা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।” বাসিন্দারা জানান, শহরে কয়েকটি ওয়ার্ডে শতাধিক পথ কুকুর রয়েছে। ভর দুপুরেও কুকুরের আক্রমণের মুখে পড়তে হচ্ছে। সেই সঙ্গে গাড়ির সামনে কুকুরগুলি চলে আসায় দুর্ঘটনাও ঘটছে। পশুপ্রেমী সংগঠন পিপলস ফর অ্যানিমেল-এর সহকারী জেলা সম্পাদক নবনীতা উপাধ্যায় জানান, পুরসভার সঙ্গেও কথা হয়েছে। দ্রুত কীভাবে নির্বীজকরণের প্রক্রিয়া চালু করা যায় তা দেখা হচ্ছে।


করিমপুরের কলাবেড়িয়া সীমান্ত থেকে বন দফতর উদ্ধার করেছিল গুলিতে জখম
এই বাজ পাখিটিকে। আপাতত তার ঠাঁই হয়েছে কৃষ্ণনগর রেঞ্জ অফিসে। —নিজস্ব চিত্র।

হাতির হামলায় মৃত্যু
জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার সকালে কোটশিলা থানার মারামুর জঙ্গলের ঘটনা। ওই যুবকের নাম গদাধর কুমার (৩৫)। তিনি কোটশিলা থানার বড়রোলা গ্রামের বাসিন্দা। পরে দেহটি জঙ্গল থেকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.