টাটকা খবর
ভারতীয় সংগ্রহালয়ের দ্বিশতবার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন প্রধানমন্ত্রীর
ভারতীয় সংগ্রহালয়ের দ্বিশতবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। রবিবার সকালে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল এম কে নারায়ণন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সংগ্রহালয়ের অধিকর্তা বি বেণুগোপাল-সহ বহু বিশিষ্ট জন।
এ দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের ঐতিহ্য ও পুরাতত্ত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা নিতে হবে ভারতীয় সংগ্রহালয়কে। জনমানসে পৌঁছতে হলে সংগ্রহালয়গুলিকে আরও আকর্ষণীয় ভাবে সাজিয়ে তোলায় জোর দেন তিনি। দর্শনার্থীদের সুবিধায় প্রদর্শগুলির নির্দেশিকা হিসেবে বহুভাষিক অডিও সিস্টেমের সাহায্য নেওয়া যেতে পারে বলে প্রস্তাব করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের গ্রামীণ সংগ্রহালয়ের রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য জুড়ে ১৬৬টি সংগ্রহালয় স্থাপনের পরিকল্পনাও আছে সরকারের। এ দিন সংগ্রহালয়ের দ্বিশতবার্ষিকী উপলক্ষ্যে একটি স্মারক গ্রন্থ ও ডাকটিকিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৩০ জানুয়ারি ব্রিগেডে কংগ্রেসকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করলেও এ দিনের অনুষ্ঠানে এক মঞ্চে মনমোহনের পাশে মমতার উপস্থিতিতে তৈরি হয়েছিল সৌহার্দের আবহাওয়া। অনুষ্ঠানে উপস্থিত থাকায় জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীকে নিয়ে সংগ্রহালয়ের বিভিন্ন গ্যালরিও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে একমঞ্চে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী। ছবি: দেশকল্যাণ চৌধুরী।
১৮১৪-র ২ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিটের এশিয়াটিক সোসাইটির বাড়িতে ন্যাথানিয়াল ওয়ালিচের তত্ত্বাবধানে ভারতীয় সংগ্রহালয়ের সূচনা হয়। ১৮১৪ থেকে ১৮৭৮ পর্যন্ত যা ছিল এশিয়াটিক সোসাইটির বাড়িতে। পরে সংগ্রহালয় স্থানান্তরিত হয় বর্তমান ভবনটিতে। বর্তমান ভবনটির নকশা তৈরি করেছিলেন ওয়াল্টার বি গ্রানউইল। ১৮৭৮-এর ১ এপ্রিল নতুন ভবনে সংগ্রহালয়টি সাধারণের জন্য খুলে দেওয়া হয়।
সংস্কারের জন্য সেপ্টেম্বর থেকে বন্ধ থাকার পর আগামী ৪ ফেব্রুয়ারি থেকে সংগ্রহালয়ের দরজা সকলের জন্য খুলে দেওয়া হবে। ভিতরের গ্যালারি সংস্কারের পাশাপাশি সংগ্রহালয়ের ভবনটির বহিরঙ্গেও সংস্কার করা হয়েছে। নতুন করে সাজিয়ে তোলা হয়েছে প্রত্নতত্ত্ব, গান্ধার শিল্প, অলঙ্করণ ও বস্ত্র, মুদ্রা এবং মানবজাতির ক্রমবিকাশ গ্যালারি।

অনুষ্ঠানের আগের রাতে আলোয় সেজেছে জাদুঘর। ছবি: দেবস্মিতা চক্রবর্তী।
সংস্কারের অঙ্গ হিসেবে সংগ্রহালয়ের মেঝেতে বসানো হয়েছে বেলেপাথর। নিরাপত্তার খাতিরে বসানো হয়েছে সিসি টিভি ও ক্যামেরা। এ ছাড়া, দর্শনার্থীদের সুবিধায় রয়েছে ক্যাফেটেরিয়া ও সুভেন্যির শপ।
এ দিন সকালের এই অনুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যায় সংগ্রহালয়ে ‘ন্যাথানিয়াল ওয়ালিচ স্মারক বক্ততা’ পেশ করেন প্রখ্যাত ইতিহাসবিদ রোমিলা থাপার।

পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে অসমে নিহত কেএলও জঙ্গি
যৌথবাহিনীর অভিযানে মৃত্যু হল কেএলও-র অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি বৃন্দাবন রাজবংশী ওরফে মুকুট রাযের়। অসম পুলিশ কেএলও নেতাদের নামে পুরস্কার ঘোষণা করে ২০ জানুয়ারি যে তালিকা তৈরি করে, সেই অনুযায়ী, বৃন্দাবনের মাথার দাম ছিল ৩ লক্ষ টাকা। শনিবার রাতে কোকরাঝাড় জেলার নন্দনগিরি পাহাড়ে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় তার।
বৃন্দাবন ও তার সঙ্গীরা শালাকাটির নায়কগাঁও সংলগ্ন এলাকায় ঘাঁটি গেড়েছে খবর পেয়ে শনিবার রাত ১০টা নাগাদ যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। ঘাঁটি ঘিরে ফেলার পরে দুই তরফে গুলির লড়াই হয়। পুলিশ জানায়, ঘাঁটিতে বৃন্দাবন ছাড়াও সমর রায় ওরফে র‌্যাম্বো এবং আরও এক জঙ্গি ছিল। জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ের সময় অন্ধকারে গা ঢাকা দেয় বাকি দু’জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃন্দাবনের। তার কাছ থেকে একটি ৭.৬৫ মিলিমিটার বোরের পিস্তল, গ্রেনেড, দু’টি সিমকার্ড, মায়ানমারের মুদ্রা, কেএলও-র লেটারহেড এবং একটি ডায়রি উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, মায়ানমার, ভুটান ও অসম মিলিয়ে থাকা বৃন্দাবন হত্যা, অপহরণ, তোলাবাজি-সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। ২১ জানুয়ারি, ফকিরগ্রামের বউবাজারে ব্যবসায়ী সুধাংশু সরকারকে হত্যার পিছনেও তার হাত রয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃন্দাবন সম্পর্কে খবর দেওয়ায় এক ব্যক্তিকে তিন লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে।

শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল লাইনে ফাটল
ফের রেল লাইনে ধরা পড়ল ফাটল। শনিবার শিয়ালদহ উত্তর শাখার পর এ বার দক্ষিণ শাখায় রেল লাইনে। রবিবার সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ শিয়ালদহ দক্ষিণের ডায়মন্ড হারবার শাখায় নিউ গড়িয়া ও গড়িয়া স্টেশনের মাঝের ডাউন লাইনে ফাটল দেখা দেয়। এর জেরে ওই শাখায় ঘণ্টাখানেক ট্রেন চলাচল ব্যাহত হয়। রবিবার ভোরে নজরদারি সেরে ফেরার সময় ওই ফাটল দেখতে পান গ্যাংম্যানেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। ফাটল খতিয়ে দেখে তা মেরামতির কাজ শুরু হয়। এর পর ট্রেন চলাচল শুরু হয়। তবে রেলের তরফে জানানো হয়, ডাউন লাইনের ট্রেন অত্যন্ত ধীর গতিতে, ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে চলাচল করছে। ছুটির দিন হওয়ায় এ দিন যাত্রী সংখ্যা কম থাকলেও ভোগান্তিতে পড়েন তারা। শনিবারও রেল লাইনে ফাটলের জন্য শিয়ালদহগামী রানাঘাট লোকাল লাইনচ্যুত হয়। তবে ট্রেনের গতি কম থাকায় গত কাল বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান বহু যাত্রী। রেলের এক আধিকারিক জানান, শীতকালে তাপমাত্রার হেরফের অস্বাভাবিক মাত্রায় বেশি হলেই ইস্পাতের তৈরি লাইনে এই ধরনের ফাটল দেখা দেয়। তবে আশার কথা, নতুন প্রযুক্তিতে তৈরি ইস্পাতের লাইন লাগানো হলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। কারণ, ওই ধরনের ইস্পাতে সহনশীলতার মাত্রা বেশি হয়। ওই আধিকারিক জানান, ধীরে ধীরে নতুন প্রযুক্তির তৈরি ইস্পাতের লাইন পাতার কাজ চলছে।
অন্য দিকে, এ দিন শিয়ালদহ মেইন লাইনে কাঁকিনাড়া স্টেশনের কাছে নজরদারির সময় ট্রেনের ধাক্কায় মারা যান এক ট্র্যাকম্যান। সীমাধর যাদব (৪৭) নামের ওই পিডব্লিউআই কর্মীকে শিয়ালদহ থেকে আসা আপ ইএমইউ লোকাল ধাক্কা মারলে গুরুতর আহত হন তিনি। কাঁকিনাড়ার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

