টুকরো খবর
মিথ্যে সাক্ষ্য, সাক্ষীকে হাজতের নির্দেশ বিচারকের
আদালতে এসে মিথ্যে সাক্ষ্য দেওয়ার অভিযোগে খোদ সাক্ষীকেই নিজের হেফাজতে নিয়ে জেল হাজতের নির্দেশ দিলেন বিচারক। বুধবার জঙ্গিপুরের জেলা ও দায়রা আদালতের এই ঘটনায় অভিযুক্ত উত্তম সাহা নামের ওই ব্যবসায়ী অবশ্য পরে জামিন পেয়ে যান। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালের ২০ ডিসেম্বর নিজের দুই শিশু কন্যাকে ভাগীরথীর জলে ডুবিয়ে মারার ঘটনায় আনন্দ দাস নামে এক ব্যক্তির নামে আদালতে মামলা চলছিল। রঘুনাথগঞ্জের সম্মতিনগরের এই ঘটনার শুনানিতে সাক্ষ্য দিতে এসেছিলেন অভিযুক্তের পড়শি যুবক উত্তম সাহা। সরকারি আইনজীবী মহম্মদ আকিমুদ্দিন বিশ্বাস বলেন, “পড়শি হিসাবে পুলিশ ওই ঘটনার পর সাক্ষী হিসেবে উত্তমবাবুর বিবৃতি নিয়েছিল। বুধবার সেই ঘটনায় সাক্ষী দিতে এসে বিচারকের সামনে ওই ব্যক্তি দাবি করেন তিনি কিছুই জানেন না। এমনকী আনন্দবাবু বা তার পরিবারকে চেনেন না বলেও জানান তিনি।” এরপরই সরকারি আইনজীবী তাকে এ দিন বিরূপ সাক্ষী হিসেবে ঘোষণা করেন। বিচারক দেবাশিস বন্দ্যোপাধ্যায় তাঁর এজলাসে হাজির পুলিশ কর্মীদের উত্তমবাবুকে আদালতের লক আপে পাঠানোর নির্দেশ দেন। লিখিত ভাবে মিথ্যে সাক্ষ্য দেওয়ার অভিযোগ-সহ উত্তম সাহাকে পাঠানো হয় আদালতের এসিজেএমের এজলাসে বিচারের জন্য। সেখানে অবশ্য তিনি পরে জামিন পেয়ে যান।

ফের সাক্ষ্যগ্রহণ ৩ ফেব্রুয়ারি
বুধবারও শেষ হল না খোরজুনা ধর্ষণ কাণ্ডের ওই মহিলার স্বামীর সাক্ষ্য গ্রহণ। এ দিন ছিল সাক্ষ্য গ্রহণের তৃতীয় দিন। কান্দি মহকুমা আদালতের ফার্স্ট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়ের এজলাসে সাক্ষ্য গ্রহণ পর্ব চলছে। গত সোমবার থেকে ওই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিন সওয়া এক ঘন্টা, দ্বিতীয় দিন ২৫ মিনিট ও এ দিন ৩০মিনিট ধরে সাক্ষ্য গ্রহণ চলে। আদালত সূত্রে খবর, এ দিন সরকার পক্ষের আইনজীবী সাক্ষ্য গ্রহণ করার পর অভিযুক্ত পক্ষের আইনজীবী সওয়াল শুরু করলে ওই মহিলার স্বামী মেজাজ হারিয়ে ফেলেন। ফলে সাক্ষ্য গ্রহণ পর্ব থমকে যায়। এরপর আবার সাক্ষ্যগ্রহণ হবে ৩ ফেব্রুয়ারি। সেই দিনও মৃতার স্বামীকে সওয়াল করবেন অভিযুক্ত পক্ষের অইনজীবী। ২০১৩ সালে বড়ঞার খোরজুনায় এখ মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ প্রকাশ পাল নামে এক পড়শিকে গ্রফতার করে পুলিশ।

স্কুলে বিক্ষোভ
মিড ডে মিলে দেওয়া হচ্ছে নিম্ন মানের আলু। এমনই অভিযোগ তুলে বুধবার কৃষ্ণনগর হোলি ফ্যামিলি প্রাইমারি স্কুলে বিক্ষোভ দেখালেন কৃষ্ণনগর পুরসভার তৃণমূলের স্থানীয় এক কাউন্সিলর-সহ অন্য দুই কাউন্সিলরের স্বামী। তাঁদের অভিযোগ, বেশ কিছু দিন ধরেই স্কুলের মিড ডে মিলে পচা আলু দেওয়া হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ, এখানে আলু কোনও বিষয়ই নয়। ওই কাউন্সিলরা কয়েকজন পড়ুয়াকে স্কুলে ভর্তির কথা বলেছিলেন। তা না নেওয়াতেই এই অভিযোগ তুলে হেনস্থার চেষ্টা করা হচ্ছে। তবে ওই অভিযোগ মানেননি স্থানীয় ওই কাউন্সিলর।

ধর্ষণের চেষ্টা, ধৃত
এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার জলঙ্গির ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে মেয়েটি তার বাবাকে খেত থেকে ডাকতে যাচ্ছিল । সেই সময়ই চারজন যুবক তাকে একটি নির্জন জায়গায় ধরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে ছুটে আসে স্থানীয়রা। তিন যুবকক পালালেও একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে খোঁজ মেলে আরও একজনের। পুলিশ জানিয়েছে বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.