সপ্তাহ ঘুরেছে। তবে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এ বার পশ্চিম মেদিনীপুরের ১৪ হাজারেরও বেশি সংখ্যক শিশুকে পালস্ পোলিও টিকাকরণ কর্মসূচির আওতায় আনা গেল না। কেন? পর্যালোচনায় উঠে আসছে সচেতনতার দিকটি। জেলা স্বাস্থ্য দফতরের একাংশ কর্তা মনে করছেন, সব এলাকায় সমান সচেতনতা না-থাকার ফলেই এই পরিস্থিতি। যে সব এলাকায় বেশি সংখ্যক শিশু কর্মসূচির বাইরে রয়ে গেল, দেখা যাচ্ছে, ওই সব এলাকার কয়েক জন মা তাঁদের শিশুকে পোলিও টিকা দিতে চাননি। স্বাস্থ্যকর্মীরা বাড়িতে গেলে তাঁদের ফিরিয়ে দিয়েছেন। জেলা স্বাস্থ্য দফতরের দাবি, পালস্ পোলিও কর্মসূচি সার্বিক ভাবে সফল হয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা বলেন, “৯৭ শতাংশেরও বেশি শিশুকে টিকাকরণ কর্মসূচির আওতায় আনা গিয়েছে।” জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন, “পালস্ পোলিও নিয়ে কিছু এলাকায় আরও সচেতনতা গড়া জরুরি। উপযুক্ত পদক্ষেপ করা হবে।”
গত ১৯ জানুয়ারি পালস্ পোলিও কর্মসূচি ছিল। ওই দিন জেলা জুড়ে ২ হাজার ৫৭৫টি কেন্দ্র খোলা হয়। সব মিলিয়ে ১০ হাজার ৩০০ জন স্বাস্থ্যকর্মী এই কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী এক সপ্তাহে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শিশুদের পোলিও টিকা দেন। জেলা স্বাস্থ্য দফতরের এক সূত্রে খবর, এ বার সব মিলিয়ে ৫ লক্ষ ৫২ হাজার ৯৩৬ জন শিশুকে এই কর্মসূচির মধ্যে নিয়ে আসার কথা ছিল। তবে ৫ লক্ষ ৩৮ হাজার ১৮৩ জন শিশুকে এই কর্মসূচির মধ্যে নিয়ে আসা সম্ভব হয়েছে। অর্থাৎ, টিকাকরণ কর্মসূচির আওতায় আনা যায়নি ১৪ হাজার ৭৫৩ জন শিশুকে। এর মধ্যে কয়েক জন শিশু অবশ্য এলাকার বাইরে রয়েছে। ওই সূত্রে খবর, ১৯ জানুয়ারি পোলিও কেন্দ্রগুলোতে সব মিলিয়ে ৪ লক্ষ ৭৪ হাজার ৩৩০ জন শিশু এসেছিল। এরপর স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যান। ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ২৯ হাজার ৮১৯ জনকে টিকা দেওয়া হয়। ২১ জানুয়ারি ২৩ হাজার ৮১ জনকে, ২২ জানুয়ারি ৯ হাজার ৪৪ জনকে, ২৩ জানুয়ারি ১৫০ জনকে, ২৪ জানুয়ারি ৭১ জনকে এবং ২৫ জানুয়ারি ১ হাজার ৬৮৮ জন শিশুকে টিকা দেওয়া হয়।
জেলার ২৯টি ব্লকের মধ্যে ২১টি ব্লকেই ৯৫ শতাংশের বেশি শিশু টিকাকরণ কর্মসূচির আওতায় এসেছে। জেলার সার্বিক হার যেখানে ৯৭.৩৩ শতাংশ। বাকি ৮টি ব্লকে ৯৫ শতাংশের কম শিশু এই কর্মসূচির আওতায় এসেছে। এই ৮টি ব্লক হল গড়বেতা-১, গড়বেতা-২, শালবনি, কেশপুর, দাসপুর-১, দাঁতন-২, জামবনি এবং বিনপুর-১ (লালগড়)। পুর-এলাকার মধ্যে মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৯৫ শতাংশের কম শিশু এই কর্মসূচির আওতায় এসেছে। জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন “সর্বত্র সচেতনতা গড়ে তোলার চেষ্টা হবে।”
|
পোলিও-তে পিছিয়ে ৮ ব্লক |
গড়বেতা ১ |
৯২.৯১ |
গড়বেতা ২ |
৯৪.৬৭ |
শালবনি |
৯১.৪৮ |
কেশপুর |
৯১.৮১ |
দাসপুর ১ |
৮৫.১৯ |
দাঁতন ২ |
৯২.৯৫ |
জামবনি |
৯৩.৯৩ |
বিনপুর ১ |
৮৪.১০ |
২ পুর এলাকা |
মেদিনীপুর |
৯২.৬৩ |
ঝাড়গ্রাম |
৯১.৬৭ |
টিকা নিয়েছে যারা, হিসাব শতাংশে |
|