শিলিগুড়ির বলরামপুরে উদ্ধার ৪টি অগ্নিদগ্ধ দেহ
শিলিগুড়ির বলরামপুরে উদ্ধার হয়েছে একটি বাছুর-সহ চারটি অগ্নিদগ্ধ মৃতদেহ। রবিবার ভোর চারটে নাগাদ এই ঘটনা ঘটেছে বলে পুলিশের অনুমান। শিলিগুড়ির লাগোয়া রাজগঞ্জের আমবাড়ি থানা এলাকার বলরামপুরে একটি মারুতি ভ্যানের মধ্যে থেকে উদ্ধার হয় দু’টি দগ্ধ দেহ। ওই গাড়ির পাশে পড়ে ছিল আরও দু’টি দগ্ধ দেহ। গাড়ির ভিতরে একটি দগ্ধ বাছুরও মিলেছে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ভক্তিনগর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে কিছু দূরেই ফুলবাড়ি লাগোয়া বাংলাদেশ সীমান্ত। যেখান থেকে প্রায় প্রতি মাসেই গরু পাচারের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, গরুচোরদের দু’টি গোষ্ঠীর বিবাদের জেরে ওই চার জনকে পুড়িয়ে মারা হয়েছে।

ব্যারাকপুরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চুরি
মন্দিরের তালা ভেঙে পিতলের ঘণ্টা চুরি করে পালাল দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর গনেশপুরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রতি বছর অন্তত এক বার এই মন্দিরে চুরির ঘটনা ঘটে। এর আগেও মূল মন্দির থেকে একাধিকবার বিগ্রহের গয়না চুরির ঘটনা ঘটেছে। এ দিন সকালে ঘটনাস্থলে যায় টিটাগড় থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ব্যারাকপুরের ডেপুটি কমিশনার। এই ঘটনায় স্থানীয় কেউ জড়িত কী না খতিয়ে দেখা হচ্ছে।

নৈহাটিতে লজে লুঠপাট
পুরসভার লজে কেয়ারটেকারকে বেঁধে লুঠপাট চালানোর অভিযোগ উঠল নৈহাটিতে। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে নৈহাটি পুরসভা পরিচালিত একটি লজে হামলা চালায় জনা দশেক দুষ্কৃতী। অভিযোগ, ন’হাজার টাকা লুঠ করে তারা। তবে স্থানীয় বাসিন্দারা জানান, পুরসভার ওই লজটিতে সম্প্রতি চিকিত্সার জন্য কোচবিহারের একটি পরিবার উঠেছিলেন। ওই পরিবারের এক তরুণীকে উত্যক্ত করার ঘটনা ঘটছিল দিন কয়েক ধরেই। সকাল-সন্ধ্যা মোটরবাইক নিয়ে লজের সামনে দাঁড়িয়ে থাকা, শিস দেওয়া, এমনকী কটূক্তিও চলছিল বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। শনিবার রাতেই ওই পরিবারটি স্থানীয় ভাটপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে গিয়ে ওঠেন। এই ঘটনা নিয়ে পুর কতৃর্পক্ষ বা স্থানীয় রাজনৈতিক নেতারা মুখে কুলুপ আঁটলেও পুলিশ কর্তারা জানিয়েছেন, ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করলে ব্যবস্থা নেওয়া হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.